শনিবার ০৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৫ অক্টোবর ২০২৪ ১২ : ৫৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দিনভর স্থলভাগের দিকে এগিয়েছে গতি বাড়িয়ে, মধ্যরাত পেরিয়ে শক্তশালী ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়ে ডানা। শুক্রবার সকালে শেষ হয়েছে ডানার ল্যান্ডফল প্রক্রিয়া। সমীক্ষা বলছে, ডানা বাংলায় সবথেকে বেশি প্রভাব ফেলেছে পূর্ব মেদিনীপুরে। তেমনটাই আশঙ্কা করেছিলেন আবহাওয়াবিদরা। যদিও বৃষ্টির হিসেবে বঙ্গে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে ডায়মন্ডহারবারে। ডানার প্রভাবে ভয়াবহ তাণ্ডব না চললেও, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বেড়েছে শুক্রবার সকাল থেকে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট চলছেই। ঝড়ের সঙ্গে বৃষ্টি। খাস কলকাতায় বৃষ্টির কারণে শুক্র সকাল থেকেই প্রবল জল যন্ত্রণা।
হাওয়া অফিস জানাচ্ছে-
কলকাতায় বৃষ্টি হয়েছে ৪২.৭ মিমি।
দমদমে ১৮.৭ মিমি।
উলুবেড়িয়ায় ৬৫.৪ মিমি।
বাঁকুড়ায় ১৩.৪মিমি।
ক্যানিং ১০ মিমি।
কাঁথি ২৯ মিমি।
কলাইকুণ্ডা ৯০.৬ মিমি।
সাগরদ্বীপ ৮৯.৬ মিমি।
দিঘা ৩৭.৫ মিমি।
ডায়মন্ডহারবার ৯৩ মিমি।
মেদিনীপুর ৫২ মিমি।
মধ্যরাত থেকে কলকাতায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি লক্ষ করা গিয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রের খবর, এই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জেরে কলকাতায় বিভিন্ন জায়গা একপ্রকার জলমগ্ন। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রের খবর, কলকাতায় যে রাস্তাগুলো জলমগ্ন হয়েছে সেগুলি হল, স্ট্যান্ড রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, বিধান সরণি, কিরন শংকর স্ট্রিট, থিয়েটার রোড, পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, ভবানীপুর, যদুবাবুর বাজার থেকে এক্সাইড মোড় এর আগে পর্যন্ত রাস্তায়, সিএমআরআই থেকে মোমিনপুর, রাম নগর, উল্টোডাঙ্গা , কাঁকুড়গাছি ,কাশিপুকুর আন্ডার পাস, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, লালবাজার স্ট্রিট , বিবি গাঙ্গুলী স্ট্রিট, ইএম বাইপাসে কিছুটা জল জমেছে, ঠনঠনিয়া কালীবাড়ি এলকাকায়। এসএসকেএম হাসপাতালেও জল জমেছে। তবে শুক্রবার সকালেই বিমান-ট্রেন পরিষেবা শুরু হয়েছে।
এলাকা একপ্রকার জলমগ্ন। এই পরিস্থিতিতে রাস্তায় যান চলাচল কম হলেও, যানজটের সমস্যা প্রবল। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবারও।
নানান খবর

নানান খবর

নতুন দিশায় পিয়ারলেস হাসপাতাল : চিকিৎসা ব্যবস্থায় অটিজম শিশুদের নিয়ে যুগান্তকারী পদক্ষেপ

গ্রিসের থেসালি বিশ্ববিদ্যালয় ও ভারতের সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের যুগান্তকারী সহযোগিতা: মেডিক্যাল শিক্ষায় নতুন দিগন্ত

মাথার উপর দিয়ে চলে গেল বেপরোয়া বাস, ওয়েবেল মোড়ে মৃত্যু ২৫ বছরের তথ্যপ্রযুক্তি কর্মী তরুণীর

সিপিএমে ফের দুই তরুণ নেতাকে ঘিরে বিতর্ক, অস্বস্তিতে দল

শহরজুড়ে প্রায় ৪৩টি মিছিল, রামনবমীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা কলকাতা পুলিশের

ভরদুপুরে গুলিবৃষ্টি রাজারহাটে, প্রবল আতঙ্কে বাসিন্দারা, অভিযোগ গোষ্ঠী সংঘর্ষের

সুপ্রিম নির্দেশ মেনে নিয়োগ হবে, কালক্ষেপ করবে না এসএসসি, জানালেন চেয়ারম্যান

খাস কলকাতায় আইপিএল-এর ম্যাচে বেটিং, গ্রেপ্তার চার

জ্বালাপোড়া গরমে সাময়িক স্বস্তির পূর্বাভাস, কবে হবে বৃষ্টি? রইল আবহাওয়ার বড় আপডেট

প্রেমঘটিত সমস্যা থেকে অস্বাভাবিক মৃত্যু? ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার দক্ষিণ কলকাতায়!

বড় খবর! এপ্রিলেই জুড়তে পারে এসপ্ল্যানেড-শিয়ালদহ, পুরোপুরি চালু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রো

বাংলাকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা, চাকরিহারাদের সঙ্গে ৭ এপ্রিল কথা বলবেন মমতা

শিশুদের লিভার সংক্রান্ত রোগের চিকিৎসায় কলকাতা মেডিক্যাল কলেজে চালু হচ্ছে নতুন বিভাগ

‘যাঁদের কোটি কোটি টাকা আছে তাঁদের জন্য সরকার চলবে?’, ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল, দিন জানিয়ে দিলেন মমতা

ছেলে-বউমার নির্মম অত্যাচার! যাদবপুরের ফ্ল্যাটে বৃদ্ধ দম্পতির রহস্যমৃত্যু, বড় অভিযোগ মেয়ের