বুধবার ০৬ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৩ অক্টোবর ২০২৪ ২৩ : ১৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দশমীতে বিসর্জন। তীরে এসে তৈরি ডুবল। বৃথা হরমনপ্রীতের লড়াই। গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে কার্যত বিদায়ের মুখে ভারত। রবিবার শারজায় ৯ রানে হারল ভারতের মেয়েরা। অস্ট্রেলিয়ার ৮ উইকেট ১৫১ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানে শেষ করে ভারত। 'ট্রাজিক নায়ক' হরমনপ্রীত। ৪৭ বলে ৫৪ রানে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারলেন না। শেষ ওভারে উইকেটের অন্য প্রান্তে দাঁড়িয়ে দেখলেন একের পর এক উইকেট হারানো। চার বলে চার উইকেট হারায় ভারত। ১২ বলে ২৮ রান দরকার ছিল। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৪ রান। প্রথম বলে রান নেন হরমনপ্রীত। পরের দুটো বলে জোড়া উইকেট। দ্বিতীয় বলে আউট পূজা। তৃতীয় বলে রান আউট অরুন্ধতী। চতুর্থ ও পঞ্চম বলে আউট যথাক্রমে শ্রেয়াঙ্কা পাতিল এবং রাধা যাদব। শেষ ওভারে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করলেন অ্যানাবেল সাদারল্যান্ড। ম্যাচের টার্নিং পয়েন্ট দীপ্তি শর্মার আউট। ৪ ম্যাচে ৪ পয়েন্ট ভারতের। শেষ চারে যাওয়ার জন্য নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। পাকিস্তান জিতলে রানরেটের ভিত্তিতে সেমিফাইনালে যাওয়ার একটা আশা থাকবে ভারতের। কিউয়িরা জিতলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে হরমনপ্রীতদের।
ভারতের জন্য মরণ-বাঁচন ম্যাচ ছিল। হারলে কার্যত বিদায়। জিতলে আশা থাকত। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা। শুরুটা দারুণ করে ভারত। জোড়া উইকেট তুলে নিয়ে গত টি-২০ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনেন রেনুকা সিং। ব্যাক টু ব্যাক বলে আউট করেন বেথ মুনি এবং জর্জিয়া ওয়ারহ্যামকে। ১৭ রানে জোড়া উইকেট হারায় অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেটে ৬২ রান যোগ করেন গ্রেস হ্যারিস এবং তাহলিয়া ম্যাকগ্রা। এই জুটি ম্যাচে ফেরায় অস্ট্রেলিয়াকে। বিপজ্জনক দেখাচ্ছিল অজি অধিনায়ককে। কিন্তু ব্যক্তিগত ৩২ রানে রাধা যাদবের বলে স্ট্যাম্প আউট হন। এদিন খেলার কথা ছিল না রাধার। শেষ মুহূর্তে দলে সুযোগ পান। একটি উইকেট এবং দুটো ভাল ক্যাচ নিয়ে অবদান রাখেন। ৪১ বলে ৪০ করে আউট হন হ্যারিস। কয়েকজন ব্যাটার শুরুটা ভাল করলেও নিয়মিত উইকেট হারায় অজিরা। অস্ট্রেলিয়াকে ১৫০ রানের গণ্ডি পার করতে সাহায্যে করেন এলিসে পেরি। ২৩ বলে ৩২ রান করেন। অজিদের ইনিংসে প্রথম ছয় আসে পেরির ব্যাট থেকে। শেষদিকে গুরুত্বপূর্ণ ১৫ রান যোগ করেন লিচফিল্ড। নির্ধারিত ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে অস্ট্রেলিয়া। তবে ভারতীয়দের জঘন্য ফিল্ডিং। একাধিক ক্যাচ মিস না হলে অন্তত ১৫-২০ রান কম হত। অরুন্ধতী ছাড়া প্রত্যেক ভারতীয় বোলার উইকেট পায়। জোড়া উইকেট তুলে নেন রেনুকা সিং এবং দীপ্তি শর্মা।
রান তাড়া করতে নেমে পাওয়ার প্লের শুরুটা ভাল করা উচিত ছিল ভারতের। প্রথম ছয় ওভারের মধ্যে রান বাড়িয়ে নেওয়ার ট্যাকটিক্স ছিল। সেই অনুযায়ী ঝড়ের গতিতে শুরু করেন শেফালি বর্মা। প্রথম বল থেকেই মারমুখী মনোভাব স্পষ্ট করে দেয়। পুরো পাওয়ার প্লেতে থাকতে পারলে শুরুতেই একটা মজবুত জায়গায় পৌঁছে যেত ভারত। কিন্তু বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেনি। সংক্ষিপ্ত ইনিংসে ১৩ বলে ২০ রান করে আউট হন শেফালি। বড় শট খেলতে গিয়ে উইকেট হারান ভারতীয় ওপেনার। রান পাননি স্মৃতি মান্ধানা। মাত্র ৬ রান করে ফেরেন। শুরুটা ভাল করেও মাত্র ১৬ রানে ফেরেন জেমাইমা রডরিগেজ। ৪৭ রানে ৩ উইকেট হারায় ভারত। এত অল্প রানে দলের টপ অর্ডার ফিরে যাওয়ায় মনে হয়েছিল ভারতের আশা শেষ। কিন্তু এই জায়গা থেকে দলকে লড়াইয়ে ফেরান হরমনপ্রীত কৌর এবং দীপ্তি শর্মা। চতুর্থ উইকেটে ৬৩ রান যোগ করে এই জুটি। ডান হাতি, বাঁ হাতি কম্বিনেশন কাজে দেয়। নিয়মিত রান নেওয়ার পাশাপাশি সুযোগ বুঝে বাউন্ডারিও হাঁকান দীপ্তি এবং হরমনপ্রীত। কিন্তু ২৫ বলে ২৯ রানে দীপ্তির আউট ম্যাচের টার্নিং পয়েন্ট। তবে শেষ মিনিট পর্যন্ত লড়াই ছাড়েননি ভারতের নেতা। মাটি কামড়ে পড়ে থাকেন। ৪৪ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন। ইনিংসে ছিল ৬টি চার। পরপর অর্ধশতরান ভারত অধিনায়কের। কিন্তু শেষরক্ষা হল না। এবার ভারতের ভাগ্য পাকিস্তানের হাতে।
#India vs Australia#India Women's Cricket#Women's T20 World Cup#Harmanpreet Kaur
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
নিশানায় অভিষেক নায়ার, কোচিং স্টাফদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কিংবদন্তি ...
বিরাট–রোহিতের সময় ফুরিয়েছে! বড় তথ্য ফাঁস করলেন এই অসি ক্রিকেটার ...
এই উইকেট যদি মুরলি, ওয়ার্নরা পেত! ভক্তের টুইটে পাল্ট ভাজ্জি যা বললেন শুনলে অবাক হবেন ...
আইপিএলের মেগা নিলামে নেই স্টোকস, হাতেখড়ি হতে পারে ইংল্যান্ডের ৪২ বছরের অবসরপ্রাপ্ত তারকা পেসারের...
বিলাসবহুল গাড়ি, ভিআইপি ট্রিটমেন্ট ভুলে আবার ঘরোয়া ক্রিকেটে ফেরার পরামর্শ কোহলি, রোহিতকে ...
বিরাট, রোহিতের সঙ্গে বাবরের তুলনা টানলেন পাকিস্তানের প্রাক্তন তারকা...
মিজোরাম ফুটবল লিগে গড়াপেটার ছায়া, নির্বাসিত একাধিক ফুটবলার, কর্তা...
কবে, কোথায় হবে আইপিএলের নিলাম? দিনক্ষণ জানাল বোর্ড...
জন্মদিনে স্মৃতিচারণ, ছ'বছর আগের কোহলিকে খুঁজছেন লাবুশেন...
কিউয়িদের হাতে পর্যদুস্ত হওয়ার পর নয়া পদক্ষেপ বোর্ডের, কী ইঙ্গিত মিলছে?...
আগামী বছরই পেশাদার কোচ হিসেবে হাতেখড়ি হতে চলেছে ব্যারেটোর! ...
তারকা হওয়ার পর ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেননি রোহিত–বিরাট, মাস্টার ব্লাস্টার হয়েও শচীন কিন্তু খেলেছেন বেশি রনজি ম্যাচ ...
রোহিতের পর টেস্ট ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হোক ঋষভের হাতে, বোর্ডকে পরামর্শ এই প্রাক্তনীর ...
ইউকেএসসির ফাইভ স্টার পারফরম্যান্স, বিরাট জয়ে সুপার সিক্সের গ্রুপ শীর্ষে ...
‘ঘুমন্ত দৈত্য যে কোনও সময় জাগতে পারে’, ভারতের হোয়াইটওয়াশের পরে কী বেশি সতর্ক হচ্ছেন হ্যাজলউড?...