বুধবার ২০ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | 'আপনার মেয়েকে বিয়ে করতে চাই!' প্রস্তাবে রাজি না হওয়ায় কুপিয়ে খুন মেয়ের বাবাকে

দেবস্মিতা | ২০ নভেম্বর ২০২৪ ১১ : ৫৩Debosmita Mondal


আজকাল ওয়েবডেস্ক: আপনার মেয়েকে বিয়ে করতে চাই, এই আবেদন জানিয়ে পড়শি যুবক প্রস্তাব দিয়েছিল মেয়ের বাবাকে। কিন্তু বাবা সেই প্রস্তাব খারিজ করেন। অন্য পাত্রের সঙ্গে তিনি মেয়ের বিয়ে দেন। সেই আক্রোশে যুবতীর বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া এলাকায়। পুলিশ জানিয়েছে, নিহত ওই প্রৌঢ়ের নাম জব্বার মোল্লা, বয়স ৫৫। খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকার বাসিন্দারা অভিযুক্ত যুবকের বাড়িতে ভাঙচুর চালান। উত্তপ্ত পরিস্থিতি মাটিয়া এলাকায়। 

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জব্বার মোল্লা মাটিয়া থানার কোড়াপাড়া গ্রামের বাসিন্দা। পড়শি যুবক নাজিমুদ্দিন মোল্লা তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। সে তেমন কোনও কাজ করে না। বেকার ছেলের হাতে মেয়েকে তুলে দিতে জব্বার রাজি ছিলেন না। তাই পড়শি যুবকের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন মেয়ের বাবা। তারপর থেকে নাজিমুদ্দিন ও তাঁর দলবল বার কয়েক জব্বারের বাড়িতে হামলা চালিয়েছে। গত রবিবার জব্বার অন্য পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন। তারপর থেকে নাজিমুদ্দিনের দলবল তাঁকে প্রাণনাশের হুমকি দিতে থাকে।

 

 

মঙ্গলবার রাতে কলকাতা থেকে কাজ সেরে জব্বার মালতিপুর রেল স্টেশনে নামেন। তারপর তিনি হেঁটেই বাড়ি ফিরছিলেন। পথে একদল দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জব্বারের মৃত্যুর খবর পৌঁছতেই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত নাজিমুদ্দিনের বাড়িতে চড়াও হন। সেখানে বেপরোয়া ভাঙচুর চলে। নাজিমুদ্দিন ও তার পরিবারের লোকেরা রাতেই গ্রাম ছেড়ে গা ঢাকা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

 

নিহতের ভাই রব্বানি মোল্লা বলেন, বিয়ে করবে বলে পাড়ার ছেলে নাজিমুদ্দিন বহুদিন ধরে ভাইজিকে উত্ত্যক্ত করছিল। ভাইঝি এমএ পাশ অথচ ওই ছেলেটি বিশেষ কোনও কাজ করে না। রবিবার তাই ভাইজির বিয়ে অন্য পাত্রের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। সেই আক্রোশে নাজিমুদ্দিন ও তার দলবল রাস্তার উপর দাদাকে কুপিয়ে খুন করেছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাজিমুদ্দিন-সহ কয়েকজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।‌


#North 24 Pargana Incident#aajkaal online



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

উত্তর ব্যারাকপুরের উপপুরপ্রধানের রহস্যমৃত্যু কাণ্ডে গ্রেপ্তার তিন, চাপ বাড়াচ্ছে সিট ...

হালকা শীতের স্পেল বাংলা জুড়ে, হু-হু করে নামছে পারদ, দৃশ্যমানতা কমার সম্ভাবনা! ...

সব সিভিক ভলান্টিয়ার 'সঞ্জয়' নয়, রক্ত দিয়ে প্রমাণ করলেন শোভন...

অস্ত্রোপচারের পর একটু সুস্থ হতেই মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি ...

বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, তোপ সাংসদ পার্থর...

লক্ষ্য সর্ষে চাষে স্বাবলম্বী হওয়া, মুর্শিদাবাদে শুরু বিশেষ প্রজাতির সর্ষে চাষ...

রাজ্য সরকারের আপত্তি, আপাতত হাতুড়ির বাড়ি নয় মন্দারমণির হোটেলে ...

ক্রেতা সেজে দরদাম, অভিনয় করেই হরিণ শিকারীদের ধরল বনদপ্তর ...

না দেখল রেল, না দেখলেন সহযাত্রীরা, স্টেশনেই দীর্ঘক্ষণ পড়ে থাকলেন অসুস্থ মহিলা ...

পরিবেশে কুপ্রভাব, মন্দারমনিতে ১৪০টি হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিল প্রশাসন...

বলাগড় মেতে উঠল রাসমেলায়, ধুমধাম করে বিয়ে হল মহাদেব-দেবী বিন্ধ্যবাসিনীর...

পর পর উধাও বাইক, খোঁজ পেতে ভিন রাজ্যে অভিযান, কী তথ্য পেল পুলিশ? ...

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিনিদ্র মুখ্যমন্ত্রী! প্রশাসনের তৎপরতায় শান্তি ফিরল বেলডাঙ্গায়...

বিন্নাগুড়ি সেনা ছাউনিতে প্রাক্তন সৈনিকদের সমাবেশ, চালু হল পেনশন প্রকল্প...

দাউ দাউ করে জ্বলে উঠল বিয়েবাড়ির প্যান্ডেল, মুহূর্তে ছাই সব...

ভিক্ষাজীবীর ছদ্মবেশে হাতসাফাই, দুই শিশু-সহ হাবড়ায় পাকড়াও চার, উদ্ধার সোনার অলংকার, বিপুল টাকা...

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বরাকরে তলোয়ারের ঝনঝনানি, চলল গুলি, আহত ৩ ...



সোশ্যাল মিডিয়া



11 24