বুধবার ২০ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | উত্তর ব্যারাকপুরের উপপুরপ্রধানের রহস্যমৃত্যু কাণ্ডে গ্রেপ্তার তিন, চাপ বাড়াচ্ছে সিট

Pallabi Ghosh | ২০ নভেম্বর ২০২৪ ১২ : ২৭Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: উত্তর ব্যারাকপুর পুরসভার উপপুরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করল। গত চারদিন লুকিয়ে থাকার পর সিটের আধিকারিকরা তাদের পাকড়াও করেছে। ‌পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম জয়শ্রী দাস, শুভজিৎ বিশ্বাস ওরফে সন্তু ও শুক্লা বিশ্বাস। বুধবার ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সকাল ছ'টা নাগাদ সত্যজিৎবাবু বাড়ি থেকে বের হন। আর ফেরেননি। দলীয় কার্যালয় বা অন্যান্য পরিচিতদের বাড়িতেও তিনি যাননি। রাত ন'টার পর থেকে তাঁর মোবাইল ফোন সুইচড অফ হয়ে গিয়েছিল। পরিচিতরা তাঁর সঙ্গে ফোনে আর যোগাযোগ করতে পারেননি। পরিবারের লোকেরা রাতে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন। শনিবার সকাল দশটা নাগাদ বাড়ির ছাদে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। 

 

দলীয় সূত্রে জানা গিয়েছে, সত্যজিৎবাবু উত্তর ব্যারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ১৯৮৪ সাল থেকে তিনি টানা নির্বাচিত হয়েছেন। প্রথমে কংগ্রেস করলেও ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর থেকে তিনিও দলত্যাগ করে ঘাসফুল শিবিরে নাম লেখান। ২০২২ সালের পুরসভা নির্বাচনে জয়ী হওয়ার পর দল তাঁকে উপপুরপ্রধানের দায়িত্ব দেয়। সত্যজিৎবাবু উত্তর ব্যারাকপুরের আনন্দমঠ বি-ব্লকে বাস করতেন। সম্প্রতি তাঁর বাড়ির সংস্কারের কাজ চলছে। তাই, পাশের একটি বাড়িতে তিনি পরিবার নিয়ে ভাড়া থাকতেন। বাড়িতে তাঁর মা, স্ত্রী, ছেলে ও মেয়ে রয়েছে। শনিবার সকালে ওই ভাড়াবাড়িরই ছাদের একটি পরিত্যক্ত ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। তাতে কয়েকজন তাঁর কাছ থেকে ভয় দেখিয়ে টাকা দাবি করছে বলে তিনি লিখেছিলেন। 

 

ওই সুইসাইড নোটের সূত্র ধরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। নোয়াপাড়া থানা প্রথমে আত্মহত্যায় প্ররোচনার একটি মামলা রুজু করে। ঘটনার তদন্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সিট গঠন করে। ‌সিটের নেতৃত্বে রয়েছেন জগদ্দলের এসিপি অভিষেক বলিয়ার। মঙ্গলবার ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক মৃত সত্যজিৎবাবুর বাড়িতে গিয়েছিলেন। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, ঘটনায় জড়িতরা খুব তাড়াতাড়িই গ্রেপ্তার হবে। তারপর রাতেই পুলিশ বিশেষ অভিযান চালায়। ‌ঘটনায় মূল অভিযুক্ত জয়শ্রী দাসকে পুলিশ দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘির একটি গোপন ডেরা থেকে গ্রেপ্তার করে। টিটাগড়ের শহিদ সরণি থেকে গ্রেপ্তার করা হয় শুভজিৎ বিশ্বাস ও শুক্লা বিশ্বাসকে। ধৃতদের এদিন ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। ‌পুলিশ তাদের হেফাজতে নিয়ে ঘটনায় আরও কারা জড়িত, তা জানার চেষ্টা করছে। ‌


#TMC# Westbengal# CrimeNews



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

'আপনার মেয়েকে বিয়ে করতে চাই!' প্রস্তাবে রাজি না হওয়ায় কুপিয়ে খুন মেয়ের বাবাকে...

হালকা শীতের স্পেল বাংলা জুড়ে, হু-হু করে নামছে পারদ, দৃশ্যমানতা কমার সম্ভাবনা! ...

সব সিভিক ভলান্টিয়ার 'সঞ্জয়' নয়, রক্ত দিয়ে প্রমাণ করলেন শোভন...

অস্ত্রোপচারের পর একটু সুস্থ হতেই মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি ...

বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, তোপ সাংসদ পার্থর...

লক্ষ্য সর্ষে চাষে স্বাবলম্বী হওয়া, মুর্শিদাবাদে শুরু বিশেষ প্রজাতির সর্ষে চাষ...

রাজ্য সরকারের আপত্তি, আপাতত হাতুড়ির বাড়ি নয় মন্দারমণির হোটেলে ...

ক্রেতা সেজে দরদাম, অভিনয় করেই হরিণ শিকারীদের ধরল বনদপ্তর ...

না দেখল রেল, না দেখলেন সহযাত্রীরা, স্টেশনেই দীর্ঘক্ষণ পড়ে থাকলেন অসুস্থ মহিলা ...

পরিবেশে কুপ্রভাব, মন্দারমনিতে ১৪০টি হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিল প্রশাসন...

বলাগড় মেতে উঠল রাসমেলায়, ধুমধাম করে বিয়ে হল মহাদেব-দেবী বিন্ধ্যবাসিনীর...

পর পর উধাও বাইক, খোঁজ পেতে ভিন রাজ্যে অভিযান, কী তথ্য পেল পুলিশ? ...

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিনিদ্র মুখ্যমন্ত্রী! প্রশাসনের তৎপরতায় শান্তি ফিরল বেলডাঙ্গায়...

বিন্নাগুড়ি সেনা ছাউনিতে প্রাক্তন সৈনিকদের সমাবেশ, চালু হল পেনশন প্রকল্প...

দাউ দাউ করে জ্বলে উঠল বিয়েবাড়ির প্যান্ডেল, মুহূর্তে ছাই সব...

ভিক্ষাজীবীর ছদ্মবেশে হাতসাফাই, দুই শিশু-সহ হাবড়ায় পাকড়াও চার, উদ্ধার সোনার অলংকার, বিপুল টাকা...

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বরাকরে তলোয়ারের ঝনঝনানি, চলল গুলি, আহত ৩ ...



সোশ্যাল মিডিয়া



11 24