রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২০ নভেম্বর ২০২৪ ১১ : ৫৩Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: আপনার মেয়েকে বিয়ে করতে চাই, এই আবেদন জানিয়ে পড়শি যুবক প্রস্তাব দিয়েছিল মেয়ের বাবাকে। কিন্তু বাবা সেই প্রস্তাব খারিজ করেন। অন্য পাত্রের সঙ্গে তিনি মেয়ের বিয়ে দেন। সেই আক্রোশে যুবতীর বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া এলাকায়। পুলিশ জানিয়েছে, নিহত ওই প্রৌঢ়ের নাম জব্বার মোল্লা, বয়স ৫৫। খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকার বাসিন্দারা অভিযুক্ত যুবকের বাড়িতে ভাঙচুর চালান। উত্তপ্ত পরিস্থিতি মাটিয়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জব্বার মোল্লা মাটিয়া থানার কোড়াপাড়া গ্রামের বাসিন্দা। পড়শি যুবক নাজিমুদ্দিন মোল্লা তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। সে তেমন কোনও কাজ করে না। বেকার ছেলের হাতে মেয়েকে তুলে দিতে জব্বার রাজি ছিলেন না। তাই পড়শি যুবকের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন মেয়ের বাবা। তারপর থেকে নাজিমুদ্দিন ও তাঁর দলবল বার কয়েক জব্বারের বাড়িতে হামলা চালিয়েছে। গত রবিবার জব্বার অন্য পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন। তারপর থেকে নাজিমুদ্দিনের দলবল তাঁকে প্রাণনাশের হুমকি দিতে থাকে।
মঙ্গলবার রাতে কলকাতা থেকে কাজ সেরে জব্বার মালতিপুর রেল স্টেশনে নামেন। তারপর তিনি হেঁটেই বাড়ি ফিরছিলেন। পথে একদল দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জব্বারের মৃত্যুর খবর পৌঁছতেই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত নাজিমুদ্দিনের বাড়িতে চড়াও হন। সেখানে বেপরোয়া ভাঙচুর চলে। নাজিমুদ্দিন ও তার পরিবারের লোকেরা রাতেই গ্রাম ছেড়ে গা ঢাকা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
নিহতের ভাই রব্বানি মোল্লা বলেন, বিয়ে করবে বলে পাড়ার ছেলে নাজিমুদ্দিন বহুদিন ধরে ভাইজিকে উত্ত্যক্ত করছিল। ভাইঝি এমএ পাশ অথচ ওই ছেলেটি বিশেষ কোনও কাজ করে না। রবিবার তাই ভাইজির বিয়ে অন্য পাত্রের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। সেই আক্রোশে নাজিমুদ্দিন ও তার দলবল রাস্তার উপর দাদাকে কুপিয়ে খুন করেছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাজিমুদ্দিন-সহ কয়েকজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।
#North 24 Pargana Incident#aajkaal online
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...
ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...
মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...
আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...
পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...
রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...
ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...
স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...
কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...
হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...
মোবাইলে কথা বলছিলেন পড়ুয়া, হঠাৎই পিঠে বাঘের থাপ্পড়, তারপর?...
স্ট্রোক হলে আর রেফার নয়, স্থানীয় হাসপাতালেই রাজ্যের মানুষ পাবেন বিশ্বমানের চিকিৎসা, নয়া উদ্যোগ স্বাস্থ্য ভবনের...
সুন্দরবনে বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি, মাতলার জলে পড়ে নিখোঁজ পর্যটক...
পানাগড়ের সেনা ছাউনিতে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার! জঙ্গি যোগ? তদন্তে পুলিশ...
বৃহস্পতিবার রাতেই চিকেন'স নেকে অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তের রাণিডাঙায়...