মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Why Indian cinema is embracing the two part film format like Ramayana KGF Animal details inside

বিনোদন | 'অ্যানিম্যাল' থেকে 'রামায়ণ', দুই পর্বে বড়পর্দায় গল্প বলার চল কেন শুরু হয়েছে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৯ নভেম্বর ২০২৪ ১০ : ০৮Rahul Majumder


সংবাদ সংস্থা মুম্বই: এক নয় উদাহরণ বরং দুই পর্বে একটি ছবির গল্প বলা ক্রমশ জনপ্রিয় হচ্ছে ভারতীয় ছবির জগতে। আর সেসব বিগ বাজেট ছবি। প্রভাসের 'বাহুবলী', যশের 'কেজিএফ', অল্লু অর্জুনের 'পুষ্পা', রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' এবং প্রভাসের 'সালার' ইতিমধ্যেই সে পথ দেখিয়েছে। সেই দেখানো পথেই এবার হাঁটা শুরুর ঘোষণা করেছে 'দেবারা', 'রামায়ণ' ও 'কঙ্গুভা'। 

 

কেন দুই ছবির ফর্ম্যাট মিলিয়ে একটি গোটা গল্প বলার চল শুরু হয়েছে? সম্প্রতি মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুর অভিনীত 'দেবারা'র প্রথম পর্ব। সে ছবির নির্মাতা-লেখক কোরাতলা শিবা বলেন, " একজন লেখক হিসাবে সাধারণত একটি গল্পকে একটি ছবির মধ্যেই রূপ দেওয়াই আমার ব্যক্তিগত পছন্দ। তবে গল্প যদি খুব বড় হয় এবং হরেকরকমের রঙিন চরিত্র থাকে, তাহলে সেই গল্প একাধিক পর্বে বলাই ভাল।" পাশাপাশি তিনি আরও জানান, কোনও গল্প যদি একাধিক পর্বে বলা যায় তাহলে সেই গল্পের প্রতিটি চরিত্রের বিশদ বিবরণ, খুঁটিনাটি বিষয় দর্শকের সামনে পেশ করা যায়। যা আখেরে সেই গল্পকেই সমৃদ্ধ করে। 

 

চলতি বছরেই মুক্তি পেয়েছে 'ইন্ডিয়ান ২'। পরিচালনায় বিখ্যাত দক্ষিণী পরিচালক শঙ্কর। এই সিরিজের দু'টি ছবিতেই মুখ্যভূমিকায় দেখা গিয়েছে দক্ষিণী তারকা কমল হাসনকে। এ প্রসঙ্গে শঙ্কর বলেছিলেন, " আমি যদি শুধু ছবির স্বার্থে গোটা বিষয়টিকে ছোট করে, কেটেকুটে স্রেফ একটি ছবির মধ্যে ঢুকিয়ে ফেলতাম, তাহলে গল্পটার প্রতি অন্যায় হতো। ছবির প্রতিটি দৃশ্য মার খেতো।"

 

তবে সিকুয়্যেল ঘোষণা করেও পিছিয়ে এসেছে বলিউডে এমন উদাহরণ একাধিক। জন আব্রাহামের 'অ্যাটাক' থেকে শুরু করে টাইগার শ্রফের 'গণপথ, ভিকি কৌশলের 'ভূত:দ্য হন্টেড শিপ'। কারণ এই ছবিগুলি বক্স অফিসের সশব্দে মুখ থুবড়ে পড়েছে। এই সিরিজের পরের পর্বে যাওয়ার সাহসগুলোতে পারেনি প্রযোজক। এই প্রসঙ্গে ট্রেড এক্সপার্ট অতুল মোহনের মন্তব্য, "কিছু নির্মাতাদের ধারণা ভীষণ স্বচ্ছ থাকে যে তাঁরা তাঁদের ছবির আগামী পর্বে কী গল্প বলবেন দর্শককে। 'কেজিএফ: চ্যাপ্টার ১' তার জলজ্যান্ত প্রমাণ। এই ছবির হিন্দি ভার্সন ৫০ কোটি টাকা আয় করেছিল। 'কল্কি ২৮৯৮ এডি'র ক্ষেত্রেও একই কথা খাটে। তালিকায় রয়েছে 'পুষ্পা'ও। এই দুই ছবির সিকোলো বক্স অফিসে দারুণ ফল করবে বলেই আশা। অর্থাৎ কিছু পরিচালক ভাল করে জানেন তাঁরা তাঁদের গল্পকে কীভাবে সুন্দর করে গুছিয়ে দু'ভাগে দর্শকের কাছে পেশ করবেন।"

 

এ প্রসঙ্গে বলতেই হয়, 'বাহুবলী'র দুই পর্বের লেখক ভি বিজয়ন্দ্রপ্রসাদের কথা। তিনি জানিয়েছেন, দু'টি নয় প্রথমে একটি পর্বের মধ্যেই 'বাহুবলী'র গল্পকে শেষ করার পরিকল্পনা ছিল। কিন্তু ছবির সুরকার এমএম কীরাবাণী তাঁকে পরামর্শ দেন, ছবির গল্পকে দু'ভাগে বিস্তৃত করে এগিয়ে নিয়ে যেতে। পরামর্শ মনে ধরে লেখক ও নির্মাতাদের।বাকিটা ইতিহাস।




নানান খবর

নানান খবর

‘নিজেকে সহ্য হচ্ছিল না’ ‘জুয়েল থিফ’-এর প্রথম দিন শুটিংয়ের ভয়াবহ অভিজ্ঞতা ফাঁস করলেন সইফ!

ধারাবাহিকে ফিরছেন শুভস্মিতা, নতুন চরিত্রে কবে থেকে দেখা যাবে 'ঐশানী'কে?

শাহরুখ ‘অসাধারণ’, সলমন ‘আকর্ষণীয়’ তবু আমিরকে বেশি নম্বর পরেশ রাওয়ালের! রয়েছে স্রেফ এই একটি কারণ

শাহরুখ এবার মার্ভেলের সুপারহিরো? ‘বাদশা’র হলিউড যাত্রার খবরে সুনামি এল নেটপাড়ায়!

মাঝরাতে মৌনীর ঘরে হানা দেন অচেনা ব্যক্তি! অন্ধকার ঘরে কী হয়েছিল সেদিন অভিনেত্রীর সঙ্গে?

'ইন্ডাস্ট্রিতে সবাই খুনি..!' বিস্ফোরক অভিযোগ তুলে বলিউড ছাড়ছেন কোন অভিনেত্রী? 

মেট্রোতে উঠে কী করলেন অঞ্জনা বসু, রোশনি, পথিকৃৎ?

বিমানবন্দরে সুমিত অরোরাকে দেখে জাপটে ধরলেন ঋতাভরী! সোহাগে-আদরে প্রেমিককে কোন গোপন কথা জানালেন অভিনেত্রী?

ঢকঢক করে নয়, রসিয়ে রসিয়ে নিজের মূত্র পান করতে পরেশ রাওয়ালকে বলেছিলেন ‘সিংহম’ এর বাবা! কিন্তু কেন?

ভাঙনের আঁচ 'পরশুরাম-তটিনী'র সংসারে! কোন বিপদের ছায়া নামছে ধারাবাহিকের নতুন মোড়ে?

‘বাবুরাম সাপুড়ে’ থেকে ‘হুঁকোমুখো হ্যাংলা’-র পাতায় ছড়াচ্ছে রক্ত! প্রকাশ্যে ‘ম্যাডাম সেনগুপ্ত’র হাড় হিম করা পোস্টার

বাবা হতে চলেছেন সিদ্ধার্থ, তার মাঝেই নাম জড়াল অনন্যা এবং শ্রীলীলার সঙ্গে!

পর্দায় এবার জ্যাকলিন-সুকেশের প্রেমকাহিনি! কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বলিপাড়ায় চর্চিত জুটির রোম্যান্স?

জামাকাপড় খুলে শুধু অন্তর্বাস পরে বসো! সাজিদ খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক কোন অভিনেত্রী?

‘গ্যাংস অফ ওয়াসেপুর ৩’ আসছে কবে? মুখ্যচরিত্রে থাকবে ‘ফয়জল খান’? ফাঁস করলেন নওয়াজ

সোশ্যাল মিডিয়া