শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | পুজোর অনুমতির নামে চাঁদা, চাপে পড়ে টাকা ফেরানোর সিদ্ধান্ত

Kaushik Roy | ১২ অক্টোবর ২০২৪ ১৭ : ৫১Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজোর অনুমতি দেওয়ার সময় বারাসত পুরসভা ৫০০ টাকার একটি করে রশিদ ধরিয়ে দিয়েছিল। স্পোর্টস অ্যাসোসিয়েশনের নামে ওই টাকা নেওয়া হয়‌। বিষয়টি নিয়ে বিতর্ক ছড়াতেই পুরসভা ওই টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৮ অক্টোবর পুজো উদ্যোক্তাদের হাতে টাকা ফেরত দেওয়া হবে। যদিও পুরসভা টাকা নেওয়ার কথা অস্বীকার করেছে। পুর কর্তৃপক্ষের বক্তব্য,‌ ওই টাকা নিয়েছে স্পোর্টস অ্যাসোসিয়েশন। ওরাই টাকা ফেরত দেবে। 

 

জানা গিয়েছে, চলতি বছর বারাসতের তিনশোর বেশি সর্বজনীন পুজো কমিটি সরকারি অনুদানের জন্য ল্যান্ড পারমিশন করতে পুরসভায় গিয়েছিল। অভিযোগ, তখন তাদের হাতে বারাসত মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি করে ৫০০ টাকার রসিদ ধরিয়ে টাকা নেওয়া হয়। সরকারি অনুদান আটকে যেতে পারে এই আশঙ্কা থেকে পুজো উদ্যোক্তারা তখন বিশেষ উচ্চবাচ্য করেননি। রাজ্য সরকারের ঘোষিত ৮৫ হাজার টাকা সরকারি অনুদান প্রায় সব ক্লাবই পেয়ে গিয়েছে। তারপর থেকে পুরসভার নেওয়া ওই ৫০০ টাকা নিয়ে জল ঘোলা শুরু হয়েছে।

 

প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে বড়-ছোট মিলিয়ে এবার ৩২৪টি সর্বজনীন দুর্গাপুজো হচ্ছে। সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে নিয়ম অনুযায়ী সব পুজো কমিটিকে পুলিশ, বিদ্যুৎ, দমকল ও মহকুমাশাসকের কাছ থেকে অনুমতি নিতে হয়। পাশাপাশি ল্যান্ড পারমিশনের জন্য পুরসভা থেকে আলাদা অনুমতি নিতে হয়। অভিযোগ, বারাসত পুরসভায় ল্যান্ড পারমিশন নেওয়ার সময় লাইসেন্স বিভাগ থেকে মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি করে ৫০০ টাকার রসিদ দিয়ে টাকা নেওয়া হয়।

 

 

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে উৎসাহ দিতে সরকারিভাবে পুজো কমিটিগুলোকে ৮৫ হাজার টাকার অনুদান দিয়েছেন। পাশাপাশি বিদ্যুৎ দিলে ৭৫ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়। ঠিক সেই সময় বারাসত পুরসভার বাড়তি পাঁচশো টাকা নেওয়া নিয়ে বিভিন্ন‌ মহলে প্রশ্ন উঠেছে। কয়েকটি ক্লাব পুজোর সময় ওই টাকার রসিদ-সহ সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্ট করেছে। কয়েকটি ক্লাব টাকা ফেরতের দাবিও তোলে। অবশেষে বারাসত পুর কর্তৃপক্ষের নির্দেশে স্পোর্টস অ্যাসোসিয়েশন তড়িঘড়ি সেই টাকা ফেরতের সিদ্ধান্ত নিয়েছে।

 

 

সংস্থার সাধারণ সম্পাদক প্রলয়কুমার বিশ্বাস বলেন, 'বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় আমরা কার্যকরী কমিটির বৈঠক ডাকি। ওই বৈঠকে সমস্ত পুজো কমিটিকে টাকা ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের কাছে ওয়ার্ডভিত্তিক পুজো কমিটির পদাধিকারীদের ফোন নম্বর নেই। তাই, বারাসত পুরসভার মধ্যস্থতায় আগামী ১৮ অক্টোবর সংস্থার হরিতলার অফিস থেকে পুজো কমিটির টাকা ফেরত দেওয়া হবে।' 

 

বারাসাতের পুরপ্রধান অশনি মুখোপাধ্যায় বলেছেন, 'বারাসত পুরসভা কোনও টাকা নেয়নি। স্পোর্টস অ্যাসোসিয়েশন যদি চাঁদা তুলে থাকে, তাহলে সেই টাকা ফেরত দেবে। বিষয়টির সঙ্গে পুরসভার কোনও সম্পর্ক নেই। পুজোর অনুদানের কোনও বিষয়ও নয়।'




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ফের হামলা আসানসোলে, এবার দিনেদুপুরে বন্দুক নিয়ে হামলা এক ব্যবসায়ীর বাড়িতে ...

কোলাঘাটে স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় ১৪ মাস পর অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ...

দূর থেকে দেখলেই তেড়ে আসছে, দাপিয়ে বেড়াচ্ছে দুটি বাইসন,আতঙ্কিত এলাকাবাসী...

শনিবার থেকে পাঁচ মাস বন্ধ বারাসত উড়ালপুলের যান চলাচল, বিকল্প পথের সন্ধান দিল প্রশাসন ...

মালদায় ২ লক্ষ টাকার জালনোট উদ্ধার, ধৃত দুই পাচারকারী...

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘন্টার মধ্যেই কাজ, জলদাপাড়ার জঙ্গলে পর্যটকদের প্রবেশ মূল্য মকুব ...

হিন্দমোটরে রক্তদান শিবির, সহায়তায় টেকনো গ্লোবাল হাসপাতাল...

কালিয়াচকে কেলেঙ্কারি, অভিযানের শুরুতেই পুলিশকে লক্ষ্য করে গুলি মারার অভিযোগ! গ্রেপ্তার ২ ...

কুমড়োর ওজন ২০ কেজি, হাতখানেক লম্বা লাউ, দেড় কেজির বেগুন, মেলায় পুরস্কার দেওয়া হয় সেরা ফসলকে...

শ্যাওড়াফুলি জিআরপির বড় সাফল্য, স্টেশন চত্বর চুরি যাওয়া ফোন ফিরে পেলেন মালিকরা...

রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট ...

জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...

সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...

ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক

'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...



সোশ্যাল মিডিয়া



10 24