শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ১২ নভেম্বর ২০২৪ ১৫ : ৩১Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: প্রয়াত হলেন নাট্যকার মনোজ মিত্র। বয়স হয়েছিল ৮৬ বছর। মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েক বছর ধরেই বার্ধ্যক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মনোজ। মঙ্গলবার সকাল ৮.৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত সেপ্টেম্বর মাসে গুরুতর অসুস্থ হয়েছিলেন শিল্পী। বেশ সঙ্কটজনক ছিল তাঁর অবস্থা। তারপরই এদিন এল দুঃসংবাদ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এই নাট্য ব্যক্তিত্ব। চলতি বছরের ফেব্রুয়ারিতেও অসুস্থ বোধ করার পর অভিনেতাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। সেবারই তাঁর বুকে পেসমেকার বসেছিল।
তপন সিংহ, তরুণ মজুমদার, বাসু চট্টোপাধ্যায়ের একাধিক ছবিতে অভিনয় করেছিলেন মনোজ। সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘গণশত্রু’ এবং ‘ঘরে বাইরে’-তেও অভিনয় করেন তিনি। তা ছাড়াও মূলধারার একাধিক সিনেমায় পরিচিত মুখ ছিলেন মনোজ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলা থিয়েটারের জগতের পাশাপাশি টলিপাড়াতেও। মনোজ মিত্রের প্রয়াণের খবরে মন ভাল নেই কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্তর। আজকাল ডট ইন-এর কাছে এই প্রবীণ সিপিএম নেতার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক, অভিজ্ঞতা ভাগ করে নিলেন রুদ্রপ্রসাদ।
“স্কটিশ চার্চ কলেজে আমার সহপাঠী ছিল মনোজ। ইংরেজি বিভাগের ছাত্র ছিলাম আমি, ও ছিল দর্শনের। কলেজে যেহেতু ছাত্র রাজনীতি করতাম তাই মনোজের সঙ্গে আলাপ ছিল, দারুণ বন্ধুত্ব ছিল না। ও কিন্তু পড়াশোনায় খুব চৌখস ছিল। পাশাপাশি সেই সময় থেকেই নাটক নিয়ে ওর মাতামাতি শুরু। ও কিন্তু ততদিনে বেশ নাম করে গিয়েছে। ‘সুন্দরম’ তৈরি করল, লেখালিখি...এরপর থিয়েটারের দুনিয়ায় যখন এলাম তখন ওর সঙ্গে আমার বন্ধুত্ব হল। মেধাবী, জ্ঞানী এবং গুণী একজন মানুষ ছিল মনোজ। একই ভাবে অত্যন্ত রসিক। স্বল্পবাক ছিল, ফলে আমার সঙ্গে আড্ডা চলাকালীন আমিই বেশি বলতাম আর ও শুনত।”
একটা ঘটনা বলি, খুব বলতে ইচ্ছে করছে। তখনও ও অতটা অসুস্থ হয়নি। কোথাও থেকে একসঙ্গে ফিরছিলাম গাড়িতে। আগে ওকে বাড়ি ছেড়ে দিলাম, যাওয়ার আগে ঠাট্টা করে বলেছিলাম, এবার গিয়ে বৌয়ের আদর খাও। শুনে এক চিলতে হেসে ধীর স্বরে মনোজ উত্তর দিয়েছিল, ‘গত ১০ বছর ধরে ও শয্যাশায়ী।’ শুনে মনে হল, কে যেন আমাকে একটা ধাক্কা দিল! সেদিন নতুন করে মনোজ মিত্রকে চিনলাম। ঘরের মধ্যে প্রিয়জন ১০ বছর ধরে শুয়ে রয়েছেন অসুস্থতায়, সেসব শোক-দুঃখ সামলে একটা মানুষ সমানতালে লেখালিখি করে চলেছে, নাটক করছে, নির্দেশনা দিচ্ছে...আড্ডায় ওর মজার কথা শুনলে বোঝার এতটুকুও উপায় ছিল না এত বড় দুঃখ ও বহন করে নিয়ে চলেছে। সেদিন ওকে প্রণাম জানিয়েছিলাম মনে মনে।” কথাশেষে আক্ষেপের সুরে কেটে, কেটে স্বগতোক্তি করার মতো বলে উঠলেন, “যেমন দারুণ প্রতিভাধর ততটাই একজন ভাল মানুষ ছিল আমার মনোজ। যতদিন বাংলা থিয়েটার বেঁচে থাকবে, বাংলা সংস্কৃতি বেঁচে থাকবে মনোজ মিত্র-ও বেঁচে থাকবে...”
মনোজ মিত্রের মৃত্যুর খবরে মন ভাল নেই বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দত্তেরও। প্রয়াত অভিনেতার সঙ্গে ‘বাঞ্ছারামের বাগান’-এ তাঁর অভিনয় জায়গা করে নিয়েছে বাংলা ছবির ইতিহাসে। আজকাল ডট ইন-কে দীপঙ্কর দে বললেন, “একেবারে মন ভাল নেই। কত স্মৃতি মনোজবাবুর সঙ্গে। ওঁর সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছি। কী দাপুটে অভিনেতা ছিলেন, বাপরে বাপ! যেমন মঞ্চে, তেমন-ই বড়পর্দায়। আমি মনোজবাবুর সবক’টি নাটক দেখেছি। ওঁর সঙ্গে আড্ডা মারলে বোঝা যেত জ্ঞানের পরিধির বিস্তৃতি। আন্তর্জাতিক ছবি থেকে নাটক, সাহিত্য ওঁর নখদর্পণে ছিল। ‘বাঞ্ছারামের বাগান’-এর আউটডোরে ভীষণ সুন্দর সময় কাটিয়েছিলাম। সামান্য কথা, ঘটনাও ওঁর বলার ভঙ্গিমায় এত সুন্দর হয়ে উঠত, যাঁরা শুনেছেন তাঁরা বুঝবেন। এমনিতে স্বল্পবাক ছিলেন তবে মনের মতো সঙ্গী পেলে জমিয়ে আড্ডা মারতেন। আর অসম্ভব রসবোধ ছিল! সামান্য থেমে দীপঙ্কর দের সংযোজন, “ ‘বাঞ্ছারামের বাগান’ ছবির শুটিং শেষে আমাকে আলাদা করে মনোজবাবু জানিয়েছিলেন, আমার কাজ ওঁর ভাল লেগেছে। সেটাও একরকম প্রাপ্তি ছিল আমার কাছে। কালের নিয়মে উনি চলে গেলেন বটে, কিন্তু বাংলায় অভিনয়, শিল্পচর্চা এবং থিয়েটার যতদিন বেঁচে থাকবে, মনোজ মিত্র বহাল তবিয়তে থাকবেন।”
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বিবাহ বিচ্ছেদের পথে মিঠুন চক্রবর্তী! ২৭ বছর পর মামলার কী রায় দেবে 'শ্রীমান ভার্সেস শ্রীমতী'?...
হাসপাতালে ভর্তি অন্বেষা হাজরা, বন্ধ শুটিং! ঠিক কী হয়েছে অভিনেত্রীর? ...
Breaking: দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে মৈনাক বন্দ্যোপাধ্যায়! ধারাবাহিক শেষ হতেই কোন রহস্যে জড়াবেন অভিনেতা?...
ফারহানের সঙ্গে জোট বাঁধলেন 'মির্জাপুর'-এর 'মুন্না', আসছে দমকলকর্মীদের বীরত্ব ও সাহসের ছবি 'অগ্ন...
মাইক হাতে কোন ছবিতে গান গাইবেন জয়া বচ্চন! একাদশ শ্রেণিতে পর কেন পড়াশোনা ছাড়েন অর্জুন?...
'লুটেরা'র বন্ধু এবার শত্রু? 'ডন' রণবীরকে টক্কর দিতে আসছেন বিক্রান্ত ম্যাসি?...
রণবীর সিং-এর সঙ্গে 'শক্তিমান' প্রতিযোগিতায় নেমেছেন মুকেশ খান্না? বিস্ফোরক জবাব মুকেশ খান্নার...
সমাজের কোন কঠিন সব বিষয় হাসির কম্বলে মুড়ে হাজির করবে গার্গী-রজতাভর 'বলরাম কান্ড'?...
মেয়ের জন্মের তিন মাস পর প্রথম এই কাজ করলেন রাহুল! সমাজ মাধ্যমে কী জানালেন অভিনেতা? ...
বাংলা ভাষার ধ্রুপদী মুকুটপ্রাপ্তি, উদযাপনে অভিনব আয়োজন 'ছায়ানট'-এর ...
২০ বছর পেরল ‘অ্যায়েতরাজ’, সিক্যুয়েলের ঘোষণা সুভাষ ঘাই-এর, ফের একসঙ্গে হাজির হচ্ছেন অক্ষয়-প্রিয়াঙ্কা-করিনা? ...
আসছে ‘বাজিগর ২’! নায়কের ভূমিকায় ফের শাহরুখ? বড় ঘোষণা প্রযোজক রতন জৈনর ...
শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধা থেকে পরমব্রত, ‘একেনবাবু’র সঙ্গী, ২০২৫-এ টাটকা তিনটি ছবি নিয়ে আসছেন ঋত্বিক ...
গুলশন কুমারের বায়োপিকে রাজি আমির! তবু স্রেফ এই একটি কারণেই পিছিয়ে যাচ্ছেন নির্মাতারা...
দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত, ৫ মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও করছেন শুটিং, চালাচ্ছেন গাড়ি! ...