বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | ৩.৫ কোটি টাকা মুক্তিপণ চেয়ে অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার, আটক ৫ অপহরণকারী

Sumit | ২২ নভেম্বর ২০২৪ ১৬ : ১৪Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক : হাওড়ার জেলার বেলুড় এলাকার দুই ব্যবসায়ী ভাইকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশের তৎপরতায় ফরাক্কা থানার আধিকারিকদের হাতে ধরা পড়ল পাঁচ অপহরণকারী। উদ্ধার করা হয়েছে দুই অপহৃত ব্যক্তিকে।  ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে।  জেলা পুলিশের এক শীর্ষ অধিকারিক জানিয়েছেন, অপহৃত ব্যক্তিদের উদ্ধারের খবর পাওয়ার পর হাওড়া পুলিশের একটি দল ইতিমধ্যে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে। অপহৃত  দুই ব্যক্তি এবং অপহরণকারীদেরকে নিয়ে তারা হাওড়া ফিরে যাবেন বলে সূত্রের খবর। 

 

পুলিশ সূত্রে খবর, অপহৃত দুই ব্যক্তির নাম সমীর খান (২৩) এবং মহম্মদ আম্বর খান (২৫)।  তাঁদের বাড়ি হাওড়া জেলার লিলুয়া-বেলুড় এলাকায়। ওই দুই ব্যক্তি লোহার ছাঁটের ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। ব্যবসা সংক্রান্ত বিবাদের জেরে দুই ব্যক্তিকে অপহরণ করা হয়েছিল বলে সূত্রের খবর।  বৃহস্পতিবার হাওড়া জেলার একটি এলাকা থেকে সমীর এবং আম্বরকে অপহরণ করে পাঁচ ব্যক্তি। এরপর তাদের পরিবারের কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।  ওই দুই ব্যক্তির পরিবার এরপর হাওড়া পুলিশের সঙ্গে যোগাযোগ করে। 

 

পুলিশ সূত্রের খবর,  সমীর এবং আম্বরকে অপহরণ করার পর অপহরণকারীরা ঘনঘন নিজেদের অবস্থান বদলাতে থাকে। হাওড়া পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য অপহরণকারীরা সমীর এবং আম্বরকে উত্তরবঙ্গের কোনও একটি গোপন ডেরাতে লুকিয়ে রাখার পরিকল্পনা করেছিল।   শুক্রবার সকাল ন'টা নাগাদ  নিউ ফরাক্কা মোড়ে একটি নবনির্মিত হোটেলে বিশ্রাম নেওয়ার জন্য দুই অপহৃতকে নিয়ে পাঁচজন অপহরণকারী  একটি বাইক এবং গাড়িতে করে আসে। 

 

বাইক এবং গাড়িটি হোটেলের পার্কিং লটে রেখে সমীর এবং অম্বরকে নিয়ে দুই অপহরণকারী হোটেলের একটি ঘরের মধ্যে ঢুকে যায়। বাকি তিন অপহরণকারী হোটেলের লবিতে বসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেই সময় ফরাক্কা থানার পুলিশের একটি দল ওই হোটেলে অভিযান চালায় এবং পাঁচ অপহরণকারী সহ দুই অপহৃত ব্যক্তিকে সেখান থেকে ফারাক্কা থানায় নিয়ে যায় পুলিশ। উদ্ধার হয়েছে অপহরণে ব্যবহৃত গাড়িটি। 

 

সূত্রের খবর, ফরাক্কার খুন্তিপাড়া এলাকার বাসিন্দা জনৈক রাজু দেবনাথ নামে এক যুবক নিউ ফরাক্কা মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে ছোটখাটো ওই হোটেলটি 'বুক' করেছিল।  অপহরণকারীরা সমীর এবং আম্বরকে হোটেলের ঘরের মধ্যে হাত-পা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফরাক্কা থানার পুলিশ রাজু দেবনাথ ছাড়াও মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা জনৈক রিঙ্কু শেখ, রেহান শেখ, সাত্তার শেখ এবং নদিয়া জেলার বাসিন্দা অভিজিৎ বালাকে আটক করেছে। অপহরণকারীদের সঙ্গে কী নিয়ে বিবাদ পুলিশ তা তদন্ত করে দেখছে।


#Howrah Businessmen Kidnapping#Farakka Police Rescue#Ransom Demand



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

দুপাশে খাড়া পাহাড়, মাঝখানে গা ছমছমে সরু পথ, উত্তরবঙ্গের এই গিরিখাত নিয়ে আগ্রহ বাড়ছে পর্যটকদের ...

খেলতে খেলতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, পাঁচিল ভেঙে মৃত শিশু...

স্ত্রীকে খুশি করতে ‘ভালবাসা’ চুরি, মাঝরাস্তায় ভেঙে গেল প্লাস্টিকের ‘লাভ’, তারপর? ...

তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ, তীব্র চাঞ্চল্য নন্দীগ্রামে ...

বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...

আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো,  র‍্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...

বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...

বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...

অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...

বড়দিনের ‘‌উপহার’‌ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...

মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...

আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...

বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...

চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...

চলছে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান, সুন্দরবনে নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার তিন সন্দেহভাজন ...

রেল মন্ত্রীকে দেওয়া চিঠির সদুত্তর মিলেছে, হুগলিতে চলতে পারে মেট্রো! আর কী বললেন সাংসদ রচনা?  ...

দ্বিতীয় হুগলি সেতু নয়, ভারী যান চলাচল করবে রোরো ভেসেলের মাধ্যমে  ...

পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে খুন, দোষীকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা চুঁচুঁড়া আদালতের...

কমছে কাশ্মীরি শালওয়ালাদের আগমন, দরদাম করে কিস্তিতে পোশাক কেনায় ধাক্কা ...



সোশ্যাল মিডিয়া



11 24