বুধবার ০৬ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

Make up artist Pankaj Biswas transforms a girl into Goddess Kali look with the help of Makeup

বিনোদন | টালিগঞ্জ করুণাময়ী মন্দিরের দেবী প্রতিমার অনুরূপে 'জীবন্ত প্রতিমা' তৈরি শিল্পীর 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৯ অক্টোবর ২০২৪ ২২ : ৫৯Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: তুলির টানে যেন জীবন্ত মা কালী৷ কালীপুজোর আগে বড় চমক রূপটান শিল্পী পঙ্কজ বিশ্বাসের। রূপটান তাঁর হাতে অন্য মাত্রা পেয়েছে। টালিগঞ্জ-করুণাময়ী কালীর মন্দিরের নাম কলকাতা কালীভক্ত মাত্রই জানেন। কথিত আছে, দ্বাদশ শুভ মন্দির সহ এই মন্দিরে দেবীর পুজো দিলে সকল বিপদ-দুঃখ-দৈন্য দূরে চলে যায় বলে ভক্তদের বিশ্বাস। তাই দর্শন থেকে দেবীর পুজোতে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে টালিগঞ্জ করুনাময়ীর এই কালী মন্দিরে। এবারে সেই কালী মন্দিরের ইতিহাস নিয়ে নতুন ভাবে কাজ করলেন রূপটান শিল্পী পঙ্কজ বিশ্বাস। 

 

 

নিপুণ তুলির টানে এক নারীকে দেবীমূর্তির রূপ দিলেন এই শিল্পী। এতটাই নিপুণ সেই কাজ যে এক ঝলক দেখে ধন্দ লাগবে প্রতিমা না মানুষ। একজন নারীকে দেবী মূর্তির মতো সাজিয়ে তুলেছেন পঙ্কজ। যে 'মূর্তি' দেখে আনন্দিত ও অবাক টালিগঞ্জ করুনাময়ী কালী মন্দিরের প্রতিটি দর্শনার্থী।

 

একটানা কয়েক ঘন্টা এক নারী ও বালকের উপর রূপটানের নানা রঙের আঁচড় কেটে শিল্পী 'তৈরি' করেছেন 'মা কালী ও মহাকাল বিগ্রহ'। এক ঝলক সেই 'প্রতিমা' দেখে বলা দুরূহ তা জীবন্ত না কি এক মাটির প্রতিমা।