বুধবার ০৮ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

Agra resident youth came to Bengal to abduct his brother-in-law

রাজ্য | আগ্রা থেকে বাংলায় এসে নাবালক শ্যালককে অপহরণ, গ্রেপ্তার জামাইবাবু

Reporter: Bibhas Bhattacharya | লেখক: নিজস্ব সংবাদদাতা | Editor: Abhijit Das ২৯ নভেম্বর ২০২৪ ২০ : ০৫Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় শ্রেণীতে পাঠরত নিজের নাবালক শ্যালককে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগে আগ্রার বাসিন্দা এক যুবককে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।  শুক্রবার ওই যুবককে বহরমপুর আদালতে পেশ করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা খবর, ধৃত যুবকের নাম নকুল গোয়েল। প্রায় ছ'মাস আগে নকুলের সঙ্গে বহরমপুর থানার বদরপুর এলাকার বাসিন্দা কৃষ্ণা ঠাকুর নামে এক মহিলার বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকতো অভিযুক্ত ওই যুবক। 

প্রায় একমাস আগে কিছু জরুরি কাজে আগ্রার বাড়িতে চলে যায় নকুল।  দিন দুই এক আগে হঠাৎই সে আবার বহরমপুরে শ্বশুরবাড়িতে ফিরে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার একটি রেস্তোরাঁ থেকে অনলাইনে খাবারের অর্ডার দেয় নকুল। এর কিছুক্ষণ পর স্ত্রীকে ফোন করে সে বলে খাবার নিয়ে যে ডেলিভারি বয় গেছে সে বাড়ি চিনতে পারছে না। স্ত্রী যেন তাঁর ভাইকে পাঠিয়ে খাবারটা সংগ্রহ করেন। অভিযোগ, ডেলিভারি বয়ের কাছ থেকে খাবার নিতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি নকুলের নাবালক শ্যালক। পরিবারের লোকেরা যখন ওই নাবালকের খোঁজ শুরু করেন তার কিছুক্ষণের মধ্যেই স্ত্রীর ফোনে একটি ভিডিও বার্তা পাঠায় নকুল। অভিযোগ, ভিডিও বার্তায় শ্বশুরবাড়ির থেকে বেশ কিছু জিনিস এবং টাকা দাবি করে এবং সেই টাকা নিয়ে বহরমপুর বাসস্ট্যান্ড এলাকায়  যাওয়ার জন্য বলা হয়। 

নকুলের ভিডিও বার্তা পাওয়ার পরেই পরিবারের লোকেরা বহরমপুর থানার সঙ্গে যোগাযোগ করেন। এরপর সাদা পোশাকের পুলিশের একটি দল বাসট্যান্ড সংলগ্ন এলাকা ঘিরে ফেলে।  ওই নাবালকের পরিবারের লোকেরা  বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছে নকুলের কথা মতো একটি গেস্ট হাউসে যান।  এরপর সেখান থেকেই পুলিশ সংজ্ঞাহীন অবস্থায় ওই নাবালকে উদ্ধার করে। এর কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার হয় অভিযুক্ত নকুলকে।

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত নকুল স্ত্রীকে নিয়ে আগ্রা ফিরে যেতে চেয়েছিল। কিন্তু স্ত্রী বহরমপুর থেকে সেখানে যেতে রাজি ছিলেন না।  এই ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন ধরে দু'জনের মধ্যে বিবাদ চলছিল। স্ত্রীকে একপ্রকার জোর করে আগ্রা নিয়ে যাওয়ার পরিকল্পনা করে দু'দিন আগে বহরমপুরে পর্যটক হিসেবে ঘুরতে এসেছে বলে একটি গেস্ট হাউসে ঘর ভাড়া নেয় নকুল। শ্যালককে সংজ্ঞাহীন অবস্থায় সেখানে নিয়ে গেলে গেস্ট হাউস মালিকের সন্দেহ হয়। তখন নকুল তাঁকে জানিয়েছিল, ওই নাবালক তারই আত্মীয়। অসুস্থ হওয়ার জন্য তাকে ঘরে নিয়ে এসেছে। নকুলের নাবালক শ্যালককে উদ্ধারের পর জানা যায় সে তাঁকে মাদক খাইয়ে বেহুঁশ করে দিয়েছিল।  ওই নাবালক বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

চা বাগানে হাতির তাণ্ডব,কাজ বন্ধ করে পালালেন শ্রমিকরা...

অবৈধভাবে টোটো তৈরি বন্ধ করা হবে, জানালেন পরিবহন মন্ত্রী  ...

কোচবিহারের খুদেদের কোচিং দিতে আসবেন, আশ্বাস প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলের...

বাম নেতৃত্বের ‘‌গুন্ডামি’‌, অশিক্ষক কর্মীকে স্কুলের সামনে কান ধরতে বাধ্য করানোর অভিযোগ ...

সধবা পাচ্ছেন 'বিধবা' ভাতা, পুলিশে অভিযোগ দায়ের বিডিওর ...

আচমকাই গ্যাস বেলুন সিলিন্ডার ফাটল মেলায়, মৃত্যু এক মহিলার, পা উড়ে গেল বেলুন বিক্রেতার...

সততার অনন্য নজির, লক্ষাধিক টাকার গয়েনা ভর্তি ব্যাগ ফেরালেন গরিব টোটো চালক...

সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে ভারতকে বাধার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে ...

শীতের আমেজে দিঘায় শুরু মিষ্টি উৎসব, স্টলে স্টলে উপচে পড়া ভিড়, কী দাবি তুললেন ব্য়বসায়ীরা? ...

মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর চালু নলগোড়া ও ধোসাহাট সেতু, স্বস্তিতে স্থানীয়রা ...

পুরুলিয়ায় পুলিশ কন্যা হত্যার কিনারা, গ্রেপ্তার ১...

কী অবস্থায় রাজ্যের পরিবহন? দেখতে পথে পরিবহনমন্ত্রী ...

বাংলাদেশ থেকে ছাড়া পাওয়া মৎস্যজীবীদের আর্থিক সহায়তা, 'দিদি'র প্রতি কৃতজ্ঞ মৎস্যজীবীরা...

জলা বুজিয়ে পাঁচিল! বন্ধ নিকাশি, জলযন্ত্রণায় ক্ষিপ্ত প্রায় আড়াইশো পরিবার...

শুভেন্দুর জেলায় বিজেপির বিরাট অস্বস্তি, তৃণমূলের দখলে মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত...



সোশ্যাল মিডিয়া



11 24