বুধবার ১৯ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | ওয়ার্ল্ড ২৫ কে কলকাতা ম্যারাথনের জার্সি উন্মোচন, প্রতিযোগীদের উৎসাহ দিতে থাকবেন ঝুলন

Sampurna Chakraborty | ২৭ নভেম্বর ২০২৪ ২৩ : ৪৮Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ১৫ ডিসেম্বর শীতের সকালে শহরে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫ কে কলকাতা ম্যারাথনের আসর বসবে। অন্যান্য বছরের মতো এবারও কনকনে ভোরে বাঙালির গন্তব্য রেড রোড। নবম বর্ষে পড়েছে এই ম্যারাথন। এবারের থিম, 'আমার কলকাতা সোনার কলকাতা।' বুধবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে ম্যারাথনের অফিসিয়াল জার্সির উন্মোচন হল। এবার অভিনব ভাবনা ছিল উদ্যোক্তাদের। শীতের আগমনের পড়ন্ত বিকেলে আকাশ থেকে নেমে এল দুটো ড্রোন। তাতে ঝুলছিল জার্সি। মঞ্চে দাঁড়িয়ে ঠিক ক্যাচ ধরার ভঙ্গিমায় ড্রোন থেকে জার্সি নামালেন ঝুলন গোস্বামী। জার্সি উন্মোচনের অনুষ্ঠানে তারকা মহিলা ক্রিকেটার ছাড়াও ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্পোর্টস এবং হাউজিং বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, টাটা স্টিলের কর্পোরেট সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট চাণক্য চৌধুরী, প্রোক্যাম ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর বিবেক সিং প্রমুখ। 

গত তিন বছর ধরে এই ম্যারাথনের সঙ্গে যুক্ত ঝুলন। ম্যারাথনের অ্যাম্বাসেডর। তবে নিজে অংশ নেবেন কিনা এখনও ঠিক করেননি। কিন্তু প্রতিযোগীদের উৎসাহ দিতে শীতের ভোরে স্টার্টিং পয়েন্টে হাজির থাকবেন। ঝুলন বলেন, 'আমি প্রতিযোগীদের উৎসাহ দিতে থাকবে। নিজে অংশ নেব কিনা এখনও জানি না। মাঠে একটা নির্দিষ্ট জায়গায় দৌড়ানো, প্র্যাকটিস করা আলাদা। কিন্তু এখানে সবার সামনে রাস্তায় ম্যারাথনে নামা সহজ নয়। ভেবে দেখব যদি আনন্দ রানে যোগ দিতে পারি।' তবে সবাইকে ম্যারাথনে অংশ নেওয়ার আহ্বান জানান। প্রাক্তন তারকা ক্রিকেটার মনে করেন, স্বাস্থ্যের কথা ভেবেই এইধরনের ম্যারাথনে অংশ নেওয়া উচিত সকলের। ঝুলন বলেন, 'আমরা আজকাল সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গিয়েছি। ফোন সর্বস্ব। শারীরিক কসরত কম হয়। যা মোটেই ঠিক না। স্বাস্থ্যের কথা ভেবে এইধরনের দৌড়ে অংশ নেওয়া উচিত। আমি এই ইভেন্টের অঙ্গ হতে পেরে খুশি। সবারই স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হওয়া উচিত। বিশেষ করে মহিলাদের। নিজের শরীরের যত্ন নেওয়া উচিত। দৌড়নো সবচেয়ে সহজ। শুধু একজোড়া জুতো লাগে।' 

ঝুলনের কথায়, টাটা ম্যারাথন এখন বাঙালির ১২ মাসে ১৪তম পার্বণ। অলিম্পিকেও জায়গা করে নিয়েছে ম্যারাথন। ভবিষ্যতে বিশ্বমঞ্চে এই বিভাগে ভারতের সাফল্যের বিষয়ে আশাবাদী তারকা ক্রিকেটার। প্যারালিম্পিকসে দেশের সাফল্য নিয়েও উচ্ছ্বাসিত ঝুলন। ম্যারাথনের দিন উপস্থিত থাকবেন প্রাক্তন ফুটবলার সল ক্যাম্পবেল। ম্যারাথনের অনুষ্ঠান হলেও তারকা মহিলা ক্রিকেটারের উপস্থিতিতে ক্রিকেটের প্রসঙ্গ উঠবে না সেটা কি হয়! বিশেষ করে যেখানে বর্ডার-গাভাসকর ট্রফি চলছে। বিরাট কোহলির শতরান নিয়ে ঝুলন বলেন, 'সিরিজের শুরুতেই বিরাটের ফর্মে ফেরা খুবই পজিটিভ দিক ভারতের জন্য। ও যেমন ক্রিকেটার, ছন্দে ফেরা শুধুই সময়ের অপেক্ষা ছিল।' সামনেই গোলাপী বলের টেস্ট। তারকা ক্রিকেটার মনে করেন, এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া দুই দলের কাছেই চ্যালেঞ্জিং। এই প্রসঙ্গে ঝুলন বলেন, 'গোলাপী বলের টেস্টে অস্ট্রেলিয়ায় আলো পড়ার সময় বলের মুভমেন্টে একটু পরিবর্তন হয়। এটার সঙ্গে মানিয়ে নিতে দুই দলেরই একটু সমস্যা হতে পারে।' তবে ভারতের সিরিজ জেতার বিষয়ে আশাবাদী প্রাক্তন তারকা। 


Tata Steel MarathonKolkata MarathonJhulan Goswami

নানান খবর

নানান খবর

কোহলির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী সতীর্থ এবার আইপিএলে আম্পায়ারের ভূমিকায়

পাক অধিনায়কের ইংরেজি নিয়ে বিদ্রুপ, তুমুল সমালোচনার মুখে প্রাক্তন অজি তারকা

দশ দফা নির্দেশিকায় পরিবর্তন! কোন নিয়মে বদল আনতে চলেছে বোর্ড?

একাধিক চোট, আইপিএলের আগে ঘোর সমস্যায় সঞ্জীব গোয়েঙ্কার দল

কথা কম কাজ বেশি, আইপিএল শুরুর মুখেই হুঙ্কার এই ক্রিকেটারের গলায় 

‘‌আমাদের হার দেখলে খুশি হয় দেশবাসী’‌, বিস্ফোরক পাক পেসার

সেদিনের বল বয় থেকে আজ পাঞ্জাবের অধিনায়ক, পুরনো স্মৃতি শ্রেয়সের গলায় 

পর্দায় 'অ্যানিমাল' ধোনি, সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে আগুন

ভারতীয় মহিলার সঙ্গে বাগদান সারলেন পাকিস্তানি ক্রিকেটার, সোশ্যাল মিডিয়ায় শোরগোল

পতিদারের পাশে কোহলি, আইপিএলের প্রাক্কালে করলেন বড় ভবিষ্যদ্বাণী

'অক্ষর বড় ভাইয়ের মতো, দিল্লি এবার ট্রফি জিতবে', দাবি বাংলার ক্রিকেটারের

বৃষ্টিতে ভেস্তে গেল কেকেআরের প্র্যাকটিস ম্যাচ, শুরু হল না দ্বিতীয় ইনিংস

বৃষ্টিতে ভেস্তে গেল কেকেআরের প্র্যাকটিস ম্যাচ, শুরু হল না দ্বিতীয় ইনিংস

রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন কে? আইপিএলের আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হাঁড়ির খবর ফাঁস

হোলি খেলা অপরাধ! মহম্মদ সামির মেয়েকে আক্রমণ রিজভীর

ছয় ছক্কা মেরে নতুন রেকর্ড থিসারার, রইল দ্বীপরাষ্ট্রের তারকার ব্যাটিং তাণ্ডব

গম্ভীর না থেকেও রয়েছেন নাইটদের সাজঘরে, প্রাক্তন নাইট মেন্টরের থেকে পারমর্শ চাইলেন নব্য মেন্টর ব্রাভো

মরিয়া চেষ্টা করেও পারেননি দিল্লিকে জেতাতে, হার সহ্য করতে না পেরে তারকা অলরাউন্ডার ভেঙে পড়লেন কান্নায়

সোশ্যাল মিডিয়া