আজকাল ওয়েবডেস্ক: অল্পবয়সী মানুষদের মধ্যে ক্যান্সারের প্রবণতা প্রতিদিন বাড়ছে। এই সংখ্যা আবার মহিলাদের মধ্যে বেশি। আমেরিকান ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে এই রিপোর্ট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে বুক, পাকস্থলী, গোপনাঙ্গে ক্যান্সারের হার সবথেকে বেশি। যদিও ক্যান্সারের প্রভাব যেকোনও বয়সের মধ্যেই দেখা গিয়েছে। তবে কম বয়সের মধ্যে এর প্রবণতা বেশি দেখা গিয়েছে।

 


ক্যান্সারের পিছনে জিনগত বিষয় একটি বড় হিসাবে দেখা দিয়েছে। তবে যদি সহজ কয়েকটি নিয়ম মেনে চলেন তাহলে মিলতে পারে ক্যান্সার থেকে মুক্তি। 


যদি হঠাৎ করে ওজন বাড়তে শুরু করে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। এখান থেকে শুরু হতে পারে ক্যান্সার। মোট ১৩ ধরণের ক্যান্সার হতে পারে এখান থেকেই। তার মধ্যে রয়েছে ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, গলব্লাডার ক্যান্সার, লিভার ক্যান্সার। এই ধরণের ক্যান্সারে ভুগছেন বর্তমান বিশ্বের ৪০ শতাংশ মানুষ।


যদি তামাকজাত দ্রব্য বর্জন করে চলতে পারেন তাহলে কম বয়সে ক্যান্সার থেকে মুক্তিলাভ করতে পারবেন। সব ধরণের মাদক থেকেই ক্যান্সারের জন্ম হয়। তবে যদি মাদক থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেন তাহলে নিজেকে বাঁচাতে পারবেন।


তেল-ঝাল-মশলাজাতীয় খাবার যত বেশি বর্জন করবেন ততই ভাল হবে। সেখানে যদি ফাইবার জাতীয় খাবার খান তাহলে দেহে ক্যান্সারের প্রভাব কমবে। যত আপনার পাকস্থলীতে ফাইবার জাতীয় খাবার থাকবে ততই আপনি সুস্থ থাকবেন।


সাত ধরণের ক্যান্সার হতে পারে মদ থেকে। তাই এটিকে যতবেশি এড়িয়ে চলবেন ততই ভাল হবে। যারা মদ না খেয়ে থাকতে পারে না তাদের দেহে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। 


প্রবল রোদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। তাহলে সান ক্যান্সার হবে না। নিজের ত্বককে যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে লাভ হবে আপনারই। যতটা নিজের জীবনকে সঠিক পথে রাখবেন তাতে লাভ হবে আপনারই। যত বেহিসাবি জীবনে অভ্যস্ত হবেন ততই দেহে বাসা বাঁধবে মারণ ক্যান্সার।