মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | নৈহাটিতে বাম প্রার্থী সিপিআই (এম এল) লিবারেশনের, শরিক পিছু একটি করে আসন বরাদ্দ প্রার্থী তালিকায় 

Riya Patra | ২১ অক্টোবর ২০২৪ ২০ : ৩৫Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: ৬ আসনে উপনির্বাচন বাংলায়। তারমধ্যে ৫ আসনে প্রার্থী দিয়েছে বামজোট। সিতাইয়ে প্রার্থী হচ্ছেন ফরওয়ার্ড ব্লকের অরুণ কুমার বর্মন। মাদারিহাটে প্রার্থী আরএসপি প্রার্থী পদ্ম ওঁরাও। নৈহাটিতে প্রার্থী দিয়েছে লিবারেশন, প্রার্থী দেবজ্যোতি মজুমদার। মেদিনীপুরে সিপিআই প্রার্থী হচ্ছেন মণিকুন্তল খামরুই। তালড্যাংরায় প্রার্থী দিচ্ছে সিপিআই(এম), লড়বেন দেবকান্তি মহান্তি।

এই প্রার্থী তালিকা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। বাম-জোটে নতুন সংযোজন। এবার বামফ্রন্টের মধ্যে চলে এল সিপিআই (এম-এল)। নৈহাটিতে নির্বাচনে এ বার লড়াইয়ে লিবারেশন প্রার্থী। বামেদের এই ঘোষণায় কার্যত তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিভিন্ন ক্ষেত্র থেকেই শোনা যাচ্ছিল, এবার বামফ্রন্টের সঙ্গে সমঝোতায় আসতে চলেছে লিবারেশন। কিন্তু সে পথ এত মসৃণ হতে চলেছে, তা বোধহয় কেউ আশা করেননি। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল একেবারে অন্যচিত্র। নিঃশব্দে বাংলার রাজনৈতিক মানচিত্রে এক ঐতিহাসিক বদল হয়ে গেল উপ-নির্বাচনের হাত ধরে। পার্টি লাইন নিয়ে তীব্র বিবাদ, লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো, কখনও-কখনও নো-ভোট টু বিজেপি নিয়ে খোঁচা, সব তিক্ততা পেরিয়ে তা হলে কি আন্দোলন এক ছাতার তলায় নিয়ে এল দুই মেরুর বাম দলকে? ইতিহাসের দিকে তাকিয়ে ফেরতা চোখ বর্তমানে ফেরালে, কী বলবেন জনতা, তা না হয় ভোটবাক্সে বোঝা যাবে, কিন্তু এই ঘোষণার মধ্যেই বোধহয় লুকিয়ে আছে দীর্ঘ বামপন্থী ইতিহাসের এক নতুন অধ্যায়।

প্রাক্তন নকশাল নেতা অসীম চট্টোপাধ্যায় জানিয়েছেন, এটা খুব আনন্দের খবর, ঠিকই করছে। বলেন,  'আমি যখন বলেছিলাম, লিবারেশন আমাকে গালাগাল করেছিল। কিন্তু এখন আবার একসঙ্গে আসছে, এটা আমার কাছে আনন্দের খবর। বাম ঐক্যের দিক থেকে দেখলে ওরা ঠিকই করছে। এটা বাম ঐক্যের ডিসার্ভিং ফাইট।'

সিপিআইএম (লিবারেশন)-এর সঙ্গে এই জোটের প্রসঙ্গে সিপিএমের রাজ্য কমিটির সদস্য তন্ময় ভট্টাচার্য বলেন, 'বিজেপি ও তৃণমূলকে হারানোটা আমাদের লক্ষ্য। সেই হিসেবে সমস্ত বাম দলগুলি এক জায়গায় আসছে। তারই অঙ্গ হিসেবে আমরা নৈহাটির আসনটিতে বামফ্রন্ট সিপিআইএম (লিবারেশন)কে ছেড়েছি।' এর আগে কখনও এরাজ্যে সিপিএম ও সিপিআইএম (লিবারেশন) জোট বেঁধেছে কিনা জানতে চাইলে তন্ময় বলেন, মনে পড়ছে না।

বাম যুব নেতা সৃজন ভট্টাচার্য বলেন, ‘আমরা বৃহত্তর এক বাম ঐক্যের দিকে যাওয়ার চেষ্টা করছি। অবশ্যই সেই শরিকের সদস্য হিসেবে সিপিআই(এম) লিবারেশন-এর অন্তর্ভূক্তি গুরুত্বপূর্ণ। আমাদের পার্টি লাইনেই আছে, কেন্দ্রীয় স্তরে বিজেপি বিরোধী দল এবং রাজ্যস্তরে বিজেপি-তৃণমূল বিরোধী দলের সঙ্গে আমরা একসঙ্গে লড়ব।‘


#left front assembly#by election candidates#By Polls



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

আসছে ঘূর্ণিঝড় ‌‘‌ডানা’!‌ কবে ল্যান্ডফল?‌ দুর্যোগে বাংলার কতটা ক্ষতি হতে পারে জানুন ক্লিক করে ...

আসছে ‘‌দানা’‌, সতর্ক প্রশাসন, জারি একাধিক নির্দেশিকা...

বিয়ে করব বলে গৃহবধূকে ডেকে এনে ক্ষুর মেরে পালাল প্রেমিক...

রাজ্যের উদ্যোগে শুরু হল আবাস যোজনার সমীক্ষার কাজ...

ঘূর্ণিঝড় ডানার ভয়ে উদ্বিগ্ন বারাসতের পুজো উদ্যোক্তারা নিলেন বড় সিদ্ধান্ত ...

ঘূর্ণিঝড় ডানা-র গতি হতে পারে অবিশ্বাস্য! আবহাওয়া দপ্তরের কথা চমকে দেবে, কোথায় আছড়ে পড়বে ঝড়?...

প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বোন মেরিনা কুজুর যোগ দিলেন তৃণমূলে ...

'ফারাক্কা মাঙ্গো গে তো চির দেঙ্গে': তৃণমূল বিধায়কের হুমকি, কার উদ্দেশ্যে বললেন এই কথা?...

মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে জয় নিশ্চিত করতে বানারহাটের পিছিয়ে থাকা এলাকায় ভোট প্রচার শুরু তৃণমূলের...

ফের ধসের ঘটনায় আতঙ্ক ছড়াল পাণ্ডবেশ্বর এলাকায়, কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ ...

পেঁদিয়ে বের করে দেওয়া হবে, দলের 'গ্রুপবাজ' নেতা-কর্মীদের সতর্ক করলেন বিধায়ক ...

নর্দমায় কিছু নড়ছে, কাছে যেতেই বোঝা গেল চিতাবাঘের বাচ্চা, চাঞ্চল্য এলাকায়...

হাড়োয়ায় কে হচ্ছেন তৃণমূলের প্রার্থী? পছন্দের তালিকায় রয়েছে এই নাম...

থানা ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ল কংগ্রেস...

ফের বিশ্বমঞ্চে সম্মানিত বাংলা, বিশেষ পুরস্কার সুন্দরবনের দুগ্ধ সমবায় সংস্থাকে...



সোশ্যাল মিডিয়া



10 24