রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | বাংলাদেশে বন্ধুর বাড়ি থেকে ফাটা মাথা নিয়ে দেশে ফিরে এলেন বেলঘরিয়ার যুবক

Sumit | ০১ ডিসেম্বর ২০২৪ ১৬ : ২৬Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশে বন্ধুর বাড়িতে গিয়ে আক্রান্ত হয়ে বাড়ি ফিরলেন বেলঘরিয়ার যুবক। আক্রান্ত যুবকের নাম সায়ন ঘোষ। ঘরে ফিরে এলেও এখনও তাঁর চোখে মুখে ভয়ংকর আতঙ্কের ছায়া রয়েছে। খোঁজ নিতে তাঁর বাড়ির সামনে প্রতিবেশীরা বের করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর বাইশের সায়নের বাড়ি বেলঘরিয়ার সোনার বাংলা এলাকায়। গত ২৩ নভেম্বর বাংলাদেশের ঢাকা শহরে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। পাসপোর্ট ও ভিসা-সহ সমস্ত বৈধ কাগজপত্র টিকিট নিয়েই তিনি সে দেশে পাড়ি দিয়েছিলেন। গত ২৫ নভেম্বর ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে। তারপর থেকে সে দেশে মৌলবাদীদের হামলা ও লুঠতরাজ শুরু হয়। সংখ্যালঘুদের ওপর বেনজির আক্রমণ নেমে আসে। সেই আক্রমণের শিকার হতে হল বেলঘরিয়ার যুবক সায়নকেও। 

 

২৬ নভেম্বর তিনি বন্ধুর বাড়ির পাশে ঢাকা শহরের এক বাজারে কিছু কেনাকাটা করতে গিয়েছিলেন। সেখানে কয়েকজন বাংলাদেশি মৌলবাদী সায়ন ও তাঁর বন্ধুকে ঘিরে ধরে। ‌তারা নাম পরিচয় জানতে চায়। অভিযোগ, সায়ন ভারতীয় ও সংখ্যালঘু জানতে পারার পর মৌলবাদীরা তাঁর ওপর হামলা চালায়। তাঁকে বেধড়ক মারধর করা হয়। বাঁচাতে গিয়ে তাঁর বন্ধুও আক্রান্ত হন। সায়নকে ছুরি দিয়ে আঘাত করা হয়। তাঁর কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। 

 

মার খেয়ে রক্তাক্ত হওয়ার পর সায়ন স্থানীয় হাসপাতালে যান। সেখানে চিকিৎসা করিয়ে নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ কোনও রকম সহযোগিতা করেনি। বরং কেন তিনি বাংলাদেশে গিয়েছেন, তা নিয়ে তাকে প্রশ্নের জেরবার করে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে সায়নের বন্ধুকে বলা হয়, অবিলম্বে তিনি যেন ভারতীয় যুবককে আর তাঁর বাড়িতে থাকতে না দেন। তারপর বন্ধুর পরিবারের সদস্যরা সায়নকে দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেন।

 

রবিবার সকালে সায়ন বাড়ি ফিরে এসেছেন। দেশে ফিরে সায়ন তাঁর ওপর হামলার ভয়ংকর অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি বলেন, 'ভারতীয় পরিচয় আমার নাম সায়ন ঘোষ জানার পরেই সে দেশের মৌলবাদীরা আমার উপর হামলা চালায়। বাংলাদেশ পুলিশের কাছ থেকে কোনও রকম সহযোগিতা পাইনি। উল্টে আমাকেই থানায় নানা রকম অপ্রাসঙ্গিক প্রশ্ন করে বিব্রত করে তোলা হয়েছিল।'


Belgharia YouthBangladesh AttackBangladesh

নানান খবর

নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা 

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?

সোশ্যাল মিডিয়া