শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১১ নভেম্বর ২০২৪ ১৩ : ১৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। গুরুতর জখম ওই ব্যবসায়ীকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর কালুপুর এলাকায়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই মাছ ব্যবসার নাম অসিত অধিকারী। তাঁর বাড়ি স্থানীয় বকশিপল্লি এলাকায়। কালুপুরে তাঁর মাছের ভেড়ি রয়েছে। প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি ভেড়িতে মাছের খাবার দিতে গিয়েছিলেন। সঙ্গে তাঁর এক ছেলে ছিল। রেললাইন ধরে হেঁটে তিনি বাড়ি ফিরছিলেন। দুষ্কৃতীরা তখন তাঁকে লক্ষ্য করে পিছন দিক থেকে গুলি চালায়। গুলি তাঁর পিঠে লাগে। গুরুতর জখম অবস্থায় তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।
ছেলের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। জখম ব্যবসায়ীকে উদ্ধার করে তাঁরা বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি তাঁকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে। গুলিবিদ্ধ ব্যবসায়ীর স্ত্রী উন্নতি অধিকারী বলেন, 'সকালে আমার স্বামী কালুপুরে মাছের ভেড়িতে গিয়েছিলেন। সেখানে মাছের খাবার দিয়ে ছেলের সঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে পিছন দিক থেকে একটি অল্প বয়সি ছেলে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি পিঠে লেগেছে। স্থানীয় বাসিন্দারা তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।' কিন্তু কারা, কী কারণে অসিতকে গুলি চালাল তা অবশ্য তিনি বলতে পারেননি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ অসিতের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, 'গুলিবিদ্ধ ব্যবসায়ীর বিরুদ্ধে সমাজবিরোধী কাজে জড়িত থাকার বেশ কিছু অভিযোগ আগে থেকেই রয়েছে। সম্ভবত পুরনো কোনও শত্রুতার জেরেই প্রতিপক্ষের কেউ তাঁকে গুলি করে থাকতে পারে। আমরা ঘটনার তদন্ত করছি। আশা করছি, খুব দ্রুত দুষ্কৃতীরা গ্রেপ্তার হবে।'
#Bangaon# Crime News# West Bengal
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
অনলাইন প্রতারণায় যুক্ত এই বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার, গ্রেপ্তারের পর উদ্ধার বিপুল টাকা ...
ঘুষ নিচ্ছে পুলিশকর্মী, অভিযোগ পেয়ে হোটেল থেকে তাকে ধরলেন তৃণমূল বিধায়ক ...
'ডিজিপি পুলিশ মেডেল' পেলেন মুর্শিদাবাদে কর্মরত তিন পুলিশ অফিসার ...
পরকীয়ার কাঁটা তিন মাসের কন্যা, খুন করে নদীতে ভাসিয়ে দিল বাবা...
দু' বছর আগেই ছড়িয়েছিল প্রতারণার জাল! ট্যাবের টাকা হুগলি থেকে পৌঁছেছিল উত্তর দিনাজপুরে...
'তামাক মুক্ত সমাজ চাই', সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের...
দীর্ঘ অপেক্ষার পর সাজো সাজো রব, ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা ...
দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ছয় বিধানসভার উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট...
দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ছয় বিধানসভার উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট...
পরিত্যক্ত গাড়িতে খেলতে গিয়ে ঘটে গেল বিপদ, আগুনে ঝলসে গেল চার শিশু...
যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, একযুগ পরে আবার বসল বন্ধু পাতানোর মেলা...
বাবা-মায়ের বিচ্ছেদ, মানসিক অবসাদে আত্মঘাতী মেয়ে ...
চুপিচুপি জড়ো হয়েছিল ডাকাতি করতে, হানা দিয়ে বড় সাফল্য পুরুলিয়ার পুলিশের...
'গরুর ডাক্তারের কাছে যান', রোগ সারাতে পরামর্শ চিকিৎসকের, সুপারের কাছে নালিশ রোগীর ...
বুধের সকালে রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, নজরে হাড়োয়া ও নৈহাটি...