মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

youth mysterious death,

রাজ্য | যুবকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য, ঘর থেকে উদ্ধার হল দেহ

Rajat Bose | ২৫ নভেম্বর ২০২৪ ১৬ : ৫৫Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক: মিষ্টির দোকানে কাজ করতেন। রাতে কাজ থেকে স্বাভাবিকভাবেই বাড়ি ফিরেছিলেন। সকালে ঘর থেকে যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার হল। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত চালতাবেড়িয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম পরিতোষ পান্ডে। তাঁর বয়স ৪৪ বছর। কে বা কারা থেকে খুন করল, পুলিশ তা নিয়ে ধন্দে রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুরের চালতাবেড়িয়া দাসপাড়ার একটি বাড়িতে পরিতোষ একাই থাকতেন। দত্তপুকুর বাজারে একটি মিষ্টির দোকানে তিনি কারিগরের কাজ করতেন। রবিবার রাত ১০টা নাগাদ তিনি কাজ থেকে বাড়ি ফেরেন। পড়শিরা তাঁকে স্বাভাবিকভাবেই বাড়ি ফিরতে দেখেছেন। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা পরিতোষকে আর দেখেননি। বেলা পর্যন্ত তাঁর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। কাজে না যাওয়ায় মিষ্টির দোকানের লোকেরা পরিতোষকে ডাকতে এসেছিলেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। তখন তাঁরা দরজা খুলে ঘরের ভিতরে যান। তাঁরা দেখেন, ঘরের মেঝেতে ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। পড়শিরাও তখন সেখানে ছুটে আসেন। খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘর থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবকের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। 

নিহত পরিতোষ সম্পর্কে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তেমন কিছু জানাতে পারেননি। চালতাবেড়িয়ার বাড়িতে ওই যুবক একাই থাকতেন। অতীতে তাঁর বাড়িতে আত্মীয়–পরিজনদেরও তেমন আসতে দেখা যায়নি। ছুটির দিনেও পাড়ার লোকেদের সঙ্গে তিনি তেমন মেলামেশা করতেন না। পড়শি রিক্তা দাস বলেন, ‘‌পরিতোষবাবু মিষ্টির দোকানে কাজ করতেন। পাড়ায় তেমন মেলামেশা করতেন না। আত্মীয়–স্বজনকেও তেমন আসতে দেখা যায়নি। রাতে কোনও চিৎকার চেঁচামেচিও আমরা শুনতে পাইনি। সকালে দেখলাম, পুলিশ ঘর থেকে তাঁর মৃতদেহ বের করছে।’‌ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই যুবককে খুন করা হয়েছে। কে বা কারা তাঁকে খুন করল, সে ব্যাপারে পুলিশ তেমন কিছু জানাতে পারেনি। তদন্তকারী আধিকারিকরা প্রতিবেশীদের সঙ্গে কথা বলে যুবক খুনের সূত্র খোঁজার চেষ্টা করছেন। বারাসতের অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী বলেন, ‘‌প্রাথমিকভাবে একটি খুনের মামলা রুজু করা হয়েছে। কারা খুন করেছে, এখনই তা বলা যাচ্ছে না। তবে আমরা কিছু সূত্র পেয়েছি। আশা করছি, খুব দ্রুত খুনিকে ধরতে পারব।’‌ 

 


#Aajkaalonline#youthdies#mysteriousdeath



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

প্রেমে বিচ্ছেদ! ক্ষিপ্ত যুবকের ব্যাগে সিঁদুর নিয়ে প্রাক্তনীকে হত্যার চেষ্টা, শেষে গ্রেপ্তার...

স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে নতুন সংসার পাতলেন স্ত্রী, সাঁকরাইলের ঘটনায় সকলে হতবাক...

শিলিগুড়িতে ছেলের হাতে খুন মা, এলাকায় উত্তেজনা...

বাঙালির ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে তত্ত্ব হাতে ছাত্রদের জন্য অপেক্ষায় ছাত্রীরা, কোন বিশ্ববিদ্যালয়ে এই রীতি?‌...

বোরোলি, বোয়াল-সহ তিস্তার জলে মরা মাছের ভিড়, বিষ প্রয়োগ না অন্য কারণ?...

লাভপুরে ফের পুলিশের ওপর হামলা, ইটের আঘাতে আহত এক পুলিশকর্মী...

দেগঙ্গায় ফের দুঃসাহসিক ডাকাতি, আলমারি ভেঙে লুঠ সোনার গয়না, লক্ষাধিক নগদ টাকা...

উলুবেড়িয়া কালীবাড়িতে সরস্বতী পুজো ঘিরে বিশৃঙ্খলা, অনুষ্ঠান বন্ধ করল পুলিশ ...

হাতির সঙ্গে জেসিবি নিয়ে লড়াই, গ্রেপ্তার চালক...

গোটা সেদ্ধ তো শুনেছেন, জানেন কী কী থাকে এই খাবারে? কেনইবা সরস্বতী পুজোর পরেরদিন খাওয়া হয়?...

জীবিতকে মৃত দেখিয়ে কোটি টাকার সম্পত্তি হাতানোর চেষ্টা, পুলিশকে অভিযোগ পঞ্চায়েতের...

ফের টার্গেট মালদার তৃণমূল নেতৃত্ব, মানিকচকের বিধায়ককে গাড়িচাপা দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ...

সরস্বতী পুজোয় পড়ানো হল পরিবেশ সচেতনতার পাঠ, অভিনব উদ্যোগ রাজ্যের এই স্কুলে...

বনকর্মীদের সামনেই জেসিবি'র সঙ্গে হাতির লড়াই ডুয়ার্সে,  ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা...

স্কুলের মধ্যেই প্রধান শিক্ষককে বেধরক মারধরের অভিযোগ, গ্রেপ্তার ওই স্কুলেরই সহকারী শিক্ষক!...



সোশ্যাল মিডিয়া



11 24