রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Reporter: Bibhas Bhattacharya | লেখক: নিজস্ব সংবাদদাতা | Editor: Abhijit Das ২৯ নভেম্বর ২০২৪ ২০ : ০৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় শ্রেণীতে পাঠরত নিজের নাবালক শ্যালককে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগে আগ্রার বাসিন্দা এক যুবককে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। শুক্রবার ওই যুবককে বহরমপুর আদালতে পেশ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা খবর, ধৃত যুবকের নাম নকুল গোয়েল। প্রায় ছ'মাস আগে নকুলের সঙ্গে বহরমপুর থানার বদরপুর এলাকার বাসিন্দা কৃষ্ণা ঠাকুর নামে এক মহিলার বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকতো অভিযুক্ত ওই যুবক।
প্রায় একমাস আগে কিছু জরুরি কাজে আগ্রার বাড়িতে চলে যায় নকুল। দিন দুই এক আগে হঠাৎই সে আবার বহরমপুরে শ্বশুরবাড়িতে ফিরে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার একটি রেস্তোরাঁ থেকে অনলাইনে খাবারের অর্ডার দেয় নকুল। এর কিছুক্ষণ পর স্ত্রীকে ফোন করে সে বলে খাবার নিয়ে যে ডেলিভারি বয় গেছে সে বাড়ি চিনতে পারছে না। স্ত্রী যেন তাঁর ভাইকে পাঠিয়ে খাবারটা সংগ্রহ করেন। অভিযোগ, ডেলিভারি বয়ের কাছ থেকে খাবার নিতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি নকুলের নাবালক শ্যালক। পরিবারের লোকেরা যখন ওই নাবালকের খোঁজ শুরু করেন তার কিছুক্ষণের মধ্যেই স্ত্রীর ফোনে একটি ভিডিও বার্তা পাঠায় নকুল। অভিযোগ, ভিডিও বার্তায় শ্বশুরবাড়ির থেকে বেশ কিছু জিনিস এবং টাকা দাবি করে এবং সেই টাকা নিয়ে বহরমপুর বাসস্ট্যান্ড এলাকায় যাওয়ার জন্য বলা হয়।
নকুলের ভিডিও বার্তা পাওয়ার পরেই পরিবারের লোকেরা বহরমপুর থানার সঙ্গে যোগাযোগ করেন। এরপর সাদা পোশাকের পুলিশের একটি দল বাসট্যান্ড সংলগ্ন এলাকা ঘিরে ফেলে। ওই নাবালকের পরিবারের লোকেরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছে নকুলের কথা মতো একটি গেস্ট হাউসে যান। এরপর সেখান থেকেই পুলিশ সংজ্ঞাহীন অবস্থায় ওই নাবালকে উদ্ধার করে। এর কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার হয় অভিযুক্ত নকুলকে।
পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত নকুল স্ত্রীকে নিয়ে আগ্রা ফিরে যেতে চেয়েছিল। কিন্তু স্ত্রী বহরমপুর থেকে সেখানে যেতে রাজি ছিলেন না। এই ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন ধরে দু'জনের মধ্যে বিবাদ চলছিল। স্ত্রীকে একপ্রকার জোর করে আগ্রা নিয়ে যাওয়ার পরিকল্পনা করে দু'দিন আগে বহরমপুরে পর্যটক হিসেবে ঘুরতে এসেছে বলে একটি গেস্ট হাউসে ঘর ভাড়া নেয় নকুল। শ্যালককে সংজ্ঞাহীন অবস্থায় সেখানে নিয়ে গেলে গেস্ট হাউস মালিকের সন্দেহ হয়। তখন নকুল তাঁকে জানিয়েছিল, ওই নাবালক তারই আত্মীয়। অসুস্থ হওয়ার জন্য তাকে ঘরে নিয়ে এসেছে। নকুলের নাবালক শ্যালককে উদ্ধারের পর জানা যায় সে তাঁকে মাদক খাইয়ে বেহুঁশ করে দিয়েছিল। ওই নাবালক বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ক্যানিং থেকে গ্রেপ্তার সন্দেহভাজন সঙ্গি, ধৃত তেহরিক-উল-মুজাহিদিনের অন্যতম সদস্য ...
হাজারদুয়ারি, ইমামবড়া তো রইলই, মুর্শিদাবাদে ঘুরতে গেলে চেখে দেখতে হবে এই বিখ্যাত মিষ্টি, যা খেয়ে অবাক বনে গিয়েছিলেন ব্রি...
আজ সারদা দেবীর ১৭২তম জন্মদিবস, বেলুড় মঠে বিশেষ পুজোয় উপচে পড়া ভিড় ...
শিলিগুড়ি থেকে সিকিম যাওয়া এবার জলের মত সহজ, তৈরি হচ্ছে অত্যাধুনিক রাস্তা, জানুন বিস্তারিত...
হামরো পার্টি ভেঙে নতুন দল! ভোটের আগে পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত...
মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...
ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...
মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...
আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...
পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...
রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...
ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...
স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...
কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...
হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...