শনিবার ২৩ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২২ নভেম্বর ২০২৪ ২০ : ৫৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকেই শুরু হয়েছে বর্ডার-গাভাসকর ট্রফি। পারথে ভারত, অস্ট্রেলিয়ার মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সাত সমুদ্র তেরো নদী পার করে সেই আঁচ পড়েছে কলকাতা ময়দানে। শুক্রবার দুপুরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জার্সি গায়ে চাপিয়ে মোহনবাগানের অনুশীলনে হাজির হলেন জেমি ম্যাকলারেন। জার্সিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার লোগো। তিনি কলকাতায় থাকলেও, মন পড়ে আছে সুদূর অস্ট্রেলিয়ায়। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে যে অজি বিশ্বকাপার আগ্রহী, সেটা স্পষ্ট। বিরতির পর শনিবার জামশেদপুরের বিরুদ্ধে আবার আইএসএল অভিযান শুরু করছে সবুজ মেরুন ব্রিগেড। শুক্র বিকেলে ক্লাবের মাঠে জোরকদমে চলল তারই প্রস্তুতি।
এদিন বাড়তি নজর ছিল দিমিত্রি পেত্রাতোসের ওপর। চোটের জন্য নেই গ্রেগ স্টুয়ার্ট। চলতি মরশুমে বাগানের সবচেয়ে ধারাবাহিক ফুটবলার। স্কটিশের জায়গা ভরাট করার দায়িত্ব দিমির ওপর। সেই কারণেই এদিন অস্ট্রেলিয়ানের ওপর কোচের কড়া নজর ছিল। আগের দু'বছরের তুলনায় এবার অনেকটাই ম্লান দিমিত্রি। তারকার ভিড়ে নিয়মিত প্রথম একাদশে সুযোগও পাচ্ছেন না। তবে ওড়িশার বিরুদ্ধে যথেষ্ট ভাল খেলেন। কিন্তু গোল ভাগ্য ছিল না। একটা গোল পেলেই হয়তো আত্মবিশ্বাস একলাফে অনেকটাই বেড়ে যাবে। কোচ হোসে মোলিনার আশা, জামশেদপুর ম্যাচেই সেটা হবে। একদা দলের সেরা ফুটবলারকে আবার চেনা ছন্দে দেখার অপেক্ষায়। মোলিনা বলেন, 'গত মরশুম নিয়ে কথা বলতে চাই না। দিমি দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। আগের বছরগুলোর মতো সমসময় প্রথম একাদশে সুযোগ পাচ্ছে না। আমাদের দলে একাধিক ভাল প্লেয়ার আছে। ম্যাকলারেন, কামিন্স, দিমি সবাই দারুণ। ডিফেন্সে দু'জন বিদেশি প্লেয়ার খেলাতে হচ্ছে। তাই আমাকে সিদ্ধান্ত নিতেই হচ্ছে। দিমি প্রতিভাবান। প্রত্যেকবার দলকে সাহায্য করে। আশা করছি ও দ্রুত চেনা ছন্দে ফিরবে।'
চোটের জন্য পাওয়া যাবে না আশিস রাই কেও। তাঁর জায়গায় খেলতে পারেন দীপেন্দু। যদিও বাগান কোচ এই বিষয়ে কোনও খোলসা করেননি। চোট-আঘাত নিয়ে ভাবতে চান না। স্পষ্ট জানান, যেকোনও কোচই পুরো দল নিয়ে নামতে চায়। তবে চোট-আঘাত খেলারই অঙ্গ। কোনও অজুহাত দিতে চান না তিনি। জামশেদপুর ম্যাচে পাওয়া যাবে অনিরুদ্ধ থাপাকে। স্টুয়ার্টের না থাকা যে বড় ক্ষতি, মেনে নিলেন। তবে হাপিত্যেশ করতে চান না। মোলিনা বলেন, 'প্রত্যেক প্লেয়ার আলাদা। হয়তো গ্রেগ এমন কিছু জিনিস করতে পারে, যা বাকিরা পারে না। তবে আগের ম্যাচে দিমি যথেষ্ট ভাল খেলেছে। গোলে সুযোগও পেয়েছিল। শুধু শেষ পাসে সাফল্য আসেনি। গ্রেগ থাকলে অবশ্যই ভাল হতো। তবে ম্যাকলারেন, কামিন্সরাও আছে।'
শুক্রবার ডাগআউটে থাকবেন না খালিদ জামিল। নিঃসন্দেহে এর একটা প্রভাব দলের ওপর পড়বে। কলকাতার দুই প্রধানকে হাতের তালুর মতো চেনেন জামশেদপুর কোচ। একসময় ইস্টবেঙ্গলের কোচ ছিলেন। কিন্তু বিদায় সুখকর হয়নি। তাই ইস্টবেঙ্গল, মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচকে একটু বাড়তি গুরুত্ব দেন খালিদ। তার সঙ্গে জড়িয়ে থাকে আবেগ। জামশেদপুরের হেড কোচের অনুপস্থিতিতে তাঁদের বাড়তি সুবিধা হবে না বলেই দাবি করেন বাগান কোচ। মোলিনা বলেন, 'হেড কোচের সঙ্গে মিলে ওরা নিশ্চয়ই কোনও পরিকল্পনা করেছে। কোচের বেঞ্চে না থাকা ওদের দলের জন্য কিছুটা সমস্যা তৈরি করতে পারে। তবে তাতে আমাদের কোনও প্রভাব পড়বে না।' প্রায় দু'সপ্তাহের বিরতির পর নামবে মোহনবাগান। মাঝে দলের একাধিক ফুটবলার জাতীয় শিবিরে ছিল। যার ফলে দল হিসেবে প্র্যাকটিসের খুব একটা সুযোগ মেলেনি। তবে সেই নিয়ে চিন্তিত নন মোলিনা। কিঞ্চিৎ টেনশন রয়েছে স্ট্রাইকারদের সেরা ছন্দে না থাকার। শীঘ্রই এই সমস্যা মেটার বিষয়ে আশাবাদী স্প্যানিশ কোচ।
#Jose Molina#Mohun Bagan#Indian Super League
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
'মনে করো দেশের জন্য গুলি খাচ্ছো', গম্ভীরের মন্ত্রেই অভিষেকে নজর কাড়লেন নীতিশ...
পছন্দের শহরে জয় দিয়ে আই লিগ অভিযান শুরু হাবাসের ...
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপৎকালীন বৈঠক ডাকল আইসিসি ...
অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিলামের আগেই নির্বাসিত হতে পারে ভারতীয় অলরাউন্ডার ...
কলকাতায় খেলার অধরা স্বপ্ন কোচ হিসেবে মেটাতে চান ভারতের ডেভিড বেকহ্যাম...
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে পাকিস্তান...
আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...
আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...
কলকাতা ফুটবলের আকাশে নতুন নাম ইউকেএসসি
এই আম্পায়ার মাঠে থাকলেই কপাল খারাপ ভারতের! প্রকাশ্যে পারথ টেস্টের আম্পায়ার এবং ধারাভাষ্যকারদের তালিকা...
পারথে অগ্নিপরীক্ষা, কপিলের উদাহরণ দিয়ে বুমরাকে তাতালেন বিশ্বজয়ী দলের সদস্য...
মুম্বই-আহমেদাবাদ নয়, ২০৩৬ অলিম্পিকের ভেন্যু হওয়ার দৌড়ে এগিয়ে এই দুই শহর ...
ভারতীয় ক্রিকেটের ব্যাড বয়ের জন্য নিলামে ঝাঁপাতে পারে একাধিক দল, ২০ কোটিতে বিকোতে পারেন তারকা ...
কেরিয়ার প্রায় শেষ করে দিয়েছিলেন রিঙ্কু, সেই যশকেই পাঠানো হল পারথে, কিন্তু কেন? ...
টেনশনের ম্যাচে চীনকে হারাল ভারত, তৃতীয়বার এশিয়াসেরা ভারতের মেয়েরা ...