বুধবার ১৩ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

 Mohun Bagan coach Jose Molina respects his opponent Odisha

খেলা | কলিঙ্গভূমে মোহনবাগান-ওড়িশা মহারণ, দুই স্প্যানিশ মায়েস্ত্রোর মগজাস্ত্রের লড়াই দেখবে আইএসএল

KM | ০৯ নভেম্বর ২০২৪ ১৭ : ১৭Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: শেষ তিন ম্যাচে একটিও গোল হজম করেনি তাঁর দল। পেয়েছে জয়। এর মধ্যে ছিল দু'টি কলকাতা ডার্বি।  এই পারফরম্যান্সই আত্মবিশ্বাস জোগাচ্ছে হোসে মোলিনাকে। হোসে মোলিনার মোহনবাগানকে। 

অন্যদিকে সের্জিও লোবেরার ওড়িশা এফসি গত দু'টি ম্যাচে জয় না পেয়ে কিছুটা হলেও চাপে রয়েছে। তাই বলে লোবেরার ছেলেদের গুরুত্ব কম দিচ্ছেন না মোলিনা। সাতটি ম্যাচের মধ্যে মাত্র দু'টিতে জয় পাওয়া ওড়িশার প্রশংসাই করলেন মোলিনা। মোহনবাগানের দুই প্রাক্তনী রয় কৃষ্ণা, হুগো বুমোদের যে জমি ছাড়া হবে না, তা সাফ জানিয়ে দিলেন স্প্যানিশ কোচ।

রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ধুন্ধুমার। মোহনবাগান বনাম ওড়িশা। সেই ম্যাচের বল গড়ানোর আগে সবুজ-মেরুন কোচ বলছেন, ''ম্যাচে নামার আগে প্রতিপক্ষকে আমি সব সময়ে বিশ্লেষণ করি। তারা কেমন খেলে, আমাদের বিরুদ্ধে তারা কী কী করতে পারে, এ সব নিয়ে। সেই অনুযায়ী দলের ছেলেদের যথেষ্ট ভাল ভাবে প্রস্তুত করার চেষ্টা করি। আমার কাছে এটা কোনও বিশেষ ম্যাচ নয়। প্রতি ম্যাচই আমার কাছে বিশেষ। তবে এটা আমাদের অন্যতম সেরা ম্যাচ বলা যেতে পারে।'' 

ওড়িশাকে নিয়ে হোমওয়ার্ক সেরে ফেলেছেন মোলিনা। তিনি বলছিলেন, ''প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে কেমন খেলতে পারে, কী কী কৌশল অবলম্বন করতে পারে, তা আন্দাজ করা আমার কাজ। সে লোবেরাই হোক বা অন্য কেউ। তাঁদের মুখোমুখি তো হতেই হবে। খেলোয়াড়দের ক্ষেত্রেও ব্যাপারটা সে রকমই। ওড়িশা খুবই ভাল দল।'' 

ওড়িশা ব্রিগেডে রয়েছে রয় কৃষ্ণা, হুগো বুমোর মতো তারকা। দুই প্রাক্তন তারকা প্রসঙ্গে মোলিনা বলছেন, ''প্রাক্তন দলের বিরুদ্ধে খেললে যে কোনও ফুটবলারই অতিরিক্ত মোটিভেশন নিয়ে খেলে, যাতে আরও ভাল খেলা দেখাতে পারে তারা। রয় ও বুমো ভাল ফুটবলার। তবে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার হওয়ার জন্য ওরা বাড়তি উজ্জীবিত হয়ে খেলবে কি না জানি না। তবে এটুকু বলতে পারি, ভাল ফুটবল খেলার জন্য ওদের জায়গা দেব না আমরা।'' 
ওড়িশা ম্যাচ জিতে তিন পয়েন্ট সংগ্রহ করে শহরে ফিরে একটা সুন্দর ছুটি কাটাতে চান মোলিনা। ওড়িশার বিরুদ্ধে পাওয়া যাচ্ছে না গ্রেগ স্টুয়ার্টকে। এটাই ভাবাচ্ছে মোলিনাকে।  গ্রেগ প্রসঙ্গে স্প্যানিশ কোচ বলছেন, ''অনুশীলন করতে পারছে না গ্রেগ। ওর একটা চোট রয়েছে। আমি চাই দলের সবাই খেলার জন্য তৈরি থাকুক।'' 


# #Aajkaalonline##Mohunbagan##Odisha



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বর্ডার-গাভাসকর ট্রফির আগে বিরাট, রোহিতকে সতর্কবার্তা প্রাক্তন অজি তারকার...

কলকাতায় মুখোমুখি কার্লসেন-প্রজ্ঞানন্দ, তারকাদের সমাহারে অনুষ্ঠিত হল টুর্নামেন্টের ড্র...

নিজেকে বিক্রি করলেন অশ্বিন, নকল নিলামে কার দর সবচেয়ে বেশি? ...

মুখে কুলুপ পিসিবির, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের বিকল্প ব্যবস্থা তৈরি রাখছে আইসিসি...

'ভিভ রিচার্ডসের মতো আগ্রাসন', কোহলির সঙ্গে তুলনা টানলেন ভারতের প্রাক্তন তারকা...

বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছলেন কোহলি...

দ্বিতীয় টি-২০ তে কেন হারল ভারত? কারণ খুঁজলেন প্রাক্তন তারকা...

গম্ভীরের পন্টিংকে তুলোধোনা করার দিনই আরেক অজি তারকাকে পাশে পেলেন কোহলি-রোহিত...

ভারত না খেলতে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম তুলে নেবে পাকিস্তান?‌ জানুন পিসিবি কী বলছে ...

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রাধান্যের তালিকা ভারত, গুরুত্ব নেই পাকিস্তান সিরিজের...

বরুণের পাঁচেও বাঁচল না ম্যাচ, ব্যাটিং বিপর্যয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার ভারতের...

মাঠের ঝামেলার জের সাজঘরেও, মহামেডানের অস্বস্তি বাড়ালেন কাসিমভ-অ্যালেক্সিজ, দেশে ফিরছেন আর্জেন্টাইন তারকা ...

জয়ের হ্যাটট্রিক হল না, দুর্দান্ত খেলেও কলিঙ্গতে ড্র করল মোহনবাগান ...

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না গেলে ভারতের বিরুদ্ধে আদালতে যেতে পারে পাকিস্তান! কী বলছে নিয়ম? ...

'টস করার জন্যই আমি অধিনায়ক', অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে কেন এমন বললেন রিজওয়ান? ...



সোশ্যাল মিডিয়া



11 24