বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৩ জানুয়ারী ২০২৫ ১৬ : ৩৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: রাজ্য পুলিশের এসটিএফ-এর দায়ের করা একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার এক ব্যক্তিকে এসটিএফ-এর সদর দপ্তর কলকাতায় ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ।
আগামী ২৭ জানুয়ারি হরিহরপাড়া থানার রুকুনপুর-মাগুরা গ্রামের বাসিন্দা, জনৈক রফিকুল ইসলাম মন্ডল নামে ওই ব্যক্তিকে সকাল দশটার সময় বিধাননগরে এসটিএফ-এর সদর দপ্তরে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, তাদের কেস নম্বর ৩৬/২০২৪ মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য রফিকুল ইসলামকে বিএনএস-এর ১৭৯ নম্বর ধারায় নোটিশ জারি করে তলব করা হয়েছে। সূত্রের খবর গত ৩১ ডিসেম্বর ২০২৪, এই মামলাটি রুজু করে এসটিএফ। রাজ্য পুলিশের এই বিশেষ শাখা আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি-সহ অন্য কিছু জঙ্গি সংগঠনের বিরুদ্ধে নতুন করে তদন্তে নেমেছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে হরিহরপাড়া থানা এলাকায় রাজ্য পুলিশ এবং অসম পুলিশের এসটিএফ যৌথভাবে অভিযান চালিয়ে মিনারুল শেখ এবং আব্বাস আলি নামে দু'জনকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে বাংলাদেশের জঙ্গি সংগঠন এবিটি-র হয়ে এই রাজ্যে সংগঠন বাড়ানো এবং নাশকতামূলক কাজকর্ম করার অভিযোগ আনা হয়েছে অসম এসটিএফ -এর তরফ থেকে। আপাতত ওই দুই অভিযুক্ত অসম এসটিএফ-এর হেফাজতে রয়েছে। আব্বাস এবং মিনারুল ছাড়াও এসটিএফ-এর হাতে নওদা থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে আরও দুই যুবক। খাগড়াগড় বিস্ফোরণে সাজা প্রাপ্ত তারিকুল ইসলাম নামে আরও এক জঙ্গিকে সম্প্রতি জেল হেফাজত থেকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে রাজ্য এসটিএফ।
সূত্রের খবর, হরিহরপাড়া থেকে ধৃত দুই জঙ্গির মধ্যে মিনারুলকে জিজ্ঞাসাবাদ করে এসটিএফ আধিকারিকরা জানতে পেরেছেন রুকুনপুর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। মিনারুলের মোবাইল ফোন থেকে রফিকুলকে গত কয়েক মাসে একাধিকবার ফোন করা হয়েছে এবং দু'জনের মধ্যে দীর্ঘ সময় কথাও হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম মন্ডল চাষবাসের সঙ্গে জড়িত। তবে সম্প্রতি বিভিন্ন কারণে তিনি মিনারুলের সঙ্গে অসম এবং ঝাড়খণ্ডে গিয়েছিলেন বলে শোনা যাচ্ছে।
যদিও রফিকুল নিজে কোনও রকম জঙ্গি সংগঠনের সঙ্গে তাঁর যোগাযোগের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন,' আমি সামান্য একজন চাষি। এসটিএফ কেন আমাকে ডাকল বুঝতে পারছি না। কয়েকজন পুলিশকর্মী এসে আমার ছেলের হাতে একটি নোটিশ ধরিয়ে কলকাতায় এসটিএফ -এর অফিসে দেখা করতে বলেছেন।'
রফিকুল জানান, তিনি মিনারুলকে খুব ভালোভাবেই চিনতেন। তিনি বলেন,' ওই যুবকের বাড়ি আমার বাড়ির খুব কাছেই। কিন্তু আমি মিনারুলের সঙ্গে কোথাও কোনদিন কোনও কাজে যাইনি বা আমার সঙ্গে তার জঙ্গি সংগঠন নিয়ে কোনও কথা হত না।'
#murshidabad#stf#westbengalpolice
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
হিন্দমোটরে রক্তদান শিবির, সহায়তায় টেকনো গ্লোবাল হাসপাতাল...
কালিয়াচকে কেলেঙ্কারি, অভিযানের শুরুতেই পুলিশকে লক্ষ্য করে গুলি মারার অভিযোগ! গ্রেপ্তার ২ ...
কুমড়োর ওজন ২০ কেজি, হাতখানেক লম্বা লাউ, দেড় কেজির বেগুন, মেলায় পুরস্কার দেওয়া হয় সেরা ফসলকে...
শ্যাওড়াফুলি জিআরপির বড় সাফল্য, স্টেশন চত্বর চুরি যাওয়া ফোন ফিরে পেলেন মালিকরা...
কুচকুচে কালো প্রাণী, জ্বলজ্বল করছে চোখ দু’ খানি, কে সে? দেখা মিলতেই ব্যাপক আতঙ্ক কার্শিয়াংয়ে ...
রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট ...
জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...
সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...
ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক
'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...
আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...
ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...
কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...
পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...
সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...