বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

gold rate in kolkata today

বাণিজ্য | সোনার দামে বড় চমক, ধনতেরাসের আগে কলকাতায় সোনার দাম শুনলে ভিরমি খাবেন

Rajat Bose | ১৯ অক্টোবর ২০২৪ ১২ : ৩৫Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ আর ক’‌দিন বাদেই ধনতেরাস। সোনা কেনার ধুম পড়বে। অনেকেই ওই সময় সোনা কেনেন। তার আগে শনিবার অর্থাৎ ১৯ অক্টোবর কলকাতায় বদলে গেল সোনার দাম। ইদানিং কখনও দাম কমছে, তো বাড়ছে। শনিবার কলকাতায় ২২ এবং ২৪ ক্যারাটের দাম জেনে নিন।


শনিবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭,২৪১ টাকা। অর্থাৎ ১০ গ্রামের দাম ৭২,৪১০ টাকা। শুক্রবার দাম ছিল ৭২,৪০০ টাকা। অর্থাৎ সামান্য বেড়েছে দাম। এদিকে, কলকাতায় শনিবার এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭,৮৯৯ টাকা। সেই হিসেবে দশ গ্রামের দাম হয়েছে, ৭৮,৯৯০ টাকা। আর শুক্রবার দাম ছিল ৭৮,৯৮০ টাকা। অর্থাৎ ২৪ ক্যারাটেরও দাম সামান্য বাড়ল।


প্রসঙ্গত, সেপ্টেম্বরে সোনার দাম অনেকটাই কমেছিল। আগস্টেও দাম অনেকটা কমেছিল। গত ৭ আগস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬,৩৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬,৯২৭ টাকা। এদিকে, দেশের অন্যান্য শহরেও বেড়েছে দাম। অক্টোবর অর্থাৎ পুজোর মরসুম শুরু হতেই বাড়তে শুরু করেছে দাম। সামনেই দিওয়ালি। ধনতেরাসের দিকে তাকিয়ে বাঙালি। দাম কমে কিনা সেটাই দেখার। 

 


#Aajkaalonline#goldrate#kolkata



বিশেষ খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



10 24