শুক্রবার ০১ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

gold rate increase

বাণিজ্য | সোনার দাম কমল?‌ জেনে নিন কলকাতায় আজ হলুদ ধাতু কত টাকায় বিকোচ্ছে 

Rajat Bose | ০১ নভেম্বর ২০২৪ ১১ : ৫২Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ ধনতেরস সদ্য শেষ হয়েছে। কিন্তু সোনার দাম কমল না। বৃহস্পতিবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৭৪,৪১০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮১,১৭০ টাকা।


আর শুক্রবার ১ নভেম্বর ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম সামান্য বেড়ে হল ৭৪,৪৮১ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ৮১,৩১১ টাকা। 


প্রসঙ্গত, ধনতেরস ও কালীপুজোয় সোনার দাম থাকে ঊর্ধ্বমুখী। কারণ চাহিদা থাকে তুঙ্গে। তা মিটে গেলেও সোনার দাম কিন্তু কমল না। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনগুলোতে সোনার দাম আরও বাড়তে পারে। তবে স্থানীয় চাহিদার ওঠানামার উপর নির্ভর করে দাম কিছুটা পরিবর্তিত হতে পারে। 


সোনার দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে অলঙ্কার নির্মাণের খরচও বেড়েছে। ফলে রেডিমেড জুয়েলারির দামও বৃদ্ধি পেয়েছে। গত মাসের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। অক্টোবরের শুরুতে যেখানে ১০ গ্রাম সোনার দাম ছিল ৭৮,৫৪০ টাকা, সেখানে নভেম্বরের প্রথম দিনে তা ৮১,৩১১ টাকায় পৌঁছেছে। আর এর ফলে ক্রেতাদের সংখ্যা কমছে। সেভাবে ভিড় লক্ষ্য করা যাচ্ছে না সোনার দোকানগুলিতে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ডলারের দাম কমলে সোনার দাম আরও বাড়তে পারে। ক্রমাগত দাম বাড়ায় এর প্রভাব পড়েছে সোনা ঋণের ক্ষেত্রেও। অনেক ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠান সোনা বন্ধকি ঋণের পরিমাণ বাড়িয়েছে। 

 

 


#Aajkaalonline#goldrate#kolkata



বিশেষ খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



11 24