শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: Bibhas Bhattacharya | লেখক: নিজস্ব সংবাদদাতা | Editor: Abhijit Das ২৯ নভেম্বর ২০২৪ ২০ : ০৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় শ্রেণীতে পাঠরত নিজের নাবালক শ্যালককে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগে আগ্রার বাসিন্দা এক যুবককে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। শুক্রবার ওই যুবককে বহরমপুর আদালতে পেশ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা খবর, ধৃত যুবকের নাম নকুল গোয়েল। প্রায় ছ'মাস আগে নকুলের সঙ্গে বহরমপুর থানার বদরপুর এলাকার বাসিন্দা কৃষ্ণা ঠাকুর নামে এক মহিলার বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকতো অভিযুক্ত ওই যুবক।
প্রায় একমাস আগে কিছু জরুরি কাজে আগ্রার বাড়িতে চলে যায় নকুল। দিন দুই এক আগে হঠাৎই সে আবার বহরমপুরে শ্বশুরবাড়িতে ফিরে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার একটি রেস্তোরাঁ থেকে অনলাইনে খাবারের অর্ডার দেয় নকুল। এর কিছুক্ষণ পর স্ত্রীকে ফোন করে সে বলে খাবার নিয়ে যে ডেলিভারি বয় গেছে সে বাড়ি চিনতে পারছে না। স্ত্রী যেন তাঁর ভাইকে পাঠিয়ে খাবারটা সংগ্রহ করেন। অভিযোগ, ডেলিভারি বয়ের কাছ থেকে খাবার নিতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি নকুলের নাবালক শ্যালক। পরিবারের লোকেরা যখন ওই নাবালকের খোঁজ শুরু করেন তার কিছুক্ষণের মধ্যেই স্ত্রীর ফোনে একটি ভিডিও বার্তা পাঠায় নকুল। অভিযোগ, ভিডিও বার্তায় শ্বশুরবাড়ির থেকে বেশ কিছু জিনিস এবং টাকা দাবি করে এবং সেই টাকা নিয়ে বহরমপুর বাসস্ট্যান্ড এলাকায় যাওয়ার জন্য বলা হয়।
নকুলের ভিডিও বার্তা পাওয়ার পরেই পরিবারের লোকেরা বহরমপুর থানার সঙ্গে যোগাযোগ করেন। এরপর সাদা পোশাকের পুলিশের একটি দল বাসট্যান্ড সংলগ্ন এলাকা ঘিরে ফেলে। ওই নাবালকের পরিবারের লোকেরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছে নকুলের কথা মতো একটি গেস্ট হাউসে যান। এরপর সেখান থেকেই পুলিশ সংজ্ঞাহীন অবস্থায় ওই নাবালকে উদ্ধার করে। এর কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার হয় অভিযুক্ত নকুলকে।
পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত নকুল স্ত্রীকে নিয়ে আগ্রা ফিরে যেতে চেয়েছিল। কিন্তু স্ত্রী বহরমপুর থেকে সেখানে যেতে রাজি ছিলেন না। এই ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন ধরে দু'জনের মধ্যে বিবাদ চলছিল। স্ত্রীকে একপ্রকার জোর করে আগ্রা নিয়ে যাওয়ার পরিকল্পনা করে দু'দিন আগে বহরমপুরে পর্যটক হিসেবে ঘুরতে এসেছে বলে একটি গেস্ট হাউসে ঘর ভাড়া নেয় নকুল। শ্যালককে সংজ্ঞাহীন অবস্থায় সেখানে নিয়ে গেলে গেস্ট হাউস মালিকের সন্দেহ হয়। তখন নকুল তাঁকে জানিয়েছিল, ওই নাবালক তারই আত্মীয়। অসুস্থ হওয়ার জন্য তাকে ঘরে নিয়ে এসেছে। নকুলের নাবালক শ্যালককে উদ্ধারের পর জানা যায় সে তাঁকে মাদক খাইয়ে বেহুঁশ করে দিয়েছিল। ওই নাবালক বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
নানান খবর
নানান খবর

শুক্রবারও রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা, বাংলায় দুর্যোগ আর কতদিন চলবে জানুন

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ, উঠল গ্রেপ্তারের দাবি, কারণ জানলে শিউরে উঠবেন

মানুষের কাটা মুন্ডু মুখে নিয়ে এলাকায় ঘুরছে কুকুর, শিউরে ওঠা দৃশ্য চন্ডীলতার বেগমপুরে

উত্তরপ্রদেশের বারেলি থেকে বাঁশবেড়িয়া, একটি জিনিস বিক্রি করতে এসেই বিপদ, গ্রেপ্তার করল পুলিশ

লেপার্ডের সঙ্গে মহিলার মরণপণ লড়াই, শেষ পর্যন্ত জিতল কে?

নতুন বাইক কিনে পুজো দিয়ে আর বাড়ি ফেরা হল না, পথেই পাড়ি দিলেন চিরঘুমের দেশে

দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাসে গবেষণার সময় বিস্ফোরণ, ঝলসে গেলেন অধ্যাপক ও পড়ুয়া

হুগলির লোহারপাড়ায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই যুবক খুনের কিনারা, গ্রেপ্তার দুই দুষ্কৃতী

ব্যাংকের পাশবই আপডেট নিয়ে বচসা, এক গ্রাহক কামড়ে দিলেন অপরকে, তুলকালাম কাণ্ড চুঁচুড়ায়

সাড়ম্বরে পালিত হল বাংলা দিবস

অভিনব উপায়ে ‘নববর্ষ’ পালিত হল আলিপুরদুয়ারে, সামিল হলেন সকলেই