শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ০৯ নভেম্বর ২০২৪ ১৭ : ১৭Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: শেষ তিন ম্যাচে একটিও গোল হজম করেনি তাঁর দল। পেয়েছে জয়। এর মধ্যে ছিল দু'টি কলকাতা ডার্বি। এই পারফরম্যান্সই আত্মবিশ্বাস জোগাচ্ছে হোসে মোলিনাকে। হোসে মোলিনার মোহনবাগানকে।
অন্যদিকে সের্জিও লোবেরার ওড়িশা এফসি গত দু'টি ম্যাচে জয় না পেয়ে কিছুটা হলেও চাপে রয়েছে। তাই বলে লোবেরার ছেলেদের গুরুত্ব কম দিচ্ছেন না মোলিনা। সাতটি ম্যাচের মধ্যে মাত্র দু'টিতে জয় পাওয়া ওড়িশার প্রশংসাই করলেন মোলিনা। মোহনবাগানের দুই প্রাক্তনী রয় কৃষ্ণা, হুগো বুমোদের যে জমি ছাড়া হবে না, তা সাফ জানিয়ে দিলেন স্প্যানিশ কোচ।
রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ধুন্ধুমার। মোহনবাগান বনাম ওড়িশা। সেই ম্যাচের বল গড়ানোর আগে সবুজ-মেরুন কোচ বলছেন, ''ম্যাচে নামার আগে প্রতিপক্ষকে আমি সব সময়ে বিশ্লেষণ করি। তারা কেমন খেলে, আমাদের বিরুদ্ধে তারা কী কী করতে পারে, এ সব নিয়ে। সেই অনুযায়ী দলের ছেলেদের যথেষ্ট ভাল ভাবে প্রস্তুত করার চেষ্টা করি। আমার কাছে এটা কোনও বিশেষ ম্যাচ নয়। প্রতি ম্যাচই আমার কাছে বিশেষ। তবে এটা আমাদের অন্যতম সেরা ম্যাচ বলা যেতে পারে।''
ওড়িশাকে নিয়ে হোমওয়ার্ক সেরে ফেলেছেন মোলিনা। তিনি বলছিলেন, ''প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে কেমন খেলতে পারে, কী কী কৌশল অবলম্বন করতে পারে, তা আন্দাজ করা আমার কাজ। সে লোবেরাই হোক বা অন্য কেউ। তাঁদের মুখোমুখি তো হতেই হবে। খেলোয়াড়দের ক্ষেত্রেও ব্যাপারটা সে রকমই। ওড়িশা খুবই ভাল দল।''
ওড়িশা ব্রিগেডে রয়েছে রয় কৃষ্ণা, হুগো বুমোর মতো তারকা। দুই প্রাক্তন তারকা প্রসঙ্গে মোলিনা বলছেন, ''প্রাক্তন দলের বিরুদ্ধে খেললে যে কোনও ফুটবলারই অতিরিক্ত মোটিভেশন নিয়ে খেলে, যাতে আরও ভাল খেলা দেখাতে পারে তারা। রয় ও বুমো ভাল ফুটবলার। তবে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার হওয়ার জন্য ওরা বাড়তি উজ্জীবিত হয়ে খেলবে কি না জানি না। তবে এটুকু বলতে পারি, ভাল ফুটবল খেলার জন্য ওদের জায়গা দেব না আমরা।''
ওড়িশা ম্যাচ জিতে তিন পয়েন্ট সংগ্রহ করে শহরে ফিরে একটা সুন্দর ছুটি কাটাতে চান মোলিনা। ওড়িশার বিরুদ্ধে পাওয়া যাচ্ছে না গ্রেগ স্টুয়ার্টকে। এটাই ভাবাচ্ছে মোলিনাকে। গ্রেগ প্রসঙ্গে স্প্যানিশ কোচ বলছেন, ''অনুশীলন করতে পারছে না গ্রেগ। ওর একটা চোট রয়েছে। আমি চাই দলের সবাই খেলার জন্য তৈরি থাকুক।''
নানান খবর
নানান খবর

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

অলিম্পিকে নামতে হবে ব্রিটেন নামেই! স্কটল্যান্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

নায়ারের অপসারণে নাকি গম্ভীরের ভূমিকা রয়েছে! উঠে এল চাঞ্চল্যকর তথ্য

আইপিএলে বিরল নজির পতিদারের, এই কৃতিত্ব শচীন বা বিরাটেরও নেই

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম?

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই