বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | মুখ্যমন্ত্রীর উদ্যোগ, বাংলার এই প্রত্যন্ত এলাকায় চালু হল ডায়ালিসিস ইউনিট

Pallabi Ghosh | ১৩ নভেম্বর ২০২৪ ১৬ : ৩৩Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকায় কিডনির অসুখে আক্রান্ত রোগীদেরকে আর ডায়ালিসিস করার জন্য বহরমপুর বা কলকাতায় ছুটতে হবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে যে ডায়ালিসিস ইউনিটটির উদ্বোধন হয়েছে বুধবার থেকে, তা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করল। 

 

এদিন এই ইউনিটের কাজ শুরু হয় জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের উপস্থিতিতে। ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়, মহকুমা শাসক একেম জে সিং-সহ পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিক। 

 

জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার ডাঃ কাশীনাথ পাঁজা জানান, 'আজ থেকে ডায়ালিসিস ইউনিটে ২৪ ঘণ্টা পরিষেবা পাবেন সাধারণ মানুষ। কিডনির অসুখে যে সমস্ত রোগীরা ভুগছেন তাঁদেরকে আর ডায়ালিসিস পরিষেবা নেওয়ার জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে বা কলকাতার সরকারি হাসপাতালগুলিতে যেতে হবে না। সরকারি খরচে জঙ্গিপুর হাসপাতালেই তাঁরা ডায়ালিসিস পরিষেবা পাবেন।' 

 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত ডায়ালিসিস ইউনিটটিতে পাঁচটি শয্যা থাকছে। তার মধ্যে চারটি শয্যা সাধারণ রোগীদের জন্য চিহ্নিত। একটি শয্যা হেপাটাইটিস, এইচআইভি রোগীদের জন্য চিহ্নিত করা রয়েছে। 

 

হাসপাতালে ডায়ালিসিস পরিষেবার সূচনা করে জাকির হোসেন বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চেষ্টাতে জঙ্গিপুরের মতো প্রত্যন্ত এলাকায় এখন থেকে সরকারি খরচে কিডনির অসুখে আক্রান্ত মানুষরা ডায়ালিসিস পরিষেবা পাবেন। এই হাসপাতালে আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ার পর যেমন বিভিন্ন বিভাগে ডাক্তারের সংখ্যা বাড়ানো হয়েছে, তেমনি হাসপাতালে শয্যা সংখ্যাও বাড়ানো হয়েছে। নতুন একাধিক যন্ত্রপাতি এসেছে। আমি হাসপাতালের কর্মীদেরকে অনুরোধ করব নতুন মেশিন এবং ডায়ালিসিসি ইউনিটের জন্য যে নতুন যন্ত্র বরাদ্দ হয়েছে তা ঠিক রাখার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। এর পাশাপাশি হাসপাতালে পুরনো যে সমস্ত দামি মেশিনগুলো খারাপ হয়ে পড়ে রয়েছে, সেগুলো যাতে ঠিক করা যায় সেই বিষয়ে আমি উদ্যোগী হব।' 


#Murshidabad# West Bengal



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

গায়ে আগুন ধরিয়ে দম্পতিকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত...

তথ্য লোপাট করছে সিবিআই! আরজি কর-কাণ্ডে নতুন করে তদন্ত চেয়ে হাই কোর্টে নির্যাতিতার বাবা-মা...

আর্থিক তছরুপের অভিযোগে গ্রেপ্তার পঞ্চায়েতের 'সচিব'জি  ...

কাঁকড়া ধরার জন্য জঙ্গলে গিয়েছিলেন, নদীতে নামতেই ঝাঁপিয়ে পড়ল বাঘ, মর্মান্তিক পরিণতি ...

গোখাদ্যের আড়ালে বস্তা বস্তা গাঁজা, গ্রেপ্তার মহিলা মাদক পাচারকারী, উদ্ধার বিপুল টাকা ...

বিষধর সাপ থেকে বাঘরোল, নেশা অনাথ শাবকদের উদ্ধার করা, বাড়িতেই মিনি হাসপাতাল গড়েছেন যুবক  ...

হয় ব্যবস্থা নিন নয়তো ঘেরাও করব, জেলার নার্সিংহোম প্রসঙ্গে সিএমওএইচ-কে হুঁশিয়ারি বিধায়কের ...

বিশেষ চাহিদাসম্পন্নদের শংসাপত্র নিয়ে রমরমিয়ে চলছে দালাল চক্র, হাতেনাতে আটক এক...

দার্জিলিংয়ে শুরু মেলো টি ফেস্ট, যোগ দিচ্ছে সুইডিশ রক ব্যান্ড...

তথ্যপ্রযুক্তিতে আরও এগিয়ে গেল বাংলা, ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করলেন মমতা...

ঘুষের বিনিময়ে ফিট সার্টিফিকেট, চিকিৎসকের কারাদণ্ডের নির্দেশ ...

ভাতারে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার, এলাকায় ছড়িয়েছে আতঙ্ক ...

বাড়িতে ঢুকে সাত মণ ধান সাবাড়, শুঁড়ে করে এক বস্তা ধান নিয়ে জঙ্গলে ফিরল হাতি ...

হাওড়ায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ, কবে মিলবে?

নলেনগুড়ের সঙ্গে মিশে যাচ্ছে চিনি! হুবহু এক দেখতে হলেও মিলছে না সেই একই স্বাদ, শীতের মুখেই মনখারাপ...



সোশ্যাল মিডিয়া



11 24