মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৯ নভেম্বর ২০২৪ ১৭ : ৫৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং। তার জন্য বিহার থেকে সুপারি কিলারের দল ভাড়া করে আনা হয়েছে। মঙ্গলবার বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন। পাশাপাশি এদিন তিনি উত্তর ব্যারাকপুরের উপপুরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তেরও আশ্বাস দিয়েছেন।
গত শনিবার বাড়ির মধ্যে থেকে উত্তর ব্যারাকপুর পুরসভার উপপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ প্রয়াত তৃণমূল নেতার পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে। তাতে তিনি দু’জনের বিরুদ্ধে চাপ দিয়ে টাকা নেওয়ার কথা লিখে গিয়েছেন। মঙ্গলবার সাংসদ পার্থ ভৌমিক উত্তর ব্যারাকপুরের আনন্দমঠ এলাকায় প্রয়াত সত্যজিৎবাবুর বাড়িতে গিয়েছিলেন। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম তাঁর সঙ্গে ছিলেন। প্রয়াত সত্যজিৎবাবুর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে বেরোনোর সময় পার্থ সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে তিনি বলেন, ‘সত্যজিৎবাবুর মৃত্যুরহস্যের তদন্তের জন্য আমি পুলিশকে বলেছি। যথাসময়ে পুলিশ ব্যবস্থা নেবে।’
তারপরই পার্থ বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে তোপ দাগেন। পার্থ বলেন, ‘আমার কাছে খবর আছে, বিজেপি নেতা অর্জুন সিং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করেছেন। তাঁকে হত্যা করার জন্য বিহার থেকে সুপারি কিলারের দল ভাড়া করা হয়েছে। ব্যারাকপুরের পুলিশ কমিশনারের সঙ্গে আমি কথা বলেছি। বিষয়টি তাঁকে দেখতে বলেছি। রাজনৈতিক লড়াইয়ে অর্জুন আসলে সোমনাথের কাছে হেরে গিয়েছেন। তাই, বদলা নিতে তিনি তাঁকে খুনের চেষ্টা করছেন। সোমনাথের যদি কোথাও কিছু হয়, তার জন্য অর্জুন সিং দায়ী থাকবেন।’ জগদ্দলের বিধায়ক সোমনাথ বলেন, ‘ব্যারাকপুরে অর্জুন সিং ছাড়া আমার কোনও শত্রু নেই। আমি অর্জুনের সমস্ত অপরাধ প্রকাশ প্রকাশ্যে এনেছি। প্রমাণ করে দিয়েছি, তাঁর মদতে ব্যারাকপুরে বহু খুন হয়েছে। তাই, আমাকে তিনি পথের কাঁটা মনে করছেন। আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাতে অবশ্য আমি ভয় পাচ্ছি না। আমি পুলিশের কাছে কোনও নিরাপত্তার দাবি করিনি।’
পার্থ ও সোমনাথের অভিযোগ সম্পর্কে পাল্টা বলেছেন বিজেপি নেতা অর্জুনও। তিনি বলেন, ‘রাজ্যের সরকার তৃণমূলের। মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী তৃণমূলের। আমি যদি সুপারি কিলার ভাড়া করে এনে থাকি, পুলিশ তাদের ধরছে না কেন? আসলে তৃণমূলের ভিতরেই চূড়ান্ত গোষ্ঠীসংঘর্ষ চলছে। নিজেরাই নিজেদের নেতা–কর্মীদের খুনের চেষ্টা করছে। মুখ বাঁচাতে এখন ওরা আমাকে নিশানা করছে।’ সোমনাথ শ্যাম সম্পর্কে অর্জুনের মন্তব্য, ‘সোমনাথকে আমি শত্রু মনে করতে যাব কেন? তিনি আমার কোনও লেভেলেই পড়েন না। ওঁকে শত্রু মনে করার মতো সময়ও আমার নেই। আসলে সোমনাথের বিরুদ্ধে এনআইএ তদন্ত শুরু হবে। তার আগে তিনি রাজ্য পুলিশ দিয়ে নিজের নিরাপত্তা বলয় সাজিয়ে নিতে চাইছেন। তাই, আমার বিরুদ্ধে হাওয়ায় মিথ্যা অভিযোগ ভাসিয়ে দিয়ে তিনি সে সব সুবিধা নিতে চাইছেন।’
#Aajkaalonline#barrackporemunicipality#arjunsingh
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
সব সিভিক ভলান্টিয়ার 'সঞ্জয়' নয়, রক্ত দিয়ে প্রমাণ করলেন শোভন...
অস্ত্রোপচারের পর একটু সুস্থ হতেই মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি ...
লক্ষ্য সর্ষে চাষে স্বাবলম্বী হওয়া, মুর্শিদাবাদে শুরু বিশেষ প্রজাতির সর্ষে চাষ...
রাজ্য সরকারের আপত্তি, আপাতত হাতুড়ির বাড়ি নয় মন্দারমণির হোটেলে ...
গাইঘাটায় সিভিল ইঞ্জিনিয়ারের ব্যাগে ৫০টি সোনার বিস্কুট, তাজ্জব বিএসএফের আধিকারিকরা ...
ক্রেতা সেজে দরদাম, অভিনয় করেই হরিণ শিকারীদের ধরল বনদপ্তর ...
না দেখল রেল, না দেখলেন সহযাত্রীরা, স্টেশনেই দীর্ঘক্ষণ পড়ে থাকলেন অসুস্থ মহিলা ...
পরিবেশে কুপ্রভাব, মন্দারমনিতে ১৪০টি হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিল প্রশাসন...
বলাগড় মেতে উঠল রাসমেলায়, ধুমধাম করে বিয়ে হল মহাদেব-দেবী বিন্ধ্যবাসিনীর...
পর পর উধাও বাইক, খোঁজ পেতে ভিন রাজ্যে অভিযান, কী তথ্য পেল পুলিশ? ...
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিনিদ্র মুখ্যমন্ত্রী! প্রশাসনের তৎপরতায় শান্তি ফিরল বেলডাঙ্গায়...
বিন্নাগুড়ি সেনা ছাউনিতে প্রাক্তন সৈনিকদের সমাবেশ, চালু হল পেনশন প্রকল্প...
দাউ দাউ করে জ্বলে উঠল বিয়েবাড়ির প্যান্ডেল, মুহূর্তে ছাই সব...
ভিক্ষাজীবীর ছদ্মবেশে হাতসাফাই, দুই শিশু-সহ হাবড়ায় পাকড়াও চার, উদ্ধার সোনার অলংকার, বিপুল টাকা...
সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বরাকরে তলোয়ারের ঝনঝনানি, চলল গুলি, আহত ৩ ...