রবিবার ১৭ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৭ নভেম্বর ২০২৪ ১৫ : ৪৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: রণক্ষেত্র আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৬৮ নম্বর ওয়ার্ডের কুলটির মানবেরিয়া এলাকা। সম্পত্তি সংক্রান্ত বিরোধে দু'পক্ষের সংঘর্ষে রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে মানবেরিয়া। তলোয়ার, লাঠিসোঁটা নিয়ে প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে। সংঘর্ষে গুরুতর আহত হয়েছে তিনজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
সম্পত্তির বিরোধের জেরে আহত তিনজনকে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এখনও এলাকার পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। জানা গিয়েছে, ওই এলাকারই স্থানীয় বাসিন্দা আখতার আনসারি নামে এক ব্যক্তির পুরোনো একটি বাড়ি রয়েছে। সেই বাড়ির ওপর আখতার আরেকটি বাড়ি তৈরি করছিলেন। যার বিরোধিতা করেন ওই একই এলাকার বাসিন্দা মহম্মদ নঈম।
তিনি বলেন, এটি আখতারের বাড়ির পাশে। তাঁরও একটি বাড়ি আছে। যদি তিনি তার বাড়ির ওপরে আরেকটি বাড়ি তৈরি করেন তাহলে তাঁর বাড়ির সৌন্দর্য্য নষ্ট হবে। অন্যদিকে, আখতার যে বাড়িতে বাড়ি তৈরি করছেন তার ওপর ১৪৪ ধারা জারি হয়েছে বলেও দাবি করা হয়েছে। ফলে, আখতার তাঁর বাড়ির ওপর ঘর বানাতে পারেন না। এর জেরে রবিবার সকাল থেকেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই তা বাকবিতণ্ডা, হাতাহাতির পর্যায়ে পৌঁছলে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
বন্দুক, তলোয়ার আর লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এবং এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়।। এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করে তদন্ত শুরু করেছে। আহতদের স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিসিপি পশ্চিম সন্দীপ কররা জানিয়েছেন, গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছয়। ঘটনার সময় গুলি চলেছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশের তরফে জানানো হয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
আচমকা ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ, সুপার স্পেশালিটি হাসপাতালে আগুন আতঙ্ক...
কোটিপতি হয়েও শান্তি নেই, পুলিশি ঘেরাটোপে মিনাখাঁর ইন্দ্রজিৎ, কারণ জানলে অবাক হবেন...
বাড়িতে নেই কেউ, নির্জনতার সুযোগে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার পাশের বাড়ির দাদা ...
পাহাড় পর্যটনে খুশির খবর, টয় ট্রেনে চড়েই ফের যেতে পারবেন নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং...
ভবঘুরে মহিলাকে তুলে আছাড়, বাঁশ দিয়ে বেধড়ক মার, হাড়োয়ার ঘটনায় আঁতকে উঠলেন সকলে ...
শাবকের দেহ আগলে ঠায় দাঁড়িয়ে মা হাতি, সারাদিনে চেষ্টা করেও সরানো গেল না...
জমি নিয়ে বিবাদের জের, সুশান্তকে মারতে ১০ লক্ষ টাকার চুক্তি...
সম্পত্তির লোভে বৃদ্ধা মা'কে বেধড়ক মারধর, বাঁচাতে গেলে পুলিশের মাথা ফাটিয়ে দিল গুণধর ছেলেরা ...
বিরিয়ানি না অন্যকিছু? শহরের খাবারের দোকানে হানা দিয়ে চোখ কপালে পুর আধিকারিকদের ...
কসবার কাউন্সিলরকে হত্যার চেষ্টা, বর্ধমানে গ্রেপ্তার এক অভিযুক্ত...
বিয়ে ভেস্তে যাচ্ছিল বরের! রক্ষাকর্তা হয়ে দাঁড়াল পূর্ব রেল, হাওড়া স্টেশন সাক্ষী থাকল অন্যরকম 'ভাগ মিলখা ভাগের...
ধর্ম প্রচারে বাংলার এই জায়গায় হেঁটে এসেছিলেন গুরু নানক, ব্যবহার করেছিলেন এখানকার কুয়োর জল...
'যিনি প্রথমে পোস্টটি করেছেন তিনি আন্দোলনে বাধা দিতে চেয়েছিলেন', রিমঝিমের সাফ জবাব লিঙ্কড ইন নিয়ে...
মন্ত্রী ইন্দ্রনীল সেনের হাত ধরে আবার স্বমহিমায় চন্দননগর পুঁথিঘর...
ছাত্রীদের আত্মরক্ষা-সচেতনতা বাড়াতে শক্তি প্রকল্প, বড় উদ্যোগ পুলিশের ...