বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১২ নভেম্বর ২০২৪ ১২ : ০৮Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: বাংলা ছবির সুপারস্টারদের তালিকায় বহুদিন আগেই নিজের জায়গা করে নিয়েছেন দেব। ছক ভাঙা চরিত্রে অভিনয় করেও একজন দক্ষ অভিনেতা হিসাবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। রাজনীতির ময়দান থেকে ছবির দুনিয়ায় নিজের যাত্রাপথ মসৃণ করে নিয়েছেন অভিনেতা। অনেকদিন পর ফের চেনা ছন্দে ফিরছেন দেব। সৌজন্যে আসন্ন ছবি 'খাদান'।
কিছুদিন আগেই ছবির প্রথম গানে নিজের লুক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন দেব। এবার বলিউডি ছবির স্টাইলেই মুক্তি পেল খাদানের প্রথম গান 'রাজার রাজা'। দেব সোশ্যাল মিডিয়ায় গানের টিজার শেয়ার করে আগেই জানিয়েছিলেন গান মুক্তির দিনক্ষণ। তারপর থেকেই দেব ভক্তদের মধ্যে চড়েছিল উত্তেজনার পারদ।
গানে বলিউডি স্টাইলে দেবের এন্ট্রি আর মহাদেবের সামনে আরতির দৃশ্যই ঝড় তুলেছে তাঁর অনুরাগীদের মনে। 'রাজার রাজা' গানে এক হাতে ঘণ্টা ও অন্য হাতে প্রদীপ নিয়ে নাচের তালে আসর জমাবেন দেব। নটরাজ মূর্তির সামনে নাচলেন দেব।
অনেকদিন পর দেবকে চেনা মেজাজে দেখলেন দর্শক। এর আগে গানের টিজার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে দেব লেখেন, 'পুরনো দিনে ফিরে যাওয়া যাক। প্রায় ১০ বছর আবার নাচ করলাম। আশাকরি আপনার পুরনো দেবকে ফিরে পাবেন।' এবার সেই ঝলকই ফুটে উঠল গানে। এক লাফে বেশ কয়েক বছর যেন পিছিয়ে গেলেন দেব। ফের চেনা অবতারে অনুরাগীদের মন কাড়লেন তিনি। স্যাভির সুরে 'রাজার রাজা' গানটি গেয়েছেন দেব অরিজিৎ।