শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | ফের হুগলিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুন, গুড়াপে প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

Pallabi Ghosh | ২৫ নভেম্বর ২০২৪ ১২ : ২৮Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: আবারও ধর্ষনের ঘটনা হুগলিতে। এবার ধর্ষণ করে খুন করা হল পাঁচ বছরের এক শিশুকন্যাকে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে হুগলির গুড়াপে। অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অসীমা পাত্র। ঘটনার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গুড়াপ থানার পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তার প্রতিবেশীর বাড়ি থেকে ওই নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। গুড়াপ থানায় খবর যায়। গুড়াপ থানার পুলিশ গ্রামে পৌঁছয়। গ্রামবাসীদের উদ্যোগে শিশুটিকে ধনিয়াখালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। ঘটনায় উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তকে ব্যাপক মারধর করেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুঁচুড়া হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই প্রতিবেশী অশোক সিংয়ের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের মামলা রুজু করা হয়েছে। 

মামলার গুরুত্ব বিবেচনা করে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেনের নির্দেশে এই মামলার তদন্তভার ধনিয়াখালির সার্কেল ইন্সপেক্টরের উপর দেওয়া হয়েছে। সোমবার চুঁচুড়া জেলা হাসপাতালে মৃত শিশুর মৃতদেহের ময়নাতদন্ত হয়। গ্রামীণ পুলিশের ডিএসপি (ডিএন্ডটি) প্রিয়ব্রত বক্সি জানিয়েছেন, ধৃত অভিযুক্ত প্রৌঢ়কে এদিন চুঁচুড়া আদালতে পেশ করে পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে। 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার এবং অন্যান্য পদস্থ আধিকারিকেরা। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় বাসিন্দা এবং নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। পুলিশ সুপার এই মামলার তদন্তের সহায়তার জন্য হুগলি জেলার অভিজ্ঞ অফিসারদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গড়ার নির্দেশ দিয়েছেন। 

মৃত শিশুর বাবা জানিয়েছেন, মেয়ে মাংস খেতে চেয়েছিল। বাজারে গিয়েছিলেন মাংস কিনতে। বাড়ি ফিরে দেখেন মেয়ে নেই। খুঁজতে গিয়ে দেখেন প্রতিবেশীর বাড়িতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে রয়েছে মেয়ে। দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন তিনি। প্রতিবেশীরাও জানিয়েছেন, অভিযুক্তের স্বভাব ভাল ছিল না। এর আগেও নানা অভিযোগ উঠেছে ওর বিরুদ্ধে। 

এই প্রসঙ্গে ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র বলেছেন, খুব মর্মান্তিক ঘটনা। এই অত্যাচার মেনে নেওয়া যায় না। প্রশাসন সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছে। তিনি জন প্রতিনিধি হিসাবে পরিবারের সঙ্গে কথা বলেছেন। অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন বিধায়ক।


#Hooghly#crime news



বিশেষ খবর

নানান খবর

former-indian-prime-minister-manmohan-singh-passes-away-at-92-gnr

নানান খবর

প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, একাধিক রদবদলের কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্যদ...

নাগাল মিলছে না জিনাতের, পুরুলিয়ার মানুষ শিউরে উঠছেন ২০১৫-এর কথা মনে করে ...

নেই চিকিৎসক, কম্পাউন্ডারই রোগী দেখেন সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ...

কীরকম ছিল সুলতানি আমলের স্নানগার? উত্তর পেতে যেতে হবে মালদায়...

অনুপ্রবেশ হতে পারে সীমান্তের এই ১০টি গ্রাম দিয়ে, আশঙ্কায় মুড়ে দেওয়া হল সিসিটিভি ক্যামেরায়...

অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...

কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...

নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...

বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...

মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...

বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...

আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো,  র‍্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...

বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...

বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...

অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...



সোশ্যাল মিডিয়া



11 24