শনিবার ০৫ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে ওড়াল আদানি গ্রুপ, বিজেপি বলছে খামোখা মোদিকে বদনামের চেষ্টা

Riya Patra | ২১ নভেম্বর ২০২৪ ১৮ : ২৮Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: প্রবল চাপে আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি। তার সঙ্গে আরও ৭ জনের বিরুদ্ধে মার্কিন আদালত অভিযোগ এনেছে সরকারকে ঘুষ দেওয়ার। তাঁর বিরুদ্ধে ২,২৫০ কোটি টাকার ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। আদানি গ্রুপের সহযোগী সংস্থাগুলি এই ঘুষ-কাণ্ডের পর ৬০০ মিলিয়ন ডলারের মার্কিন বন্ড রদ করেছে। স্টক এক্সচেঞ্জকে একটি রেগুলেটরি ফাইলিংয়ে বিবৃতি দিয়েছে আদানি গ্রিন এনার্জি। এই সংস্থার পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং ইউনাইটেড স্টেটস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানি গ্রুপের  বোর্ড সদিস্য গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, আর এই কারণে আদানি গ্রিন এনার্জির পক্ষ থেকে মার্কিন ডলার বন্ড ইস্যু করা হবে না বলে জানানো হয়েছে। 

নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় শাখায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এই অভিযোগ দায়ের করা হয়েছে অন্য আরেক বোর্ড সদস্য বিনীত জৈনের বিরুদ্ধেও। আদানি গ্রিন এনার্জি লিমিটেড জানিয়েছে এই ঘুষের অভিযোগ আসার পরে সংস্থার পক্ষ থেকে যে মার্কিনি ডলার বন্ড জারি করার কথা ছিল তা রদ করা হয়েছে। তবে এই অভিযোগের পর, সেই প্রসঙ্গে কী বলছে সংস্থা, নজর ছিল সেদিকেও। বৃহস্পতিবারই আদানির সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘুষ ও দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন, সংস্থা ওই অভিযোগ নস্যাৎ করেছে। বৃহস্পতিবার সংস্থা বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। 

সঙ্গেই সংস্থার পক্ষও থেকে জানানো হয়েছে, ‘আদানি গ্রুপ সর্বদা অনুশাসন, স্বচ্ছতা বজায় রেখেছে। শাসন, স্বচ্ছতা এবং নিয়ন্ত্রক সম্মতির সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ সংস্থা। সংস্থা সম্পূর্ণ আইন মেনেই কার্যক্রম পরিচালনা করে থাকে, আইনবিরোধী কোনও কর্মকাণ্ডে আদানি গ্রুপ জড়িত নয়, সমস্ত স্টেকহোল্ডার, সহযোগী, কর্মীদের জানানো হয়েছে তা।‘

অন্যদিকে এদিন আদানি-ইস্যুতে কংগ্রেস নেতা, সাংসদ রাহুল গান্ধী দাবি করেন, গ্রেপ্তার করা হোক গৌতম আদানিকে এবং তাঁর ‘প্রটেক্টর’ মাধবী পুরী বুচকে জিজ্ঞাসাবাদ করা উচিত।

তিনি আরও বলেন, ‘এটি এখন স্পষ্ট এবং এককথায় আমেরিকায় প্রতিষ্ঠিত যে, আদানি আমেরিকার আইন এবং ভারতীয় আইন দুটোই লঙ্ঘন করেছেন। আমি এটা ভেবে অবাক হচ্ছি, এখনও এই দেশে তিনি কীকরে একজন মুক্ত মানুষ হিসেবে ঘুরে বেড়াচ্ছেন?  প্রধানমন্ত্রী গৌতম আদানিকে রক্ষা করছেন এবং তিনিও আদানির সঙ্গে দুর্নীতিতে জড়িত।’


 রাহুলের মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেন, ‘২০০২ থেকে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, কংগ্রেস মোদির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু তারা সফল হয়নি।‘ আদানি গ্রুপ দুর্নীতিগ্রস্ত হলে কেন কংগ্রেস ওই সংস্থা থেকে বিনিয়োগ চাইছে বারবার, সেই প্রশ্ন তুলেছে। একই সঙ্গে রাহুলের সাংবাদিকদের মুখোমুখি হওয়াকেও কটাক্ষ করেছেন সম্বিত। আদানি প্রসঙ্গে, আইন আইনের মতো চলবে বলে উল্লেখ করেন তিনি।


নানান খবর

নানান খবর

শপিং মলে ঢুকেই ছুড়ে দিলেন কফি, কেনই বা হঠাৎ মেজাজ হারালেন তরুণী

কংগ্রেসের নতুন উদ্যোগ: মনমোহন সিংহ ফেলোশিপ প্রোগ্রাম চালু

৫২ বছর একসঙ্গে সংসার, কোন ঝড় টলাতে পারেনি তাঁদের, মৃত্যুও আলাদা করতে পারল না দম্পতিকে

গরমকালে বার বার লোডশেডিং, বিরক্ত হয়ে নিজেই কুলার বানিয়ে ফেলল দশম শ্রেণীর ছাত্রী, খরচ কত হল?

হঠাৎ করে গায়ে আগুন জ্বলে উঠল, স্বামীর সঙ্গে এ কী করলেন স্ত্রী!

কুকুরের ভক্তিতে তাক লাগল নেটপাড়ায়, ভাইরাল ভিডিও

পাশাপাশি বসে মোদি-ইউনূস, দেখা হলেও কথা হল না! তবে মুখোমুখি বৈঠকের জল্পনায় ঘি

হাতের কাছে পেয়ে তরুণীর সঙ্গে কী করল হনুমান, সবাই দেখল অবাক হয়ে

পিৎজা-পানীয় অর্ডার করেই আত্মঘাতী তরুণী, কাঠগড়ায় তুতো দাদা! প্রেম-প্রতারণার অভিযোগ পরিবারের

রামনবমীতেই উদ্বোধন নয়া পামবান সেতুর, কী হবে পুরনো সেতুটির ভবিষ্যৎ? খোলসা করল রেলমন্ত্রক

টুকরো টুকরো হয়ে ছড়িয়ে, জ্বলছে আগুন, জামনগরে ভেঙে পড়ল যুদ্ধবিমান, খোঁজ নেই পাইলটের

হোয়াটসঅ্যাপে ভিডিও পোস্ট করে সোজা শ্বশুরবাড়ি, শাশুড়ি-মেয়েকে খুন, কারণ জানলে চমকে যাবেন

‘সভাপতি বাছতে পারেন না’, বিজেপিকে অখিলেশ খোঁচা দিতেই জবাব দিলেন শাহ! কী বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী?

দিল্লি দাঙ্গায় ভূমিকার অভিযোগে বিজেপি মন্ত্রী কপিল মিশ্রের বিরুদ্ধে এফআইআর

অফিসে ছুটি নেওয়ার অভিনব উপায় বার করলেন মেকআপ আর্টিস্ট তরুণী, ভাইরাল ভিডিও

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া