বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | চ্যালেঞ্জ নিয়ে মহকুমা হাসপাতালে বিরল অপারেশন, প্রাণ বাঁচল রোগীর

Sumit | ২৫ অক্টোবর ২০২৪ ১৫ : ৫৪Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক :  মহকুমা হাসপাতালের সীমিত পরিকাঠামো ব্যবহার করে এক মহিলার দুটি ডিম্বাশয়ে অবস্থিত দু'টি টিউমার অপারেশন করে বাদ দিয়ে তার জীবন বাঁচালেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালের কয়েকজন চিকিৎসক। 


সাম্প্রতিক সময়ে রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণে  সাধারণ মানুষ যখন বারবার অসুবিধার মধ্যে পড়েছেন সেই সময় প্রত্যন্ত হাসপাতালে একজন গুরুতর অসুস্থ মহিলার প্রাণ বাঁচিয়ে নয়া নজির স্থাপন করলেন জঙ্গিপুর হাসপাতালের চিকিৎসকরা।

 
হাসপাতাল সূত্রে খবর, গত ২২ তারিখ সুতির আহিরণ এলাকার বাসিন্দা বছর আঠাশের আমিনা বিবি পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন । গত কয়েক মাস ধরে তার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। বিভিন্ন জায়গায় চিকিৎসক দেখিয়েও তার সুরাহা হয়নি। অবশেষে তিনি জঙ্গিপুর হাসপাতালের  শরণাপন্ন হন।  ওই হাসপাতালের এক আধিকারিক বলেন, দীর্ঘদিন ধরে আমিনার পেটে ব্যথা না কমায় হাসপাতালে ভর্তির পর তার আল্ট্রা সাউন্ড পরীক্ষা করা হয়। পরীক্ষাতে ধরা পড়ে তার দুটি ডিম্বাশয়ে দুটি বড় আকারের টিউমার রয়েছে এবং সেগুলোর জন্যই তার পেটে ব্যথা কমছে না।

 
এরপরই হাসপাতালের গাইনোকোলজিস্ট চিকিৎসক শুভঙ্কর হালদারের কাছে আমিনা বিবিকে রেফার করা হয়। হাসপাতালের অ্যানাথেসিস্ট চিকিৎসক গোলাম হোসেন এবং নার্সিং স্টাফদের সাহায্য নিয়ে বৃহস্পতিবার রাতে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে অপারেশন করে আমিনা বিবির ডিম্বাশয় থেকে টিউমার দু'টি বার করা হয়। 

 
জঙ্গিপুর হাসপাতালের চিকিৎসক তথা জঙ্গিপুর আইএমএ-র সভাপতি চিকিৎসক সুব্রত মাঝি বলেন," এই ধরনের অপারেশন মহকুমা হাসপাতালে এক প্রকার বিরল। মহকুমা হাসপাতালের পরিকাঠামো কিছুটা কম থাকায় এই ধরনের অপারেশনে সব সময় কিছুটা ঝুঁকি থেকে যায় । তবে রোগীর পরিবারের অনুমতি নিয়ে চিকিৎসক হালদার যথেষ্ট কৃতিত্বের সঙ্গে অপারেশন করে রোগীকে প্রায় সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন।" 


তিনি আরও বলেন ,"রোগীকে পর্যবেক্ষণের জন্য এই মুহূর্তে এইচডিইউ-তে রাখা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।" অপারেশন সফল হওয়ার পর শুভঙ্কর হালদার বলেন ,"যথাসময়ে অস্ত্রপচার  না হলে রোগীর প্রাণহানীর আশঙ্কা ছিল।  অপারেশন করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম কিন্তু আমরা সাহস করে এগিয়েছি এবং অপারেশন সফল হয়েছে।" অন্যদিকে আমিনার অপারেশন সফল হওয়ায় খুশি তার পরিবারের লোকেরা। তারা বলেন , সরকারি হাসপাতালে বিনামূল্যে এত ভালো চিকিৎসা পরিষেবা পেয়ে আমাদের খুবই ভাল লাগছে। হাসপাতালে চিকিৎসক এবং নার্সরা খুব ভালভাবে আমাদের রোগীর চিকিৎসা করেছেন।


#critical operation#murshidabad news#rare operation



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...

আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো,  র‍্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...

বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...

বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...

অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...

বড়দিনের ‘‌উপহার’‌ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...

মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...

আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...

বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...

চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...

চলছে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান, সুন্দরবনে নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার তিন সন্দেহভাজন ...

রেল মন্ত্রীকে দেওয়া চিঠির সদুত্তর মিলেছে, হুগলিতে চলতে পারে মেট্রো! আর কী বললেন সাংসদ রচনা?  ...

দ্বিতীয় হুগলি সেতু নয়, ভারী যান চলাচল করবে রোরো ভেসেলের মাধ্যমে  ...

পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে খুন, দোষীকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা চুঁচুঁড়া আদালতের...

কমছে কাশ্মীরি শালওয়ালাদের আগমন, দরদাম করে কিস্তিতে পোশাক কেনায় ধাক্কা ...



সোশ্যাল মিডিয়া



10 24