বুধবার ২৩ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | সামির অ্যাডিলেড টেস্ট থেকে খেলা উচিত, জানিয়ে দিলেন সৌরভ

Sampurna Chakraborty | ১৯ নভেম্বর ২০২৪ ২০ : ০৫Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হলেও অস্ট্রেলিয়ার মাটিতে ভাল পারফরম্যান্সের বিষয়ে আশাবাদী সৌরভ গাঙ্গুলি। অনেকেই মনে করছেন, সদ্য ঘরের মাঠে টেস্ট সিরিজ হারায় অজিদের চ্যালেঞ্জের জন্য তৈরি নয় টিম ইন্ডিয়া। কিন্তু তেমন মনে করেন না প্রাক্তন অধিনায়ক এবং বোর্ডে সভাপতি। সৌরভ বলেন, 'তৈরি নয় শব্দটা আমরা ব্যবহার করি কোনও দল একেবারেই টেস্ট ক্রিকেট না খেললে। গত সাত সপ্তাহে ভারতীয় দল পাঁচটা টেস্ট খেলেছে। তাই সেই প্রশ্ন কীভাবে উঠছে?' নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে শোচনীয় হারের পর যে এমন কথা উঠছে সেটা বুঝতে অসুবিধা নেই সৌরভের। তবে ব্যর্থতার জন্য পিচকেও দায়ী করলেন। সৌরভ বলেন, 'আমি বুঝতে পারছি নিউজিল্যান্ডের কাছে হার অপ্রত্যাশিত ছিল। তবে বুঝতে হবে আমরা কঠিন পিচে খেলেছি। অস্ট্রেলিয়ার পিচ ব্যাটিংয়ের জন্য ভাল।' 

প্রাক্তন বোর্ড সভাপতি মনে করেন, ভবিষ্যতে ভারতের ব্যালেন্সড ট্র্যাকে খেলা উচিত। যা ব্যাটিং এবং বোলিং দক্ষতাকে তুলে ধরবে। তাঁর মতে, ব়্যাঙ্ক টার্নারের ওপর নির্ভরশীলতা প্লেয়ারের আত্মবিশ্বাসে আঘাত করে। পাশাপাশি মানিয়ে নেওয়ার ক্ষমতাও কমিয়ে দেয়। এই প্রসঙ্গে সৌরভ বলেন, 'আমার মনে হয় ঘরের মাঠে আমাদের ভাল পিচে খেলা উচিত। ব়্যাঙ্ক টার্নারে খেলার অভ্যাস বন্ধ করতে হবে। এমন পিচে ব্যাটাররা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। আমাদের দলের ভাল উইকেটে টেস্ট জেতার ক্ষমতা আছে। টার্নারে আক্রমণে যাওয়ার আগে টিকে থাকতে জানতে হয়। দু'ধরনের পিচে প্রথম থেকেই চালিয়ে খেলা যায় না। একটা সিমিং উইকেট, অন্যটা ব়্যাঙ্ক টার্নার।' শুভমন গিলের আঙুলে চোট ভারতীয় দলের জন্য বড় সেটব্যাক। কিন্তু সৌরভ মনে করছেন, রোহিত এবং গিলের অনুপস্থিতিতে বাকিরা নিজেদের সেরাটা দেবে। আশা, নিউজিল্যান্ড সিরিজের প্রভাব পড়বে না। 

একবছর পর মাঠে ফিরেই রঞ্জিতে সাত উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সামি। কিন্তু তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না নির্বাচকরা। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে তাঁকে দেখে নিতে চান। কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়ক মনে করেন, দ্বিতীয় টেস্ট থেকেই খেলা উচিত সামির। সৌরভ বলেন, 'সামি প্রায় ৪৫ ওভার বল করেছে। ১০০ ওভারের বেশি ফিল্ডিং করেছে। ব্যাট হাতে রানও পেয়েছে। অস্ট্রেলিয়ায় পাঠানোর মতো ফিটনেস পরীক্ষায় অতিক্রম করে গিয়েছে। কারণ যশপ্রীত বুমরার পাশাপাশি একই মানের বোলার দরকার।' নীতিশ রেড্ডিকে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যাওয়া নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় গৌতম গম্ভীরকে। কিন্তু অনভিজ্ঞ অলরাউন্ডারকে খেলানোর পক্ষে সৌরভ। তিনি জানান, পারথ এবং গাব্বায় দু'জন স্পিনারকে খেলানোর দরকার নেই। বলের পাশাপাশি নীতিশের ব্যাটের হাতও ভাল। লোয়ার অর্ডারে কার্যকরী ভূমিকা নিতে পারে। তাঁর সংযোজন দলের ভারসাম্য বাড়াবে বলে মনে করেন বোর্ডের প্রাক্তন সভাপতি। 


Sourav GangulyMohammed ShamiIndia vs AustraliaBorder-Gavaskar Trophy

নানান খবর

নানান খবর

'ক্রিকেট খেলে ভুল করেছি', কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

ওয়াংখেড়েতে হবে টি-২০ মুম্বই লিগ, টুর্নামেন্টের মুখ কে?

কেকেআরের ব্যর্থতার কারণ খুঁজে বের করলেন আকাশ চোপড়া, কাঠগড়ায় দাঁড় করালেন তিন নাইটকে

খেতাব হেরে রানার্স আপ ট্রফি নিতে অস্বীকার করলেন সাবালেঙ্কা, আরও একটা পোর্শে হাতছাড়া

কেকেআরের থেকেও বেশি সমালোচিত রাসেল, ক্যারিবিয়ান তারকার পাশে এবার দেশের অন্যতম ম্যাচ উইনার

কলকাতা হারল রে, প্লে অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে রাহানেদের

ইস্টবেঙ্গলে 'আফ্রিকান' ফুটবলার চান মেহতাব, প্রাক্তন লাল-হলুদ ফুটবল সচিবের মনে 'সন্তোষ' আনতে ব্যর্থ মেসি-দিমিরা

কেকেআরে ব্রাত্য গিলই তুললেন ঝড়, রাসেল–নারাইন আর কতদিন খেলবেন কলকাতায়?‌ 

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’‌কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

সোশ্যাল মিডিয়া