বুধবার ২০ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বাণিজ্য | এই সরকারি স্কিমে বিনিয়োগ করুন ৬ হাজার টাকা, ফেরত পাবেন ২০ লক্ষ টাকা

Sumit | ২০ নভেম্বর ২০২৪ ১৩ : ১০Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: আজকের দিনে সকলেই সুস্থ জীবনের আশা করেন। সেই কাজটি যদি পূর্ণতা দিতে হয় তাহলে সঠিকভাবে নিজের ভবিষ্যতকে নিরাপত্তা দিতে হবে। এজন্য আমরা সারা জীবন ধরে আমাদের পরিশ্রম করতে হয়। তবে সর্বদা মনে রাখা উচিত যেখানে আমাদের বিনিয়োগ করতে হবে সেই সংস্থা যেন সঠিক হয়। নাহলে বিনিয়োগের নামে শুধু ঠকতে হবে।

 

সেদিক থেকে দেখতে হলে সরকারি বেশ কয়েকটি প্রকল্প রয়েছে যেখানে বিনিয়োগ করে আপনি পেতে পারবেন ভাল রিটার্ন। আপনার ভবিষ্যত হবে নিশ্চিত। যদি নিজের টাকাকে সঠিকভাবে রক্ষা করতে চান তাহলে আপনাকে পিপিএফে বিনিয়োগ করতেই হবে। এখানে আপনি পাবেন ৭.১ শতাংশ হারে সুদ। এখানে ৫ বছরের জন্য আপনি বিনিয়োগ করতে পারেন।

 

এই সময় শেষ হয়ে গেলে আরও ৫ বছরের জন্য সেই টাকা বিনিয়োগ করতে পারেন। পিপিএফে আপনি মাসে ৬ হাজার টাকা করে বিনিয়োগ করুন। তাহলে বছরে আপনি ৭২ হাজার টাকা করে জমাতে পারবেন। এইভাবে যদি আপনি ১৫ বছর ধরে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি মোট ১৯ লক্ষ ৫২ হাজার ৭৪০ টাকা করে জমাতে পারবেন।

 

১৫ বছরে এই টাকা বিনিয়োগ করলে ৮ লক্ষ ৭২ হাজার ৭৪০ টাকা আপনি সুদ হিসাবে পাবেন। এখানে যদি বিনিয়োগ করতে পারে তাহলে আপনার টাকা সুরক্ষিত থাকবে। সেখানে কোনও বাড়তি ঝুঁকি থাকবে না। যত বেশি এই টাকা বিনিয়োগ করে যেতে পারবেন ততই আপনার সুদের হার বাড়তে থাকবে। তাই অন্য কোথাও বিনিয়োগ করার আগে পিপিএফে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ হবে।    


#PPF#Investment#future#surpass income#investing#stock market#mutual funds



বিশেষ খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



11 24