মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৩ নভেম্বর ২০২৪ ২০ : ১২Debosmita Mondal
মিল্টন সেন, হুগলি: মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পাইকারি বাজারে আলুর দাম কমালেন ব্যবসায়ীরা। শনিবার বিকেলে হরিপাল পঞ্চায়েত সমিতির মিটিং হলে আলুর বাজারদর নিয়ন্ত্রণে এক উচ্চপর্যায় বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, সুফল বাংলার প্রজেক্ট ডিরেক্টর গৌতম মুখার্জী, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখার্জী ও রাজ্য হিমঘর অ্যাসোসিয়েশনের সভাপতি পতিতপাবন দে সহ আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকরা।
বৈঠক শেষে রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, কলকাতার বাজারে ৩০ টাকার মধ্যে থাকবে আলু। কলকাতার বাজারে আলুর দামে রাশ টানতে হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী। শুক্রবার নবান্নে আলুর দাম নিয়ন্ত্রনে টাস্কফোর্সের বৈঠক হয়েছে। গত বৃহস্পতিবার ভিন রাজ্যে আলু রপ্তানি এবং আলুর দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপরই বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে আনতে বৈঠক ডাকা হয়। হুগলি জেলায় উৎপাদিত আলু যায় কলকাতার বাজারে। ক্রমাগত সেই আলুর দাম চড়তে থাকায় তা কমাতে উদ্যোগী হয় রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী আলুর দাম নিয়ন্ত্রণে আনার দায়িত্ব দেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নাকে। ভিন রাজ্যে আলু যাওয়ার ক্ষেত্রে সরাসরি নিষেধাজ্ঞা জারি না করা হলেও, আলুর দাম কমাতে ব্যবসায়ীদের দু'দিন সময় দেওয়া হয়। হরিপালে সেই বিষয় নিয়েই হয় দীর্ঘ বৈঠক। প্রায় দেড়ঘন্টা বৈঠক শেষে ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখার্জি জানান, সাতাশ টাকা কেজিদরে বিক্রি হচ্ছিল জ্যোতি আলু। তাঁরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবার থেকে ছাব্বিশ টাকায় আলু দেওয়া হবে। সোমবার থেকে বাজারে ওই দামে আলু পৌঁছে যাবে। ভিন রাজ্যে আলু যেমন যাচ্ছে তেমনই যাবে। এখনও হিমঘরগুলোতে প্রায় দশ লক্ষ মেট্রিকটন আলু মজুত রাখা আছে। সরকারি তরফে চলতি নভেম্বর মাসের ত্রিশ তারিখ পর্যন্ত হিমঘর খোলা রাখার কথা। সেই সময়সীমা বেড়ে হতে চলেছে ৩১ ডিসেম্বর।
বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেছেন, আলুর দাম কমাতে শুক্রবার নবান্নে টাস্কফোর্সের মিটিং হয়েছে। সেখানে মুখ্য সচিব মনোজ পন্থ বলেছিলেন আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করতে। সেই অনুযায়ী এদিন মিটিং হয়েছে। সুফল বাংলায় কলকাতায় ২৮ টাকা কেজি দরে আলু বিক্রি করা হবে। আগামী সোম-মঙ্গলবার থেকে বাজারে দাম কমার প্রভাব নজরে পড়বে। বৈঠকের পর ব্যবসায়ীরা এমনটা জানালেও খুচরো বাজারে দাম কী থাকছে সেটাই এখন দেখার।
নানান খবর
নানান খবর

শুকনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির খুনের রহস্যের কিনারা, খোঁজ মিলল খোয়া যাওয়া গয়নারও

থানার আধিকারিকের সই জাল করে ভুয়ো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

ভুটান সীমান্তের শহর চামুর্চীর হাট সংস্কারের উদ্যোগ নিল রাজ্য সরকার

মুর্শিদাবাদ হিংসার তদন্তে বড় সাফল্য রাজ্য পুলিশের, ওড়িশা থেকে গ্রেপ্তার ছয় জন

দলের মিছিল থেকে বেরিয়ে গিয়েই বিধায়ক মিহির গোস্বামীর উপর ক্ষোভ উগরে তৃণমূলে যোগ বিজেপির মহিলা মোর্চার নেত্রীর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০