বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৩ জানুয়ারী ২০২৫ ১৬ : ৩০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে ভারতীয় ক্রিকেট নিয়ে চর্চার শেষ নেই। রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে মহম্মদ সামি, চ্যাম্পিয়ন্স ট্রফি। আলোচনার একাধিক বিষয়বস্তু। এমন সময় যদি ইরফান পাঠানকে হাতের নাগালে পাওয়া যায়, তাহলে তো কথাই নেই। কিংবদন্তি ভেস পেজকে সম্মান জানাতে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল। তাতে অংশগ্রহণ করতে বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে হাজির ছিলেন ইরফান পাঠান। এক ছাদের নীচে তারকার সমাহার। ছিলেন সুনীল গাভাসকর, লিয়েন্ডার পেজ, অরুণ লাল, মনোজ তিওয়ারিরা।
সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে চুক্তি থাকায় ক্রিকেট নিয়ে বাক্যালাপ পর্যন্ত করেননি সানি। কিন্তু কথা বলতে ভালবাসেন ইরফান। তাই চুক্তি থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতা, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি, রো-কো জুটির ভবিষ্যৎ নিয়ে কথা বলতে দ্বিধা করেননি জুনিয়র পাঠান।
কলকাতার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। ম্যাচ খেলতে এসে যে ভালবাসা পেতেন, এখন ধারাভাষ্য দিতে এসেও একই সমাদর পান। আবেগপ্রবণ ফ্যানদের জন্যই বারবার কলকাতায় ছুটে আসতে ভাল লাগে ইরফানের। সম্প্রতি দাদা ইউসুফ পাঠানের দৌলতে বাংলার সঙ্গে সম্পর্ক আরও গাঢ় হয়েছে। ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচে বাকিদের মতো ইডেনে বাংলার পেসারের প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন ইরফানও। সামি না খেলায় অবাক। তারকা পেসারের প্রশংসা করলেও স্পষ্ট জানিয়ে রাখলেন, দুবাইয়ের উইকেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামব্যাক করা সহজ হবে না। এই কারণেই ব্যাকআপ হিসেবে মহম্মদ সিরাজকে দলে চেয়েছিলেন তারকা অলরাউন্ডার। ইরফান পাঠান বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে অনেকেই বাদ পড়েছে। সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, মহম্মদ সিরাজ। দুবাইয়ে জোরে বোলার দরকার। ওখানকার উইকেটে চারজন স্পিনারকে খেলানো যাবে না। সামির প্রত্যাবর্তন সহজ হবে না। যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ। বিসিসিআই নিশ্চয়ই বুঝেশুনেই দল করেছে। তাই সমর্থন করতেই হবে। সামি চ্যাম্পিয়ন বোলার। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বোলারদের মধ্যে প্রথম দশে থাকবে। অভিজ্ঞতা সম্পন্ন। ও নিজের শরীরের অবস্থা জানে এবং বোঝে। আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে পুরোপুরি ভাবে ফিরতে একটু সময় লাগবে।'
বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর ক্রিকেটারদের জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে বোর্ড। তাতে সায় আছে ইরফানের। বিশেষ করে ঘরোয়া ক্রিকেট খেলার নিয়মে। এই প্রসঙ্গে ইরফান বলেন, 'আমি এটা গত দেড় বছর ধরে বলে আসছি। সবার নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। শুধু দেখানোর জন্য একটা-দুটো ম্যাচ নয়। এটা ক্রিকেটারদের পাশাপাশি ভারতীয় ক্রিকেটের উন্নতিতে সাহায্য করবে। জুনিয়রদের সঙ্গে বিরাট, রোহিতরা খেললে ওদের থেকে অনেক কিছু শিখতে পারবে। একইসঙ্গে ওদের সঙ্গে সামঞ্জস্য রাখতে, নিজেদের মান বাড়াতে চাইবে উঠতি ক্রিকেটাররা।' রোহিত, কোহলির ফর্ম নিয়ে প্রচুর চর্চা চলছে। তবে ইরফানের দাবি, লাল বলের ক্রিকেটের সঙ্গে সাদা বলের ক্রিকেটকে কখনই মিলিয়ে ফেলা উচিত নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রো-কো জুটির রান পাওয়ায় বিষয়ে আত্মবিশ্বাসী ভারতের প্রাক্তন তারকা। ইরফান বলেন, 'লাল বলের ক্রিকেটের সঙ্গে সাদা বলের ক্রিকেটকে মিলিয়ে ফেলা উচিত নয়। দুটো সম্পূর্ণ ভিন্ন। নিয়মকানুনও আলাদা। আমার মতে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের কোনও সমস্যা নেই। যা ঠিক করতে হবে, সেটা লাল বলের ক্রিকেটে। সাদা বলে দু'জনেই সেরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু'জনেই রান পাবে। আমার বিশ্বাস, সাদা বলের ক্রিকেটে অন্য রোহিত, কোহলিকে দেখা যাবে।'
ভারতীয় দলের ড্রেসিংরুমে অশান্তির আভাস পাওয়া গিয়েছে। গৌতম গম্ভীরের সঙ্গে রোহিত শর্মা, অজিত আগরকরের মতপার্থক্যের কথা প্রকাশ্যে এসেছে। এই বিষয়ে ভিতরে না ঢুকতে চাইলেও, প্রাক্তন অলরাউন্ডার জানিয়ে দিলেন, ড্রেসিংরুমের প্রভাব পারফরম্যান্সে পড়ে। তাই সুস্থ ড্রেসিংরুমই কাম্য। ইরফান বলেন, 'বাইরে থেকে এই বিষয়ে মন্তব্য করে উচিত নয়। তবে ড্রেসিংরুমে সুস্থ পরিবেশ দলকে সেরাটা দিতে সাহায্য করে। মনে রাখতে হবে, ভারতীয় ক্রিকেট সবার ওপরে। বোর্ডের গাইডলাইন মেনে একজোট হয়ে খেলা উচিত।' নীতিশ কুমার রেড্ডির প্রশংসা করেন ইরফান। প্রথম অস্ট্রেলিয়া সফরে যেভাবে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের মোকাবিলা করেছেন, তাঁর মধ্যে একজন ভাল অলরাউন্ডারকে দেখছেন প্রাক্তন তারকা। ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের প্রথম ম্যাচ দেখা হয়নি। তবে খবরাখবর রেখেছেন। ভারতীয় দলের ভয়ডরহীন মনোভাবের প্রশংসায় ইরফান। বলেন, 'আমরা দু'বারের চ্যাম্পিয়ন। সেটা প্রমাণ করতে হবে। টি-২০ তে ভয় পেলে হবে না। হার-জিত খেলার অঙ্গ। তবে আগ্রাসী মনোভাব ধরে রাখতে হবে।' কেরিয়ারের সায়াহ্নে চলে এসেছেন রোহিত। যেকোনও দিন অবসর ঘোষণা করবেন। পরবর্তী অধিনায়ক হিসেবে কাকে এগিয়ে রাখছেন? টেস্টে যশপ্রীত বুমরাকে এগিয়ে রাখলেন ইরফান। সাদা বলের ক্রিকেটে শুভমন গিল, ঋষভ পন্থকে ভবিষ্যতের নেতা হিসেবে দেখছেন ভারতের প্রাক্তন তারকা।
#Irfan Pathan#Team India#Champions Trophy
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
দুর্দান্ত লড়াই জিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ম্যাডিসন কিজ, সামনে সাবালেঙ্কা ...
সমস্যা মিটল, প্র্যাকটিসে নামলেন মহমেডানের ফুটবলাররা...
সমস্যা মিটল, প্র্যাকটিসে নামলেন মহমেডানের ফুটবলাররা...
রোহিতকে ফিরিয়েও উৎসবে মাতেননি মির, কেন? কারণ জানালেন স্বয়ং বোলার ...
'অজুহাত দিও না', সামিকে না খেলানোয় প্রাক্তনের তোপের মুখে গম্ভীর-সূর্য ...
ইডেনে ঝুলন গোস্বামীর নামে স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন...
বৃদ্ধাঙ্গুষ্ঠ আর তর্জনী মিলিয়ে অভিষেকের অভিনব উদযাপন, কেন করলেন এমন সেলিব্রেশন? ...
ইডেনে বরুণের ঘূর্ণি, ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, হেলায় ইংল্যান্ডকে হারাল ভারত ...
মেয়ে কোহলির ভক্ত, বাটলারদের খেলা দেখতে ইডেনে সামারসেটের অন্যতম স্পনসর কর্তা...
মেয়ে কোহলির ভক্ত, বাটলারদের খেলা দেখতে ইডেনে সামারসেটের অন্যতম স্পনসর কর্তা...
শিশিরের জন্য বিশেষ প্রস্তুতি সূর্যদের, কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?...
আরও একটি উপভোগ্য ম্যাচের অপেক্ষা, কেমন হবে ইডেনের পিচ?...
আরও একটি উপভোগ্য ম্যাচের অপেক্ষা, কেমন হবে ইডেনের পিচ?...
'প্লেয়ারদের মন পড়তে পারে', ইংল্যান্ড সিরিজের আগে গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ সূর্য ...
বৃদ্ধ সিংহের কাছে থামলেন আলকারাজ, অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে জোকার ...