বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | হোটেলে 'ফিস ফ্রাই'-এর জন্য অপেক্ষা করছিল ডাকাতরা, মাছ ভাজার বদলে এল পুলিশ

Riya Patra | ২৯ নভেম্বর ২০২৪ ১১ : ৩৭Riya Patra


 

আজকাল ওয়েবডেস্ক: বীরভূম জেলার মহম্মদবাজারে পুলিশের সক্রিয়তায় বড়সড়  ডাকাতির ছক ভেস্তে গেল। বুধবার গভীর রাতে মহম্মদবাজার থানার পুলিশ ভাঁড়কাটা গ্রামের একটি খাবারের দোকানে অভিযান চালিয়ে ১১ জন ডাকাতকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, একাধিক কার্তুজ, ধারালো অস্ত্র, এবং ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা মহম্মদবাজার থানা এলাকার বিভিন্ন পাথর খাদান এবং জাতীয় সড়কে ডাকাতির পরিকল্পনা করছিল। তাদের কার্যকলাপ সম্পর্কে আগাম তথ্য পেয়ে পুলিশ একটি বিশেষ দল গঠন করে। সোর্স মারফত খবর পেয়ে অভিযুক্তদের ঘিরে ফেলে পুলিশ তাদের আটক করে। এবিষয়ে পুলিশের একটি সূত্র জানায়, দুষ্কৃতীরা ওই দোকানে মাছ ভাজা চেয়ে অপেক্ষা করছিল। তখন তাদের দেখে পুলিশের এক সোর্সের সন্দেহ হয়। খবর যায় পুলিশের কাছে। শেষপর্যন্ত মাছ ভাজা আর খাওয়া হয়নি ওই দুষ্কৃতীদের। তার আগেই পুলিশ সবাইকে ধরে। 

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। তবে সাম্প্রতিককালে মহম্মদবাজার এলাকায় অপরাধমূলক কার্যকলাপ বেড়ে যাওয়ায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, পাথর খাদান এবং জাতীয় সড়ক এলাকায় অপরাধীদের দৌরাত্ম্য ক্রমশ বাড়ছে।

ধৃতদের মহম্মদবাজার থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ জানায়, ধৃতরা একটি সংগঠিত ডাকাত দলের সদস্য এবং তাদের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদে এই দলটি আরও অপরাধমূলক কাজের পরিকল্পনার কথা স্বীকার করতে পারে বলে মনে করছে পুলিশ।

একইসঙ্গে মহম্মদবাজার থানা এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনও সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে দ্রুত পুলিশকে জানাতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর এলাকায় নিয়মিত নজরদারি বাড়ানো হবে এবং অপরাধ দমনই থাকবে তাদের মূল লক্ষ্য।

এই অভিযানের মাধ্যমে পুলিশের সক্রিয়তা যেমন প্রমাণিত, তেমনই সাধারণ মানুষের আস্থাও বৃদ্ধি পেয়েছে। মহম্মদবাজার থানার তরফে জানানো হয়েছে, অপরাধমূলক কার্যকলাপ রুখতে এমন অভিযান ভবিষ্যতেও চলবে।


#birbhum#birbhum police#police arrest#arrest#fish fry



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

প্রেমে বিচ্ছেদ! ক্ষিপ্ত যুবকের ব্যাগে সিঁদুর নিয়ে প্রাক্তনীকে হত্যার চেষ্টা, শেষে গ্রেপ্তার...

স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে নতুন সংসার পাতলেন স্ত্রী, সাঁকরাইলের ঘটনায় সকলে হতবাক...

শিলিগুড়িতে ছেলের হাতে খুন মা, এলাকায় উত্তেজনা...

বাঙালির ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে তত্ত্ব হাতে ছাত্রদের জন্য অপেক্ষায় ছাত্রীরা, কোন বিশ্ববিদ্যালয়ে এই রীতি?‌...

বোরোলি, বোয়াল-সহ তিস্তার জলে মরা মাছের ভিড়, বিষ প্রয়োগ না অন্য কারণ?...

লাভপুরে ফের পুলিশের ওপর হামলা, ইটের আঘাতে আহত এক পুলিশকর্মী...

দেগঙ্গায় ফের দুঃসাহসিক ডাকাতি, আলমারি ভেঙে লুঠ সোনার গয়না, লক্ষাধিক নগদ টাকা...

উলুবেড়িয়া কালীবাড়িতে সরস্বতী পুজো ঘিরে বিশৃঙ্খলা, অনুষ্ঠান বন্ধ করল পুলিশ ...

হাতির সঙ্গে জেসিবি নিয়ে লড়াই, গ্রেপ্তার চালক...

গোটা সেদ্ধ তো শুনেছেন, জানেন কী কী থাকে এই খাবারে? কেনইবা সরস্বতী পুজোর পরেরদিন খাওয়া হয়?...

জীবিতকে মৃত দেখিয়ে কোটি টাকার সম্পত্তি হাতানোর চেষ্টা, পুলিশকে অভিযোগ পঞ্চায়েতের...

ফের টার্গেট মালদার তৃণমূল নেতৃত্ব, মানিকচকের বিধায়ককে গাড়িচাপা দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ...

সরস্বতী পুজোয় পড়ানো হল পরিবেশ সচেতনতার পাঠ, অভিনব উদ্যোগ রাজ্যের এই স্কুলে...

বনকর্মীদের সামনেই জেসিবি'র সঙ্গে হাতির লড়াই ডুয়ার্সে,  ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা...

স্কুলের মধ্যেই প্রধান শিক্ষককে বেধরক মারধরের অভিযোগ, গ্রেপ্তার ওই স্কুলেরই সহকারী শিক্ষক!...



সোশ্যাল মিডিয়া



11 24