রবিবার ১৭ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | মোদির লক্ষ্য উত্তর-পূর্বাঞ্চলকে দেশের গ্রোথ ইঞ্জিন বানানো, ত্রিপুরায় প্রকল্পের খতিয়ান তুলে ধরলেন জ্যোতিরাদিত্য 

Riya Patra | ১৭ নভেম্বর ২০২৪ ১৩ : ০২Riya Patra


নিতাই দে, আগরতলা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জমানায় উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে সড়ক, রেল, বিমান, টেলিযোগাযোগ সহ প্রতিটি ক্ষেত্রেরই উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী উত্তর- পূর্বাঞ্চলকে দেশের গ্রোথ ইঞ্জিন বানানোর সংকল্প নিয়েছেন। এই লক্ষ্যে গত ১০ বছরে ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নে কেন্দ্রীয় সরকার বহু প্রকল্প রূপায়ণ করছে। শুক্রবার সচিবালয়ে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের বিভিন্ন কর্মসূচি নিয়ে এক পর্যালোচনা সভার পর সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন একথা।

 

 উল্লেখ্য, কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ত্রিপুরার উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে এক পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে তিনি রাজ্যের উন্নয়নে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা করেন। সভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য-সহ বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

 

সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয়মন্ত্রী জানান, সড়ক যোগাযোগের ক্ষেত্রে গত ৬৫ বছরে দেশে ১০ হাজার কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকারের গত ১০ বছরের সময়কালে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে তৈরি করা হয়েছে। রেল পরিষেবার ক্ষেত্রে আগে উত্তর-পূর্বাঞ্চলের মাত্র ১টি রাজ্যে রেল যোগাযোগের সুবিধা ছিল। বর্তমানে উত্তর-পূর্বাঞ্চলের ৩টি রাজ্যে রেল যোগাযোগের সুবিধা রয়েছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রেল পরিষেবা উন্নয়নে বর্তমানে ১৯টি প্রকল্পের কাজ চলছে। তাতে ৮১ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। আগামী ২-৩ বছরের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের বাকি রাজাগুলিতেও রেল যোগাযোগ সম্প্রসারণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার।

 

 শুধু তাই নয় রেলওয়ে ট্র্যাকলিং পারফরমেন্সও বিগত দিনের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ত্রিপুরা রাজ্যের আগরতলা, ধর্মনগর, কুমারঘাট ও উদয়পুর রেলস্টেশনকে অমৃত ভারত স্টেশনের আওতায় পুনঃউন্নয়নের কাজ করা হচ্ছে। তিনি জানান, ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে বিকাশ ও প্রগতির মানচিত্রে যুক্ত করার লক্ষ্যে ডোনার মন্ত্রকও সার্বিকভাবে সহযোগিতা প্রদান করছে। গত ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য কেন্দ্রীয় সরকারের বাজেট ছিল ২৪ হাজার কোটি টাকা। বর্তমানে প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টার ফলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বাজেট প্রায় চারগুণ বৃদ্ধি পেয়ে ১ লক্ষ ৩ হাজার কোটি টাকা হয়েছে।

 

কেন্দ্রীয়মন্ত্রী জানান, বিমান পরিষেবার ক্ষেত্রে যেখানে বিগত সরকারের সময়কালে উত্তর- পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ৯টি বিমানবন্দর ছিল, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ১৭টি হয়েছে। তিনি বলেন, ত্রিপুরায় মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে রাজ্য বর্তমানে প্রগতি ও বিকাশের পথে দ্রুত এগুচ্ছে। বর্তমানে রাজ্যের জিএসডিপিও বৃদ্ধি পেয়েছে। ত্রিপুরায় মাথাপিছু গড় আয়ও বিগত দিনের তুলনায় প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের সরকারের সময়কালের খতিয়ান তুলে ধরে বোঝান, বর্তমান সরকার ঠিক কীভাবে রাজ্যের উন্নয়ন সাধন করছে। 

 

 একে একে উল্লেখ করেন, গ্র্যান্ট-ইন-এইডে ত্রিপুরা রাজ্য যেখানে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৩১ হাজার ২৮৫ কোটি টাকা পেয়েছে, সেখানে বর্তমান সরকারের সময়কালের গত ১০ বছরে পেয়েছে প্রায় ৬২ হাজার কোটি টাকা। টেলিযোগাযোগ ব্যবস্থায় উত্তর-পূর্বাঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে। টেলি যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়নে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ১১৯টি ৪-জি টাওয়ার স্থাপনের লক্ষ্যে ৫০০ কোটি টাকার প্যাকেজ হাতে নেওয়া হয়েছে। ত্রিপুরায় উদ্যান, আগর শিল্প, পর্যটন, শিল্প, বিদ্যুৎ সহ নানা ক্ষেত্রের উন্নয়নের বিরাট সম্ভাবনা রয়েছে।


#Jyotiraditya M Scindia # Tripura# Tripura development# BJP# Narendra Modi#



বিশেষ খবর

নানান খবর

NATIONAL JOURNALISM DAY 2024 #JournalismDay #NationalJournalismDay #PressFreedom #TruthInJournalism #FairReporting

নানান খবর

২০৩০ সালের মধ্যে গোটা দেশের রেলপথ হবে সুরক্ষিত, কোন সিদ্ধান্ত নিল ভারতীয় রেল ...

আইসিইউতে ছিল দেহ, সকালে সরকারি হাসপাতাল বলল চোখ খেয়ে নিয়েছে ইঁদুরে...

বোতলের বিশেষ গুণের উপরেই নির্ভর করে স্বাদ! এবার কি রঙ দেখে কিনবেন বিয়ার? অবাক করা তথ্য সামনে...

শুধু ডিজিটাল অ্যারেস্ট নয়, সাইবার জালিয়াতির ফাঁদে পড়ে আর কীভাবে খোয়াতে পারেন টাকা? সতর্ক হোন...

দু'জনে মিলে ১০ টাকা দিলেই সম্পূর্ণ হয় বিবাহ বিচ্ছেদ! আজব নিয়ম জানুন এই উপজাতির...

'তুই মরে গেলেও কিছু যায় আসে না', ছেলেকে ব্যাট দিয়ে পিটিয়ে, দেওয়ালে মাথা ঠুকে নৃশংসভাবে খুন বাবার ...

ছুটিতে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি, চলন্ত ট্রেনে দুই সন্তানের সামনে মৃত্যু মায়ের ...

ভূত নাকি! নিজের শ্রাদ্ধানুষ্ঠানে হাজির 'মৃত' প্রৌঢ়, কান্নাকাটি ভুলে ভিড়মি খেলেন আত্মীয়রা...

অশান্ত মণিপুরে ফের জারি কারফিউ, মন্ত্রী-বিধায়কদের বাড়িতে হামলা, বন্ধ ইন্টারনেট ...

নতুন সুটকেসের ফাঁকে গোছা গোছা চুল! খুলতেই আঁতকে উঠল পুলিশ, ছুটল হাসপাতালে ...

যৌন সুখ মেটাতে ওষুধেই ভরসা, কেন বাড়ছে ভায়াগ্রার বিক্রি? জানলে অবাক হবেন...

এক সেকেন্ডের কম সময়েই 'ক্র্যাক' করা যায়, ভারতে সর্বাধিক ব্যবহৃত ‘পাসওয়ার্ড’ কী জানেন?...

দিল্লিতে প্রবল বায়ুদূষণ, বদলে দেওয়া হল সরকারি কর্মচারীদের কাজের সময়...

এখনও ওঠেনি নতুন পেঁয়াজ, কতটা দাম বাড়তে পারে পেঁয়াজের...

পোষ্যকে পাশে বসিয়ে নিয়ে এসিতে চাপুন, এবার সুযোগ দিচ্ছে ভারতীয় রেলওয়ে...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 24