সোমবার ১৮ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | পর পর উধাও বাইক, খোঁজ পেতে ভিন রাজ্যে অভিযান, কী তথ্য পেল পুলিশ? 

Riya Patra | ১৮ নভেম্বর ২০২৪ ১৬ : ০৭Riya Patra


 

আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হল একটি আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের তিন পান্ডা। উদ্ধার হয়েছে খোয়া যাওয়া দুটি মোটরসাইকেল-সহ একাধিক জিনিস। ধৃত ব্যক্তিদের পুলিশ হেফাজতের আবেদন করে সোমবার তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হচ্ছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তিন ব্যক্তির নাম তাজেরুল শেখ ,নুর আলম এবং বাবু শেখ । এদের মধ্যে নুর আলমের বাড়ি বীরভূমের পাইকর থানা এলাকায়। তাজেরুল এবং বাবুর বাড়ি ঝাড়খণ্ডের পাকুর থানার মহেশপুর গ্রামে। 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন,’গোপন সূত্রে খবর পেয়ে বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ধরার পর এই চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া গেছে ।তাদের মধ্যে দু'জন গ্রেপ্তার হয়েছে, উদ্ধার হয়েছে খোয়া যাওয়া দু'টি বাইক । এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।"

রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানান, সম্প্রতি সেখানকার একটি বেসরকারি নার্সিংহোমের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। ঘটনার তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে নুর আলম নামে বীরভূমের পাইকর থানার আমডোলএলাকার এক বাসিন্দাকে চিহ্নিত করা হয়। 

পুলিশের ওই আধিকারিক জানান, ‘সূত্র মারফত আমরা খবর পাই নুর এর আগেও মুর্শিদাবাদ জেলার একাধিক এলাকায় বাইক চুরি করেছে। এরপরই তাকে ধরার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের ক্যাম্পের পুলিশ হাসপাতালে ফাঁদ পাতে’।
দিন কয়েক আগে রাতের বেলায় হাসপাতাল থেকে একটি মোটরসাইকেল চুরি করার সময় পুলিশ  তাকে হাতেনাতে ধরে ফেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, নুরের সঙ্গে বাইক চুরির সিসিটিভি ফুটেজের ছবি মিলে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়- জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেল চুরি করে সে পাকুরের মহেশপুর এলাকায় তাজিরুল শেখ এবং বাবু শেখ নামে দুই ব্যক্তিকে বিক্রি করত।
 
 রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঝাড়খণ্ডে অভিযান চালিয়ে বাবু এবং তাজেরুলকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় চুরি যাওয়া দুটি বাইক সহ আরও বেশ কিছু জিনিসপত্র। 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আন্তঃরাজ্য বাইক চুরির চক্রের সাথে জড়িত আরও বেশ কয়েকজনের নাম পুলিশকে জানিয়েছে। তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই চক্রের পাণ্ডাদের গ্রেপ্তার করা গেলে আরও কয়েকটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা যাবে বলে পুলিশকর্তারা আশাবাদী।


#police raids in jharkhand# police#murshidabad# arrest#jharkhnad



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

পরিবেশে কুপ্রভাব, মন্দারমনিতে ১৪০টি হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিল প্রশাসন...

বলাগড় মেতে উঠল রাসমেলায়, ধুমধাম করে বিয়ে হল মহাদেব-দেবী বিন্ধ্যবাসিনীর...

ভাটপাড়ার তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত, সঙ্গে গ্রেপ্তার আরও এক ...

রাগ পড়ল গাছের ওপর, কৃষকের উপর বদলা নিতে লক্ষাধিক টাকার গাছ কাটল দুষ্কৃতীরা ...

'মদ দাও, খাব', আবেদনে সাড়া না পাওয়ায় ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী রোগী...

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিনিদ্র মুখ্যমন্ত্রী! প্রশাসনের তৎপরতায় শান্তি ফিরল বেলডাঙ্গায়...

বিন্নাগুড়ি সেনা ছাউনিতে প্রাক্তন সৈনিকদের সমাবেশ, চালু হল পেনশন প্রকল্প...

দাউ দাউ করে জ্বলে উঠল বিয়েবাড়ির প্যান্ডেল, মুহূর্তে ছাই সব...

ভিক্ষাজীবীর ছদ্মবেশে হাতসাফাই, দুই শিশু-সহ হাবড়ায় পাকড়াও চার, উদ্ধার সোনার অলংকার, বিপুল টাকা...

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বরাকরে তলোয়ারের ঝনঝনানি, চলল গুলি, আহত ৩ ...

শাবকের দেহ আগলে ঠায় দাঁড়িয়ে মা হাতি, সারাদিনে চেষ্টা করেও সরানো গেল না...

জমি নিয়ে বিবাদের জের, সুশান্তকে মারতে ১০ লক্ষ টাকার চুক্তি...

সম্পত্তির লোভে বৃদ্ধা মা'কে বেধড়ক মারধর, বাঁচাতে গেলে পুলিশের মাথা ফাটিয়ে দিল গুণধর ছেলেরা ...

বিরিয়ানি না অন্যকিছু? শহরের খাবারের দোকানে হানা দিয়ে চোখ কপালে পুর আধিকারিকদের ...

কসবার কাউন্সিলরকে হত্যার চেষ্টা, বর্ধমানে গ্রেপ্তার এক অভিযুক্ত...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 24