সোমবার ২৫ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৫ নভেম্বর ২০২৪ ১৬ : ৫৫Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: মিষ্টির দোকানে কাজ করতেন। রাতে কাজ থেকে স্বাভাবিকভাবেই বাড়ি ফিরেছিলেন। সকালে ঘর থেকে যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার হল। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত চালতাবেড়িয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম পরিতোষ পান্ডে। তাঁর বয়স ৪৪ বছর। কে বা কারা থেকে খুন করল, পুলিশ তা নিয়ে ধন্দে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুরের চালতাবেড়িয়া দাসপাড়ার একটি বাড়িতে পরিতোষ একাই থাকতেন। দত্তপুকুর বাজারে একটি মিষ্টির দোকানে তিনি কারিগরের কাজ করতেন। রবিবার রাত ১০টা নাগাদ তিনি কাজ থেকে বাড়ি ফেরেন। পড়শিরা তাঁকে স্বাভাবিকভাবেই বাড়ি ফিরতে দেখেছেন। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা পরিতোষকে আর দেখেননি। বেলা পর্যন্ত তাঁর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। কাজে না যাওয়ায় মিষ্টির দোকানের লোকেরা পরিতোষকে ডাকতে এসেছিলেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। তখন তাঁরা দরজা খুলে ঘরের ভিতরে যান। তাঁরা দেখেন, ঘরের মেঝেতে ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। পড়শিরাও তখন সেখানে ছুটে আসেন। খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘর থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবকের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত পরিতোষ সম্পর্কে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তেমন কিছু জানাতে পারেননি। চালতাবেড়িয়ার বাড়িতে ওই যুবক একাই থাকতেন। অতীতে তাঁর বাড়িতে আত্মীয়–পরিজনদেরও তেমন আসতে দেখা যায়নি। ছুটির দিনেও পাড়ার লোকেদের সঙ্গে তিনি তেমন মেলামেশা করতেন না। পড়শি রিক্তা দাস বলেন, ‘পরিতোষবাবু মিষ্টির দোকানে কাজ করতেন। পাড়ায় তেমন মেলামেশা করতেন না। আত্মীয়–স্বজনকেও তেমন আসতে দেখা যায়নি। রাতে কোনও চিৎকার চেঁচামেচিও আমরা শুনতে পাইনি। সকালে দেখলাম, পুলিশ ঘর থেকে তাঁর মৃতদেহ বের করছে।’ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই যুবককে খুন করা হয়েছে। কে বা কারা তাঁকে খুন করল, সে ব্যাপারে পুলিশ তেমন কিছু জানাতে পারেনি। তদন্তকারী আধিকারিকরা প্রতিবেশীদের সঙ্গে কথা বলে যুবক খুনের সূত্র খোঁজার চেষ্টা করছেন। বারাসতের অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী বলেন, ‘প্রাথমিকভাবে একটি খুনের মামলা রুজু করা হয়েছে। কারা খুন করেছে, এখনই তা বলা যাচ্ছে না। তবে আমরা কিছু সূত্র পেয়েছি। আশা করছি, খুব দ্রুত খুনিকে ধরতে পারব।’
#Aajkaalonline#youthdies#mysteriousdeath
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বিষ্ণু মাল হত্যাকাণ্ডের রায় ঘোষণা, কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তার সাত সঙ্গীকে দোষী সাব্যস্ত করল আদালত ...
গুপ্তিপাড়ায় শিশুকে খুন করেছে দাদু! হাড়হিম করা তথ্য সামনে এল তদন্তে...
মঙ্গলবার নৈহাটির বড়মার মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী মমতা, জানাবেন উপনির্বাচনে জয়ের শুভেচ্ছাও...
আর চাইবি? বকেয়া টাকা চাওয়ায় মুর্শিদাবাদে শ্রমিককে ছুরির কোপ, আটক দুই...
মোবাইলে আসক্তি নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া, ফ্ল্যাটের ছাদ থেকে কিশোরীর মরণঝাঁপ ...
'কাউকে কিছু বোলো না মা, ভালো থেকো', অভিনব কায়দায় ডাকাতি করে চম্পট দিল দুষ্কৃতীরা ...
দাউদাউ করে জ্বলছে আগুন, সিঙ্গুরের কারখানায় পুড়ে ছাই সব...
ব্যর্থতা মেনে নিতে হবে, ইগো ছেড়ে, ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে সামনে আনা উচিত : কল্যাণ...
রাজ্যে অপরাধের সঙ্গে আবারও পাওয়া গেল বিহার যোগ, তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার আরও এক ...
টিউশন পরতে বেরিয়ে দুই বান্ধবীতে নিখোঁজ, মর্মান্তিক পরিণতি শুনে চমকে উঠবেন...
বাড়ি থেকে উধাও চার বছরের শিশু, খুঁজতে তৎপর পুলিশ, ওড়ানো হল ড্রোন...
মন্ত্রীর সঙ্গে সফল বৈঠক, কমতে চলেছে আলুর দাম জানিয়ে দিলেন ব্যবসায়ীরা...
দীক্ষা দেব বলে শিষ্যাকে নির্জন ঘরে নিয়ে গেল গুরু, তারপরই যা ঘটল...
রাতের অন্ধকারে গায়েব গৃহপালিত প্রাণী, বাঘ নাকি অন্য কিছু, আতঙ্কে ঘুম উড়েছে ডানকুনির বাসিন্দাদের...
চালু হওয়ার পরেও মিলছে না বর্ধিত মজুরি, হতাশায় বিক্ষোভ মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের...