রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | Mamata Banerjee: দণ্ড সংহিতা নিয়ে শাহকে চিঠি মমতার

Riya Patra | ২৯ নভেম্বর ২০২৩ ১২ : ৫৩Riya Patra


বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: ভারতীয় দণ্ড সংহিতা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আসন্ন শীতকালীন অধিবেশনে ভারতীয় দণ্ড সংহিতা বিলটি পাস করাতে চায় মোদি সরকার। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী শীতকালীন অধিবেশনে বিলটি পাস না করনোর প্রস্তাব দিয়েছেন। বিলটি পাস করাতে অত্যন্ত তড়িঘড়ি করার অভিযোগ তুলে তিনি প্রস্তাব দিয়েছেন, পরবর্তী লোকসভা এবং নতুন সরকার গঠনের পর বিলটি নিয়ে অগ্রগতি হবে। পুরনো আইন বদল করে নতুন ভারতীয় দণ্ডবিধি পরিবর্তন করার আগে সংশ্লিষ্ট সব পক্ষের বিস্তারিত মতামত নিয়ে তবেই এগোনো উচিত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

গত ২২ আগস্ট দণ্ড সংহিতা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের থেকে মতামত চেয়ে চিঠি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন সেই চিঠির জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন, "বর্তমানে যে ফৌজদারী আইন রয়েছে, তার পুরোপুরি বদল করা এবং তার পরিবর্তে নতুন আইন তৈরি করা আমাদের নীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে। বিভিন্ন দিক থেকে সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে এই প্রস্তাবিত পরিবর্তন। সেই কারণেই, আমার মতে, অতিরিক্ত সতর্কতা এবং প্রয়োজনীয় অধ্যাবসায় মেনে চলতে হবে। " মুখ্যমন্ত্রীর মতে, সংসদ এই বিষয়টি নিয়ে আইন তৈরির আগে সমস্ত পক্ষের সঙ্গে ব্যাপক ও বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। বিচারবিভাগ, সমাজকর্মী, মানবধিকার কর্মী, সাধারণ মানুষের বিস্তারিত মতামত গ্রহণ প্রয়োজন। এই দিকটি বাদ দেওয়া হলে দেশের মানুষের ওপর তার নেতিবাচক প্রভাব পড়বে। স্বরাষ্ট্রমন্ত্রী পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, "বর্তমান লোকসভা প্রায় শেষ হতে চলেছে। ফলে, আমার মতে, পরবর্তী লোকসভার সদস্য এবং নতুন সরকার এই বিষয়টি নিয়ে আলোচনা এবং পরবর্তী পদক্ষেপ করবে।" মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিলটি বিস্তারিত পর্যালোচনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। নির্ধারিত সময়ে রাজ্যসভার সচিবালয়ে রাজ্যের মতামত পাঠিয়ে দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

গত বাদল অধিবেশনে লোকসভায় বিলটি পেশ করা হয়। তবে সেটি বিস্তারিত আলোচনা এবং পাস না করিয়ে সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কংগ্রেস, ডিএমকের মতো ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত অন্যান্য দলের পাশাপাশি তৃণমূলও সামনের সারিতে থেকে এই বিলের বিরোধিতা করেছে। মূলত তৃণমূলের বক্তব্য, বিলটি পাস করাতে অত্যন্ত তড়িঘড়ি করা হচ্ছে। এই বিলটি পাস করিয়ে মোদি সরকার রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বলে অভিযোগ করা হয়। বিলটি নিয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞদের নামের তালিকাও সংসদীয় কমিটির চেয়ারম্যান ব্রিজ লালকে দেয় তৃণমূল।




নানান খবর

নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা 

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?

সোশ্যাল মিডিয়া