সোমবার ১৮ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | রাগ পড়ল গাছের ওপর, কৃষকের উপর বদলা নিতে লক্ষাধিক টাকার গাছ কাটল দুষ্কৃতীরা

Pallabi Ghosh | ১৮ নভেম্বর ২০২৪ ১৪ : ০৭Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: চাষির উপর রাগ মেটাতে নিশানা করা হল চারাগাছ। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তিনটি নার্সারির প্রায় ৮ লক্ষ টাকার গাছ কেটে দিল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগরে। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বরূপনগরের নবাতকাটি গ্রামের বাসিন্দা নুর ইসলাম মোল্লা কয়েক বিঘা জমির ওপর তিনটি বড় নার্সারি করেছেন। গত কয়েক বছর ধরে ওই নার্সারি থেকে ফল ও বনসাই-সহ বহু রকমের গাছ রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। গাছ পাঠানো হয় ভিনরাজ্যেও। ওই তিন নার্সারির ওপর শতাধিক মানুষের জীবন ও জীবিকা নির্ভর করে। বেশ কিছুদিন ধরে নার্সারিতে কর্মরত মজুরদের বিভিন্ন প্রান্ত থেকে কাজ না-করার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু সে সব উপেক্ষা করে মজুররা সেখানে কাজ করছেন। তারপর থেকে রাতের অন্ধকারে প্রায়ই দুষ্কৃতীরা নার্সারির গাছ কেটে দিচ্ছিল। নার্সারির মালিক নুর ইসলাম বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন। কিন্তু কোনও কাজ হয়নি। রবিবার রাতে দুষ্কৃতীরা ফের তিন নার্সারিতেই হামলা চালায়। নার্সারির বহু দামি দামি গাছ দুষ্কৃতীরা কেটে দিয়েছে। রাতভর সেখানে তারা কার্যত তাণ্ডব চালিয়েছে। 

 

শনিবার সকালে নার্সারির কর্মীরা গিয়ে দেখেন, লোহার বেড়া কেটে দুষ্কৃতীরা নার্সারিতে ঢুকে প্রায় সব গাছ কেটে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নার্সারির মালিক নুর ইসলাম। তিনি বলেন, 'কয়েক বিঘা জমির উপর আমার তিনটি নার্সারি রয়েছে। নার্সারির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শতাধিক মানুষের রুটিরুজি জড়িয়ে রয়েছে। গত আগস্ট মাস থেকে দুষ্কৃতীরা আমাদের নার্সারির উপর হামলা চালিয়ে যাচ্ছে। রবিবার রাত ধরে মোট পাঁচবার হামলা চালানো হল। নার্সারির বহু মূল্যবান গাছ দুষ্কৃতীরা কেটে দিয়েছে। প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।' 

 

নার্সারির কর্মী আজিবর গাজি বলেন, 'আমরা যাতে নার্সারিতে কাজে না-আসি, তার জন্য লোক মারফত আমাদের হুমকি দেয়া হচ্ছিল। আমরা বেকার ছেলে। নার্সারিতে কাজ করে আমাদের সংসার চলে। দুষ্কৃতীরা তিনটি নার্সারির সব গাছ কেটে ধ্বংস করে দিয়েছে।' নার্সারির মালিক স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। কারা গাছ কাটল পুলিশ তা তদন্ত করছে।


#North 24 Pargana# West Bengal# West Bengal News



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ভাটপাড়ার তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত, সঙ্গে গ্রেপ্তার আরও এক ...

'মদ দাও, খাব', আবেদনে সাড়া না পাওয়ায় ছাদ থেকে ঝাঁপ মেরে আত্মঘাতী রোগী...

যুবকের মৃত্যু ঘিরে উত্তপ্ত শাসন, রাতভর পথ অবরোধ, জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ, জখম পুলিশকর্মী-সহ ৯...

বসিরহাটের পর হাসনাবাদ, ফের হাসপাতালে আগুন, ভয়ে পড়িমড়ি করে দৌড়...

মহানগরে কমল পেট্রোলের দাম, বাকি জেলায় কত দাম লিটার পিছু অপরিশোধিত তেলের...

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিনিদ্র মুখ্যমন্ত্রী! প্রশাসনের তৎপরতায় শান্তি ফিরল বেলডাঙ্গায়...

বিন্নাগুড়ি সেনা ছাউনিতে প্রাক্তন সৈনিকদের সমাবেশ, চালু হল পেনশন প্রকল্প...

দাউ দাউ করে জ্বলে উঠল বিয়েবাড়ির প্যান্ডেল, মুহূর্তে ছাই সব...

ভিক্ষাজীবীর ছদ্মবেশে হাতসাফাই, দুই শিশু-সহ হাবড়ায় পাকড়াও চার, উদ্ধার সোনার অলংকার, বিপুল টাকা...

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বরাকরে তলোয়ারের ঝনঝনানি, চলল গুলি, আহত ৩ ...

শাবকের দেহ আগলে ঠায় দাঁড়িয়ে মা হাতি, সারাদিনে চেষ্টা করেও সরানো গেল না...

জমি নিয়ে বিবাদের জের, সুশান্তকে মারতে ১০ লক্ষ টাকার চুক্তি...

সম্পত্তির লোভে বৃদ্ধা মা'কে বেধড়ক মারধর, বাঁচাতে গেলে পুলিশের মাথা ফাটিয়ে দিল গুণধর ছেলেরা ...

বিরিয়ানি না অন্যকিছু? শহরের খাবারের দোকানে হানা দিয়ে চোখ কপালে পুর আধিকারিকদের ...

কসবার কাউন্সিলরকে হত্যার চেষ্টা, বর্ধমানে গ্রেপ্তার এক অভিযুক্ত...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 24