রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | উত্তর ব্যারাকপুরের উপপুরপ্রধানের রহস্যমৃত্যু কাণ্ডে গ্রেপ্তার তিন, চাপ বাড়াচ্ছে সিট

Pallabi Ghosh | ২০ নভেম্বর ২০২৪ ১২ : ২৭Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: উত্তর ব্যারাকপুর পুরসভার উপপুরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করল। গত চারদিন লুকিয়ে থাকার পর সিটের আধিকারিকরা তাদের পাকড়াও করেছে। ‌পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম জয়শ্রী দাস, শুভজিৎ বিশ্বাস ওরফে সন্তু ও শুক্লা বিশ্বাস। বুধবার ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সকাল ছ'টা নাগাদ সত্যজিৎবাবু বাড়ি থেকে বের হন। আর ফেরেননি। দলীয় কার্যালয় বা অন্যান্য পরিচিতদের বাড়িতেও তিনি যাননি। রাত ন'টার পর থেকে তাঁর মোবাইল ফোন সুইচড অফ হয়ে গিয়েছিল। পরিচিতরা তাঁর সঙ্গে ফোনে আর যোগাযোগ করতে পারেননি। পরিবারের লোকেরা রাতে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন। শনিবার সকাল দশটা নাগাদ বাড়ির ছাদে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। 

 

দলীয় সূত্রে জানা গিয়েছে, সত্যজিৎবাবু উত্তর ব্যারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ১৯৮৪ সাল থেকে তিনি টানা নির্বাচিত হয়েছেন। প্রথমে কংগ্রেস করলেও ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর থেকে তিনিও দলত্যাগ করে ঘাসফুল শিবিরে নাম লেখান। ২০২২ সালের পুরসভা নির্বাচনে জয়ী হওয়ার পর দল তাঁকে উপপুরপ্রধানের দায়িত্ব দেয়। সত্যজিৎবাবু উত্তর ব্যারাকপুরের আনন্দমঠ বি-ব্লকে বাস করতেন। সম্প্রতি তাঁর বাড়ির সংস্কারের কাজ চলছে। তাই, পাশের একটি বাড়িতে তিনি পরিবার নিয়ে ভাড়া থাকতেন। বাড়িতে তাঁর মা, স্ত্রী, ছেলে ও মেয়ে রয়েছে। শনিবার সকালে ওই ভাড়াবাড়িরই ছাদের একটি পরিত্যক্ত ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। তাতে কয়েকজন তাঁর কাছ থেকে ভয় দেখিয়ে টাকা দাবি করছে বলে তিনি লিখেছিলেন। 

 

ওই সুইসাইড নোটের সূত্র ধরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। নোয়াপাড়া থানা প্রথমে আত্মহত্যায় প্ররোচনার একটি মামলা রুজু করে। ঘটনার তদন্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সিট গঠন করে। ‌সিটের নেতৃত্বে রয়েছেন জগদ্দলের এসিপি অভিষেক বলিয়ার। মঙ্গলবার ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক মৃত সত্যজিৎবাবুর বাড়িতে গিয়েছিলেন। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, ঘটনায় জড়িতরা খুব তাড়াতাড়িই গ্রেপ্তার হবে। তারপর রাতেই পুলিশ বিশেষ অভিযান চালায়। ‌ঘটনায় মূল অভিযুক্ত জয়শ্রী দাসকে পুলিশ দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘির একটি গোপন ডেরা থেকে গ্রেপ্তার করে। টিটাগড়ের শহিদ সরণি থেকে গ্রেপ্তার করা হয় শুভজিৎ বিশ্বাস ও শুক্লা বিশ্বাসকে। ধৃতদের এদিন ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। ‌পুলিশ তাদের হেফাজতে নিয়ে ঘটনায় আরও কারা জড়িত, তা জানার চেষ্টা করছে। ‌


#TMC# Westbengal# CrimeNews



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

এলাকায় ঘুরছে বাঘিনী! সাধারন মানুষ-পর্যটকদের নিরাপত্তায় নামানো হল সিআরপিএফ...

কোথায় শীত! বড়দিনের আগে দক্ষিণবঙ্গে ফিরবে কি হাড়কাঁপানো ঠান্ডা? রইল আপডেট ...

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...

মোবাইলে কথা বলছিলেন পড়ুয়া, হঠাৎই পিঠে বাঘের থাপ্পড়, তারপর?...

স্ট্রোক হলে আর রেফার নয়, স্থানীয় হাসপাতালেই রাজ্যের মানুষ পাবেন বিশ্বমানের চিকিৎসা, নয়া উদ্যোগ স্বাস্থ্য ভবনের...

সুন্দরবনে বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি, মাতলার জলে পড়ে নিখোঁজ পর্যটক...

পানাগড়ের সেনা ছাউনিতে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার! জঙ্গি যোগ? তদন্তে পুলিশ...

বৃহস্পতিবার রাতেই চিকেন'স নেকে অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তের রাণিডাঙায়...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 24