সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ৩০ নভেম্বর ২০২৪ ১৪ : ৫২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: স্কুল ফান্ডের লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাটের ইটিন্ডা ইউনিয়ন হাই স্কুলের। অভিযুক্ত প্রাক্তন প্রধান শিক্ষকের নাম প্রিয়তোষ মণ্ডল। সম্প্রতি তিনি প্রধান শিক্ষকের পদ থেকে অবসর নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইটিন্ডা ইউনিয়ন হাই স্কুল বসিরহাট এলাকার অন্যতম একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। হাজারের ওপরে পড়ুয়া এই স্কুলে পড়াশোনা করে। দীর্ঘদিন স্কুলের প্রধান শিক্ষক পদে ছিলেন প্রিয়তোষ বাবু। সম্প্রতি তিনি স্কুল থেকে অবসর নিয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অবসর নেওয়ার পরেও স্কুলের আয়-ব্যয় সংক্রান্ত হিসাব পরিচালন কমিটির কাছে তিনি দিয়ে যাননি।
অভিযোগ, স্কুলের উন্নয়নের ফান্ডের টাকা, মিড ডে মিল-সহ বেশ কয়েকটি প্রকল্পে আর্থিক অনিয়ম রয়েছে। অবসর নেওয়ার পরেও প্রিয়তোষ বাবু স্কুলের বিভিন্ন ফান্ডের আর্থিক হিসাব নিকাশ নতুন প্রধান শিক্ষককে বুঝিয়ে দেননি। লক্ষ লক্ষ টাকার হিসাবে গরমিল রয়েছে। পরিচালন কমিটির পক্ষ থেকে বিভিন্ন ফান্ডের হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য তাঁকে স্কুলে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি তাতে সাড়া দেননি।
অবশেষে স্কুল কর্তৃপক্ষ জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে স্কুলের আর্থিক অনিয়ম নিয়ে অভিযোগ করেন। অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক স্নিগ্ধা জানা ওই স্কুলের আর্থিক অনিয়ম নিয়ে প্রাথমিক তদন্ত করেন। তারপর স্কুল কর্তৃপক্ষ বসিরহাট থানায় প্রাক্তন প্রধান শিক্ষক প্রিয়তোষ বাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অতিরিক্ত বিদ্যালয়ের পরিদর্শক বলেন, 'প্রিয়তোষ বাবু স্কুল থেকে অবসর নেওয়ার পর আমাদের দপ্তর থেকে তাঁর বকেয়া সমস্ত কিছু বুঝে নিয়েছেন।
তারপর স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা তাঁর বিরুদ্ধে নানা আর্থিক অনিয়মের অভিযোগ পাই। সে ব্যাপারে তদন্ত চলছে। স্কুল কর্তৃপক্ষ বসিরহাট থানাতেও অভিযোগ দায়ের করেছে।' তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানার জন্য প্রিয়তোষ বাবুর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। পরে টেক্সট মেসেজ পাঠানো হয়। তারও উত্তর পাওয়া যায়নি।
নানান খবর
নানান খবর

মান-অভিমানের পালা শেষ, এবার তৃণমূলে 'ঘর ওয়াপসি' রাজ্যের এই নেতার

গলায় ওটা কিসের দাগ? চুল্লিতে ঢোকানোর আগে দেহ নিয়ে গেল পুলিশ

অসুস্থ রাজ্যপাল, হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

আইআইটি খড়গপুরের হস্টেল থেকে উদ্ধার পড়ুয়ার দেহ, পড়াশোনার চাপেই চরম পদক্ষেপ?

আজও ঝেঁপে বৃষ্টি, ১৩ জেলায় তুমুল দুর্যোগের ঘনঘটা, বজ্রপাতের সতর্কতা জারি

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০