মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২২ অক্টোবর ২০২৪ ১৯ : ০৯Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: ডানা নিয়ে সাবধানী এবার রেল। আগাম পদক্ষেপ ঘোষণা রেলের। ইমারজেন্সি কন্ট্রোল সার্ভিস চালু করা হচ্ছে রেলের তরফে। লাইনে জল যাতে না জমে তার জন্য পাম্প চালু রাখা হবে। ঝড় চলাকালীন ড্রাইভারদের সতর্ক থাকতে বলা হয়েছে। সমস্ত স্টেশনের হোর্ডিং খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়ের কারণে সাময়িক ট্রেন চলাচল বন্ধ রাখা হলে তা আগাম জানানো হবে এমনটাই জানিয়েছেন, রেলের আধিকারিক, শ্রী সঞ্জীব কুমার। তবে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর নির্দেশ।
ধেয়ে আসছে ডানা, হাতে আর মাত্র কিছুসময়। মিনিটে মিনিটে আপডেট দেওয়া চলছে এই মুহূর্তে কোথায় রয়েছে সে? কত কিলোমিটার বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? যত সময় যাচ্ছে জানা যাচ্ছে আরও ভয়ঙ্কর গতিবেগ নিতে চলেছে সে। উপকূলের মানুষদের সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে। এবার উদ্যোগী হল রেল। পূর্ব রেল জানিয়েছে, হাসনাবাদ, নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ডহারবার-এই সকল এলাকায় বিশেষ ব্যবস্থা রাখ হচ্ছে। সুপার ভাইজারের ফুল টিম থাকছে। ইঞ্জিনিয়ারাও থাকছেন। এছাড়া টাওয়ার ওয়াগানও থাকছে। হঠাৎ করে দুর্যোগের খবর এলে, সেখানে যাতে পৌঁছানো যায়। সক্রিয় থাকছে নিরাপত্তা ব্যবস্থা। ক্রিটিক্যাল টিম উপস্থিত থাকবে হাওড়া, ব্যান্ডেল , আজিমগড়, বর্ধমান, রামপুরহাটে।
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। বুধবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং বৃহস্পতির রাত কিংবা শুক্রবার সকালে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে। মঙ্গলবার বেলার দিকের খবর, নিম্নচাপ পারাদ্বীপের ৭৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এবং সাগরদ্বীপ থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে রয়েছে তা।
ইতিমধ্যে বাংলা এবং ওড়িশা প্রশাসন প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। ওড়িশায় ২৩-২৫ অক্টোবর বন্ধ স্কুল। পুরীর সমুদ্র সৈকত কার্যত ফাঁকা করে দেওয়া হয়েছে। পর্যটকদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বুধবার থেকে শনিবার নয় জেলার স্কুল বন্ধ রাখা হচ্ছে। পঠনপাঠন বন্ধ রাখা হবে কলেজেও। নামখানা, ডায়মন্ড হারবার, হাসনাবাদ ইত্যাদি জায়গায় পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ইঞ্জিনিয়ারিং এবং সিগন্যাল ও টেলিকম কর্মী উপস্থিত থাকবেন। চালু করা হবে নবান্নের তরফে হেল্পলাইন নম্বরও।
নানান খবর

নানান খবর

খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১

ডগ-স্কোয়াড: তদন্তকারি আধিকারিকরা কীভাবে শিখছেন তদন্তপ্রক্রিয়া, কোন পদ্ধতি অনুসরণ করতে হয় তাঁদের

কসবায় সিপিএমের পার্টি অফিসে তুমুল মারামারি, কামড়াকামড়ি, রক্তাক্ত হল বৈঠক

রক্ত ও চামড়ার মাধ্যমে অ্যালার্জি পরীক্ষা, রাজ্যে প্রথম গবেষণামূলক পরীক্ষাকেন্দ্র চালু হচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজে

হ্যাকফেস্ট ২০২৫: টেকনো ইন্ডিয়া গ্রুপ ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনের এক মহোৎসব

ধাপায় আগুন, কালো ধোঁয়াতে ঢাকল গোটা এলাকা

এক মাস ধরে প্রতিদিন সাত ঘণ্টা করে বন্ধ থাকবে মা উড়ালপুল, কবে থেকে কোন বিকল্প পথে যান চলাচল?

দিঘাগামী পুণ্যার্থীদের জন্য সুখবর, কলকাতা থেকে চলবে একগুচ্ছ ট্রেন

শিশু থেকে কৈশোর 'রক্তাল্পতা' রোগে আক্রান্তের কারণ কি খাদ্যাভ্যাস, না কি এর নেপথ্যে বড় কোনও সমস্যা?

খাস কলকাতায় পাল্লা দিয়ে বেড়েছে বাইক চুরি, তদন্তে নেমেই চরম পদক্ষেপ গোয়েন্দা বিভাগের

বিবাহ বহির্ভূত প্রেম! সন্দেহের বশে স্ত্রীকে খুন করলেন স্বামী, খাস কলকাতায় ভয়াবহ ঘটনা

কলকাতার কম্যান্ড হাসপাতালে নার্সিং ক্যাডার নিযুক্তিকরণ অনুষ্ঠান

সপ্তাহান্তে চলবে না ইস্ট-ওয়েস্ট মেট্রো, সোমবারেও বন্ধ পরিষেবা, কারণ কী?

যুবকের দেহ উদ্ধারে সাতসকালে চাঞ্চল্য ছড়াল কলকাতায়