শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
KM | ০৯ নভেম্বর ২০২৪ ১৭ : ১৭Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: শেষ তিন ম্যাচে একটিও গোল হজম করেনি তাঁর দল। পেয়েছে জয়। এর মধ্যে ছিল দু'টি কলকাতা ডার্বি। এই পারফরম্যান্সই আত্মবিশ্বাস জোগাচ্ছে হোসে মোলিনাকে। হোসে মোলিনার মোহনবাগানকে।
অন্যদিকে সের্জিও লোবেরার ওড়িশা এফসি গত দু'টি ম্যাচে জয় না পেয়ে কিছুটা হলেও চাপে রয়েছে। তাই বলে লোবেরার ছেলেদের গুরুত্ব কম দিচ্ছেন না মোলিনা। সাতটি ম্যাচের মধ্যে মাত্র দু'টিতে জয় পাওয়া ওড়িশার প্রশংসাই করলেন মোলিনা। মোহনবাগানের দুই প্রাক্তনী রয় কৃষ্ণা, হুগো বুমোদের যে জমি ছাড়া হবে না, তা সাফ জানিয়ে দিলেন স্প্যানিশ কোচ।
রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ধুন্ধুমার। মোহনবাগান বনাম ওড়িশা। সেই ম্যাচের বল গড়ানোর আগে সবুজ-মেরুন কোচ বলছেন, ''ম্যাচে নামার আগে প্রতিপক্ষকে আমি সব সময়ে বিশ্লেষণ করি। তারা কেমন খেলে, আমাদের বিরুদ্ধে তারা কী কী করতে পারে, এ সব নিয়ে। সেই অনুযায়ী দলের ছেলেদের যথেষ্ট ভাল ভাবে প্রস্তুত করার চেষ্টা করি। আমার কাছে এটা কোনও বিশেষ ম্যাচ নয়। প্রতি ম্যাচই আমার কাছে বিশেষ। তবে এটা আমাদের অন্যতম সেরা ম্যাচ বলা যেতে পারে।''
ওড়িশাকে নিয়ে হোমওয়ার্ক সেরে ফেলেছেন মোলিনা। তিনি বলছিলেন, ''প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে কেমন খেলতে পারে, কী কী কৌশল অবলম্বন করতে পারে, তা আন্দাজ করা আমার কাজ। সে লোবেরাই হোক বা অন্য কেউ। তাঁদের মুখোমুখি তো হতেই হবে। খেলোয়াড়দের ক্ষেত্রেও ব্যাপারটা সে রকমই। ওড়িশা খুবই ভাল দল।''
ওড়িশা ব্রিগেডে রয়েছে রয় কৃষ্ণা, হুগো বুমোর মতো তারকা। দুই প্রাক্তন তারকা প্রসঙ্গে মোলিনা বলছেন, ''প্রাক্তন দলের বিরুদ্ধে খেললে যে কোনও ফুটবলারই অতিরিক্ত মোটিভেশন নিয়ে খেলে, যাতে আরও ভাল খেলা দেখাতে পারে তারা। রয় ও বুমো ভাল ফুটবলার। তবে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার হওয়ার জন্য ওরা বাড়তি উজ্জীবিত হয়ে খেলবে কি না জানি না। তবে এটুকু বলতে পারি, ভাল ফুটবল খেলার জন্য ওদের জায়গা দেব না আমরা।''
ওড়িশা ম্যাচ জিতে তিন পয়েন্ট সংগ্রহ করে শহরে ফিরে একটা সুন্দর ছুটি কাটাতে চান মোলিনা। ওড়িশার বিরুদ্ধে পাওয়া যাচ্ছে না গ্রেগ স্টুয়ার্টকে। এটাই ভাবাচ্ছে মোলিনাকে। গ্রেগ প্রসঙ্গে স্প্যানিশ কোচ বলছেন, ''অনুশীলন করতে পারছে না গ্রেগ। ওর একটা চোট রয়েছে। আমি চাই দলের সবাই খেলার জন্য তৈরি থাকুক।''
# #Aajkaalonline##Mohunbagan##Odisha
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
আলবার্তোর জোড়া গোল, হাফ টাইমে পিছিয়ে পড়েও পাঞ্জাব বধ মোহনবাগানের...
তৈরি হয়েছে বিতর্ক, কাটা গিয়েছে ম্যাচ-ফি, এত কাণ্ডের পরেও মেলবোর্নে নাচছেন কোহলি, ব্যাপারটা কী?...
কনস্টাসের উত্থানের পিছনে রয়েছেন এক বাঙালি কোচ, জেনে নিন খবরের ভিতরের খবর...
বুমরা-সিরাজকে ব্যাট হাতে তুলোধোনা, বাবার এই ভুল কঠিন লড়াইয়ের জন্য তৈরি করে দিয়েছিল কনস্টাসকে...
অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেট, ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ...
'আকাশ পথে প্রেম করেছি...', সিন্ধু-ভেঙ্কটের ভালবাসার গল্প হার মানাবে সিনেমাকেও...
বক্সিং ডে টেস্ট কেবল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই আয়োজিত হয় কেন? জেনে নিন আসল কারণ ...
মেলবোর্নে কোহলির বড়দিন, অনুষ্কার সঙ্গে ক্যাফেতে, হাঁটলেন ব্যস্ত রাস্তায়, ভিডিও ভাইরাল ...
'একদল নির্বোধ ১৮ বছর বয়সে আমাকে দলে নিয়েছিল', ১৯ বছরের কনস্টাসের অভিষেকের আগে বার্তা কামিন্সের ...
সান্তা সাজে ক্যাপ্টেন কুল, বক্সিং ডে টেস্টের আগে বিরাটরা কী উপহার চাইলেন মাহির কাছে?...
দর্শকদের বললেন চুপ থাকতে, মেলবোর্নে ভারতীয় দলের অনুশীলনে অন্য কোহলিকে দেখল অস্ট্রেলিয়া...
কেমন আছেন কাম্বলি? জানুন চিকিৎসক কী বলছেন
'ও তো আমেরিকায় কৃষকদের লিগে খেলে', মেসিকে তীব্র আক্রমণ কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলারের ...
অনুশীলনে বলের গ্রিপ নিয়ে রোহিতের পরীক্ষা নিরীক্ষা, মেলবোর্ন টেস্টে কি বল করবেন ভারত অধিনায়ক? ...
পাড়ুকোন ব্যাডমিন্টন স্কুল ও বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমির শীতকালীন ক্যাম্প শেষ হল বানতলায়, উঠতি খেলোয়াড়দের দক্ষতা বাড...