বুধবার ২২ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২১ অক্টোবর ২০২৪ ১৮ : ১৪Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: কালীপুজোর আকাশে আশঙ্কার কালো মেঘ। বঙ্গোপসাগরে নিম্নচাপ বলয় তৈরি হয়ে গিয়েছে। ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা (Dana)। কালীপুজোর মুখে ঘূর্ণিঝড়ের বিপদ সংকেতে উদ্বিগ্ন বারাসতের পুজো উদ্যোক্তারা। তাই, কয়েকটি বড় পুজো কমিটির উদ্যোক্তারা তড়িঘড়ি মণ্ডপসজ্জার কাজ সেরে নিতে চাইছেন। কোনও কোনও পুজো উদ্যোক্তা আবার বন্ধ রাখছেন মণ্ডপের কাজ।
কালীপুজো বলতে দর্শনার্থীদের প্রথম পছন্দেই থাকে উত্তর ২৪ পরগনার বারাসতের নাম। পাশাপাশি মধ্যমগ্রাম ও নৈহাটির কালীপুজোও কম–বেশি জনপ্রিয়। তবে দর্শনার্থীদের ভিড়ের মাপকাঠিতে আজও সবার উপরে রয়েছে বারাসতের কালীপুজো। জেলা সদরের বড় কালীপুজোগুলোর মধ্যে পাইওনিয়ার পার্ক, শতদল সংঘ, নবপল্লি অ্যাসোসিয়েশন, বারাসত ব্যায়াম সমিতি, কেএনসি রেজিমেন্ট, সন্ধানী ক্লাব, বিদ্রোহী ক্লাব ও নবপল্লি আমরা সবাই ক্লাব বিশেষ ভাবে উল্লেখযোগ্য। পুজোমণ্ডপে শুধু থিমের চমক নয়, আলোকসজ্জাতেও নজর কাড়ে বারাসতের কালীপুজো।
কিন্তু আশঙ্কার কালো মেঘ কালীপুজোর আকাশে। নয়াদিল্লির মৌসম ভবন জানিয়েছে, বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ডানা। তারপর থেকে মাথায় হাত পড়েছে কালীপুজোর উদ্যোক্তাদের। বেশিরভাগ পুজোমণ্ডপ এখন মাঝামাঝি জায়গায় রয়েছে। ঝড়–বৃষ্টির দুর্যোগ থাকবে দু’–তিন দিন। পুজো উদ্যোক্তাদের কেউ কেউ চাইছেন, ঘূর্ণিঝড়ের আগেই মণ্ডপসজ্জার কাজ সেরে ফেলতে। আবার কোনও কোনও পুজো উদ্যোক্তা মণ্ডপসজ্জার কাজ বন্ধ রাখতে চাইছেন। দুর্যোগ কেটে গেলে তাঁরা নতুন করে শুরু করতে চান।
বারাসতের বিদ্রোহী ক্লাবের সম্পাদক মানিক দত্ত বলেছেন, ‘ঘূর্ণিঝড় ডানা আসছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তা প্রভাব ফেলবে। আমরা অনেক আগে থেকেই পুজোর মণ্ডপসজ্জার কাজ শুরু করেছি। ঘূর্ণিঝড়ের কারণে আমরা পুজোমণ্ডপের কাপড় লাগানোর কাজ বন্ধ রেখেছি। কেবল কাঠামো তৈরির কাজগুলোই চলছে। দুর্যোগ কেটে গেলে আমরা মণ্ডপসজ্জার বাকি কাজ করব।’
অন্যদিকে শতদল সংঘের সম্পাদক সুজিত সাহা প্রাকৃতিক দুর্যোগকে কোনও গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় আসছে শুনেছি। তাতে আমাদের পুজোর মণ্ডপসজ্জার কোনও ক্ষতি হবে না। আমরা অতিরিক্ত ত্রিপলের ব্যবস্থা করেছি। দু’–তিন দিন ঝড়–বৃষ্টি চলবে। তার মধ্যেও আমাদের মণ্ডপসজ্জার কাজ চলবে।’ আমরা সবাই এর সম্পাদক অরুণ ভৌমিক জানিয়েছেন, ‘পরিস্থিতির উপর নজর রাখছি। প্রকৃতির উপর তো কারও হাত নেই। মন্ডপ সজ্জার কাজ এখনও অনেকটা বাকি। দ্রুত শেষ করার কাজ চলছে।’
উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকেও বারাসতের কালীপুজোর উদ্যোক্তাদের দুর্যোগ সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। সোমবার বারাসতের রবীন্দ্রভবনে পুজো উদ্যোক্তাদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক হয়েছে।
#Aajkaalonline#cyclonedana#kalipuja
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
৮৭ বছর আগে সভা করেছিলেন, মুর্শিদাবাদের পাঁচথুপিবাসীর হৃদয়ে নেতাজির স্মৃতি আজও অমলিন...
টিটাগড়ে ভাগাড় থেকে মিলল কিশোরের দেহ, জড়িত সন্দেহে ধৃত এক...
ঘন কুয়াশায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত ১, আহত একাধিক ...
চকোলেট কিনতে আসা নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দোকানদারের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত...
ক্রমেই চড়ছে পারদ, আগামী তিনদিনে আরও বাড়বে তাপমাত্রা, ঠান্ডা ফিরবে কবে? ...
আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...
ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...
কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...
পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...
সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...
বাড়ি ফিরছেন খো খো বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সুমন, আনন্দ যেন থমকে শুধু চুঁচুড়াতেই...
রেলের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড, ছড়াল চাঞ্চল্য ...
অভাব সক্রিয় সদস্যের, কোচবিহারে বুথ কমিটি গড়তে সমস্যায় বিজেপি ...
পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের...
১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...