বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | আবার বিতর্কে হুমায়ুন কবীর, এবার খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ

Pallabi Ghosh | ৩০ নভেম্বর ২০২৪ ১৫ : ৩৭Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের শোকজের উত্তর দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নিজের জেলা মুর্শিদাবাদে এসে ফের সংবাদমাধ্যমে মুখ খুললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার বহরমপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এক প্রশ্নের উত্তরে হুমায়ুন বলেন, 'এই জেলাতে অনেক চক্রান্তকারীর বাস।' 

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে একাধিক বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন। নতুন করে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি গঠন হওয়ার পর দল বিরোধী মন্তব্যের জন্য প্রথমেই হুমায়ুনকে শোকজ করা হয়। শুক্রবার শৃঙ্খলারক্ষা কমিটির আহ্বায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে তিন পাতার উত্তর জমা দিয়ে নিজের মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন হুমায়ুন।
 
এর আগে বৃহস্পতিবার হুমায়ুন বিধানসভাতে গিয়ে তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জির সঙ্গেও দেখা করেছিলেন। সেখানে মমতা ব্যানার্জি হুমায়ুনকে সংবাদমাধ্যমে বেশি মুখ খুলতে বারণ করেছিলেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। 

শনিবার বহরমপুরে সাংবাদিকদের বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে হুমায়ুন বলেন, 'এখানে অনেক চক্রান্তকারী আছে, যারা রাজনৈতিকভাবে আমার সঙ্গে পেরে উঠতে না পেরে পিছন দরজা দিয়ে অনেক কিছু করতে পারে।' তিনি যে খুন হয়ে যেতে পারেন এই কথা বলে হুমায়ুন বলেন, 'আমি সাবধানতা অবলম্বন করে চলছি এবং চলব। তবে উপরওয়ালা যতদিন সহায় আছেন সহজে আমাকে মারা যাবে না।' মুর্শিদাবাদ জেলাতে সাম্প্রতিক সময়ে খুন হওয়া দুই তৃণমূল নেতার নাম করে তিনি বলেন, 'ওঁদের মতো আমাকে বানাতে পারবে না। যদি কেউ আসে তাদের অবস্থা ওদের মতই করে দেব।' 

উল্লেখ্য, কয়েকটি বিষয়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর পুলিশ প্রশাসনের তরফ থেকে সম্প্রতি হুমায়ুনের নিরাপত্তাররক্ষীর সংখ্যা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তৃণমূল বিধায়কের সঙ্গে দু'জন সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকছেন। মুখ্যমন্ত্রী যে তাঁকে সংবাদমাধ্যমে বেশি মুখ খুলতে বারণ করেছেন সেই কথা বলে হুমায়ুন আজ ফের একবার তৃণমূল কংগ্রেসের বহরমপুর- মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার এবং চেয়ারম্যান রবিউল আলম চৌধুরীর কাজ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, 'সংগঠনে এদের কী কাজ আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি। গ্রামের মানুষ এদের কাছে এসে কোনও পরিষেবা পান কিনা আমার জানা নেই।'


#murshidabad#humayunkabir#tmc



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

হাতির ধাক্কায় বেসামাল পিকআপ ভ্যান এবং অটো, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত পাঁচ...

ভারতের জাতীয় পতাকার অবমাননায় পদক্ষেপ করেনি বাংলাদেশ, একই ঘটনায় উল্টো ছবি এ দেশে...

মাটির ঘরে বসবাস, তবুও আবাস যোজনায় পাওয়া ঘর ফিরিয়ে দিতে চান খোদ পঞ্চায়েত প্রধান...

কোথায় শিক্ষক? স্কুলের দরজা খুলে গা শিউরে উঠল সকলের...

ই-রিক্সার নামে বেআইনি টোটো কারবার কোন্নগরে, হাতেনাতে ধরলেন পুরপ্রধান...

বয়স পেরিয়ে গিয়েছে ১০০, ছত্রিশ বছর পর জেল থেকে মুক্তি পেলেন 'রসিক'...

আবাস তালিকায় নাম ছিল না, দিদিকে বলো'তে ফোন করে ঘর পেলেন বিজেপি নেতা ...

'পুর আইন মানেননি কেন?', উত্তর না পেয়ে বহুতল নির্মাণ বন্ধের নির্দেশ বর্ধমানের পুর চেয়ারম্যানের ...

আলু ধর্মঘট প্রত্যাহার, দাম কমার আশ্বাস মন্ত্রী বেচারাম মান্নার...

ত্রিপুরার পর পশ্চিমবঙ্গের মালদা, হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ হল এই জেলায় ...

পাইপ বসাতে গিয়ে বিপত্তি, পদ্মপুকুরের পাইপলাইন ফেটে উত্তর হাওড়ার ১২টি ওয়ার্ড নির্জলা...

বাঁশ দিয়ে পুলিশকর্মীর মাথা ফাটাল যুবক, ব্যাক আপ ফোর্স ডেকে যুবককে পাকড়াও করল পুলিশ  ...

মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে উত্তর সিকিমের রাস্তা, খুশির হাওয়া পর্যটন মহলে...

তিরঙ্গা প্রণাম করে তবেই চেম্বারে ঢুকবেন, বাংলাদেশের রোগীদের জন্য নতুন ব্যবস্থা এই চিকিৎসকের ...

ঝাল অথচ ঝাল নয়! 'চিলি‌ রসগোল্লা' নামে মিষ্টির জগতে লঙ্কার রসগোল্লার কদর বাড়ছে প্রতিদিন...



সোশ্যাল মিডিয়া



11 24