মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৩ নভেম্বর ২০২৪ ১৩ : ৩৪Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটা দূর অস্ত, সমস্যা আরও বাড়ল। নিজেদের সিদ্ধান্তে অনড় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই নিয়ে সরকারের কাছে দ্বারস্থ হয়েছিল পিসিবি। পাকিস্তান সরকারের নির্দেশ, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ যেন দেশের বাইরে খেলা না হয়। রবিবার পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারপর থেকেই সমস্যার সূত্রপাত। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। সেক্ষেত্রে ভারতের সব ম্যাচ দুবাইয়ে রাখা হবে। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অটুট পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ দেশের বাইরে করতে রাজি নয় পিসিবি। এই মর্মে চিঠি দিয়ে তাঁরা আইসিসিকে জানিয়ে দিয়েছে। গোটা টুর্নামেন্ট পাকিস্তানেই আয়োজন করতে চায় পিসিবি।
এই বিষয়ে পাকিস্তান সরকারের দ্বারস্থ হয়েছিল পিসিবি। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, তাঁরা একটি ম্যাচও দেশের বাইরে যেতে দিতে রাজি নয়। পিসিবির এক কর্তা জানান, 'আমাদের সরকার জানিয়ে দিয়েছে, পাকিস্তানের বাইরে কোনও ম্যাচ করা যাবে না। আমরা এই অবস্থানেই অনড় থাকব। বর্তমানে আইসিসি আমাদের ভারতের সিদ্ধান্তের কথা জানিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব আমাদের। তাই কোনওভাবেই পাকিস্তানের বাইরে খেলা সরানো যাবে না।' প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি নিজের ইউ টিউব চ্যানেলে জানান, পিসিবিকে হাইব্রিড মডেল গ্রহণ না করার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। গোটা টুর্নামেন্ট পাকিস্তানেই আয়োজন করার জন্য জোর দেওয়া হবে। অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে খেলতে যাবে না ভারত। অর্থাৎ, চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ বিশ বাঁও জলে। আগে জানানো হয়েছিল, বিসিসিআই এবং পিসিবির মধ্যে মধ্যস্থতা না হলে, চ্যাম্পিয়ন্স ট্রফি দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু এই পরিস্থিতিতে সেটা হওয়ার সম্ভাবনা কম। চ্যাম্পিয়ন্স ট্রফি অন্য দেশে সরানো হলে, টুর্নামেন্টে অংশ নেবে না পাকিস্তান। সেক্ষেত্রে আর্থিক ক্ষয়ক্ষতির মুখে পড়বে আইসিসি। তাই বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ ঘিরে বড় প্রশ্নচিহ্ন রয়েছে।
নানান খবর
নানান খবর

গড়াপেটার অভিযোগ উঠতেই এবার মুখ খুলল রাজস্থান ফ্রাঞ্চাইজি, কী বলল জানুন

হারতে থাকা কেকেআরের জন্য রায়নার পরামর্শ, ২০ বছরের তরুণ তারকাকে এই ভূমিকায় পাঠাতে বললেন

'ওকে ছুড়ে ফেলে দাও...', সূর্যবংশীকে নিয়ে হঠাৎ এ কথা কেন ভেসে এল ওয়াঘার ওপার থেকে?

চেন্নাইয়ে অশ্বিনের ভূমিকা নিয়ে প্রশ্ন,তারকা স্পিনারকে তীব্র আক্রমণ শ্রীকান্তের

গার্হস্থ্য হিংসার অভিযোগ, চার বছরের জেলের সাজা হল এই প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের

কলকাতা হারল রে, প্লে অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে রাহানেদের

ইস্টবেঙ্গলে 'আফ্রিকান' ফুটবলার চান মেহতাব, প্রাক্তন লাল-হলুদ ফুটবল সচিবের মনে 'সন্তোষ' আনতে ব্যর্থ মেসি-দিমিরা

কেকেআরে ব্রাত্য গিলই তুললেন ঝড়, রাসেল–নারাইন আর কতদিন খেলবেন কলকাতায়?

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর