রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১০ নভেম্বর ২০২৪ ২০ : ১৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: অবশেষে সাফল্য পেল পুলিশ! কালীমন্দিরে চুরির ১০ দিনের মাথায় ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। ধৃত দু'জনের নাম পবন বেজ ও উদয় বেজ। পুলিশ সূত্রে জানা গেছে, এরা দু'জনেই বানাজারা দলের সদস্য। দু'জনের বাড়ি বীরভূমের আমাদপুরে। গত দু'সপ্তাহে পূর্ব বর্ধমানের আউশগ্রাম ও ভাতারের বেশ কয়েকটি কালীমন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে।
উল্লেখ্য, কালীপুজোর রাতে আউশগ্রামের দেয়াশা গ্রামের দাসপাড়ায় একটি কালীমন্দিরের পরপর দু'টি গেটের তালা ভেঙে লক্ষাধিক টাকার দেবীর অলঙ্কার চুরি যায়। ওই ঘটনার পরেরদিনেই আউশগ্রামের ব্রজপুর গ্রামে একটি কালীমন্দিরে তালা ভেঙে দেবীর কিছু অলঙ্কার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আউশগ্রামের ভ্রাতৃদ্বিতীয়ার রাতে ভাতারের আমারুন বাজারে শিবমন্দিরে এবং এওড়া গ্রামের নারায়ণমন্দিরে চুরির ঘটনা ঘটে। এই দুই এলাকাতেই চুরির আগে এলাকাগুলিতে ঘুরে যেতে দেখা গিয়েছে 'বানজারা' দলকে। তাই পরপর এভাবে মন্দিরে চুরির নেপথ্যে অপরিচিত বানজারা দলই জড়িত বলে সন্দেহ ছিল স্থানীয় বাসিন্দাদের।
ভাতারের আমারুন বাজারে 'আমারুন স্টেশন ঐক্যতান পাঠাগার সংঘ' নামে ক্লাবের সর্বজনীন শিবমন্দিরে এই চুরির ঘটনা ঘটে। ক্লাবের কালীপুজোয় প্রতিমার বিসর্জন ছিল। সেই উপলক্ষে খাবারের আয়োজন করা হয়। খাওয়া শেষে রাত বারোটা নাগাদ ক্লাবের সদস্যরা বাড়ি চলে যান। শিবমন্দিরের দরজায় তালা দেওয়া ছিল। মন্দিরের দরজার কড়াগুলি ছাড়িয়ে দিয়ে চোরেরা ভিতরে ঢুকে মহাদেব ও লোকনাথ বাবার সোনার ত্রিনয়ণ সহ রুপোর বেশ কিছু অলঙ্কার চুরি করে। প্রণামী বাক্স ভেঙে নগদ টাকাপয়সা নিয়ে যায়। সব মিলে লক্ষাধিক টাকার চুরি যায়। একই রাতে ভাতারের এওড়াগ গ্রামের মাজিপাড়ায় কাছাকাছি দু'টি মন্দির থেকে একই কায়দায় চুরির ঘটনা ঘটে।
মাজি ও ঘোষ পরিবারের নারায়ণমন্দির এবং মাজি পরিবারের রঘুনাথমন্দিরে চুরি হয়। তবে মাজি ও ঘোষ পরিবারের মন্দিরের দরজায় তালা দেওয়া ছিল না। এই মন্দির থেকে তিনটি রুপোর পৈতে চুরি যায়। অন্য মন্দিরটির তালা ভেঙে কিছু সোনা ও রুপোর গয়না চুরি হয়। চুরির আগেরদিন গ্রামে গিয়েছিল বানজারাদের একটি দল। অর্থাৎ কাজ হাসিল করার আগে বানজারা দলের সদস্যরা এলাকায় গিয়ে রেইকি করে যেত।পুলিশের পক্ষ থেকে এই বানজারা দলের ছবি দিয়ে সামাজিক মাধ্যমে সর্তক করা হয়।
নানান খবর
নানান খবর

জাফরাবাদে নিহত পিতা-পুত্রের পরিবারের পাশে শাসক দল তৃণমূল, সন্তানদের পড়ানোর দায়িত্ব নিলেন দুই সাংসদ

সূর্যের হাসি এখন বাঁকুড়ার লাল মাটিতে, সূর্যমুখী চাষে কৃষিতে নতুন জোয়ার

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা, স্বাভাবিক হচ্ছে ধুলিয়ান, খুলছে দোকানপাট, গ্রেপ্তার ২৮৯

সাতসকালে লোকালয়ে একাধিক বাইসন, হামলায় গুরুতর জখম গ্রামবাসী, আতঙ্ক এলাকায়

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা