রবিবার ১৭ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | ভিক্ষাজীবীর ছদ্মবেশে হাতসাফাই, দুই শিশু-সহ হাবড়ায় পাকড়াও চার, উদ্ধার সোনার অলংকার, বিপুল টাকা

দেবস্মিতা | ১৭ নভেম্বর ২০২৪ ১৮ : ৫৮Debosmita Mondal


আজকাল ওয়েবডেস্ক: কোলে দুই শিশু। কাঁধে পুঁটলি। বানজারার বেশে দম্পতি পাড়ায় পাড়ায় ভিক্ষা করে বেড়ায়। দেখে বোঝার উপায় নেই, ওই দম্পতিই গত কয়েকদিনে বেমক্কা সোনাদানা, টাকা-পয়সা হাতসাফাই করে গেরস্থের ঘুম কেড়েছে। রবিবার অবশ্য সেই জারিজুরি আর কাজে লাগল না। হাতেনাতে ধরা পড়ে গেল। অবশেষে গণধোলাই দিয়ে বাসিন্দারা তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। 

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার বাউগাছি পারুইপাড়া এলাকার বাসিন্দারা এদিন দুপুরে আচমকা দেখেন, কোলে দুই শিশু ও কাঁধে পুঁটলি নিয়ে দুই যুবক-যুবতী রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। তাদের পিছনে একদল মহিলা 'চোর চোর' বলে চিৎকার করতে করতে ধাওয়া করে চলেছেন। কিছুটা দূরে গিয়ে বাসিন্দারা ওই দুই যুবক-যুবতীকে ধরে ফেলেন। তাঁরা লক্ষ্য করেন, যুবকের গালের একদিক ফোলা রয়েছে। মুখ খুলতেই গালের মধ্যে থেকে উদ্ধার হয় দু'জোড়া সোনার দুল। তারপর তাদের কাঁধের পুঁটলি খুলে তল্লাশি শুরু হয়। ওই দুই যুবক-যুবতীর কাছে মোট তিনটি পুঁটলি ছিল। তার মধ্যে থেকে উদ্ধার হয়েছে ৫০০ টাকার নোটের দু'টি বান্ডিল, দুটো হাতঘড়ি, সোনার হার ও বেশ কয়েকটির রুপোর আংটি। বাসিন্দারা ওই দুই যুবক-যুবতীকে তখন মারতে শুরু করেন। খবর পেয়ে হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু-সহ ওই দুই যুবক-যুবতীকে আটক করে। পুলিশ তাদের থানায় নিয়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বিড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় একদল বানজারা ঘাঁটি গেড়েছেন। ধৃতরা তাঁদের দলেরই সদস্য বলে জানা গিয়েছে।  

 

 

নাংলা পারুইপাড়ার বাসিন্দা গৃহবধূ পূজা মণ্ডল ও আশা সরদার বলেন, কোলে দুই শিশুকে নিয়ে বানজারা যুবক-যুবতী পাড়ায় চুরি করতে এসেছিল। সরল বিশ্বাসে অনেকে তাদের ভিক্ষাও দিয়েছে। কিন্তু ভিক্ষাজীবীর ছদ্মবেশে ওরা বাড়ি বাড়ি চুরি করছিল। আজ তাদের হাতেনাতে ধরেছি। পরে পুলিশের হাতে তুলে দিয়েছি। 

 

 

স্থানীয় পঞ্চায়েত সদস্য আব্দুল মতিন মণ্ডল জানিয়েছেন, দুপুরবেলা খবর পান, বানজারার ছদ্মবেশে গ্রামবাসীরা দুই যুবক-যুবতীকে ধরে রেখেছেন। ঘটনাস্থলে গিয়ে তাদের ব্যাগ ও পুঁটলি তল্লাশি করে সোনার অলংকার, টাকা পয়সা ও অন্যান্য জিনিসপত্র পাওয়া যায়। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

 

 

পুলিশ জানিয়েছে, ধৃতদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা তদন্ত করা হচ্ছে। নজর রাখা হচ্ছে বিড়ায় ঘাঁটি গাড়া বানজারা দলের ওপর।


#Habra#Aajkaal online



বিশেষ খবর

নানান খবর

NATIONAL JOURNALISM DAY 2024 #JournalismDay #NationalJournalismDay #PressFreedom #TruthInJournalism #FairReporting

নানান খবর

বিয়েবাড়ির মণ্ডপে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, মুহূর্তে শেষ স্বপ্ন...

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বরাকরে তলোয়ারের ঝনঝনানি, চলল গুলি, আহত ৩ ...

আচমকা ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ, সুপার স্পেশালিটি হাসপাতালে আগুন আতঙ্ক...

কোটিপতি হয়েও শান্তি নেই, পুলিশি ঘেরাটোপে মিনাখাঁর ইন্দ্রজিৎ, কারণ জানলে অবাক হবেন...

বাড়িতে নেই কেউ, নির্জনতার সুযোগে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার পাশের বাড়ির দাদা ...

শাবকের দেহ আগলে ঠায় দাঁড়িয়ে মা হাতি, সারাদিনে চেষ্টা করেও সরানো গেল না...

জমি নিয়ে বিবাদের জের, সুশান্তকে মারতে ১০ লক্ষ টাকার চুক্তি...

সম্পত্তির লোভে বৃদ্ধা মা'কে বেধড়ক মারধর, বাঁচাতে গেলে পুলিশের মাথা ফাটিয়ে দিল গুণধর ছেলেরা ...

বিরিয়ানি না অন্যকিছু? শহরের খাবারের দোকানে হানা দিয়ে চোখ কপালে পুর আধিকারিকদের ...

কসবার কাউন্সিলরকে হত্যার চেষ্টা, বর্ধমানে গ্রেপ্তার এক অভিযুক্ত...

বিয়ে ভেস্তে যাচ্ছিল বরের! রক্ষাকর্তা হয়ে দাঁড়াল পূর্ব রেল, হাওড়া স্টেশন সাক্ষী থাকল অন্যরকম 'ভাগ মিলখা ভাগের�...

ধর্ম প্রচারে বাংলার এই জায়গায় হেঁটে এসেছিলেন গুরু নানক, ব্যবহার করেছিলেন এখানকার কুয়োর জল...

'যিনি প্রথমে পোস্টটি করেছেন তিনি আন্দোলনে বাধা দিতে চেয়েছিলেন', রিমঝিমের সাফ জবাব লিঙ্কড ইন নিয়ে...

মন্ত্রী ইন্দ্রনীল সেনের হাত ধরে আবার স্বমহিমায় চন্দননগর পুঁথিঘর...

ছাত্রীদের আত্মরক্ষা-সচেতনতা বাড়াতে শক্তি প্রকল্প, বড় উদ্যোগ পুলিশের ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 24