রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১২ অক্টোবর ২০২৪ ১৭ : ৫১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজোর অনুমতি দেওয়ার সময় বারাসত পুরসভা ৫০০ টাকার একটি করে রশিদ ধরিয়ে দিয়েছিল। স্পোর্টস অ্যাসোসিয়েশনের নামে ওই টাকা নেওয়া হয়। বিষয়টি নিয়ে বিতর্ক ছড়াতেই পুরসভা ওই টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৮ অক্টোবর পুজো উদ্যোক্তাদের হাতে টাকা ফেরত দেওয়া হবে। যদিও পুরসভা টাকা নেওয়ার কথা অস্বীকার করেছে। পুর কর্তৃপক্ষের বক্তব্য, ওই টাকা নিয়েছে স্পোর্টস অ্যাসোসিয়েশন। ওরাই টাকা ফেরত দেবে।
জানা গিয়েছে, চলতি বছর বারাসতের তিনশোর বেশি সর্বজনীন পুজো কমিটি সরকারি অনুদানের জন্য ল্যান্ড পারমিশন করতে পুরসভায় গিয়েছিল। অভিযোগ, তখন তাদের হাতে বারাসত মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি করে ৫০০ টাকার রসিদ ধরিয়ে টাকা নেওয়া হয়। সরকারি অনুদান আটকে যেতে পারে এই আশঙ্কা থেকে পুজো উদ্যোক্তারা তখন বিশেষ উচ্চবাচ্য করেননি। রাজ্য সরকারের ঘোষিত ৮৫ হাজার টাকা সরকারি অনুদান প্রায় সব ক্লাবই পেয়ে গিয়েছে। তারপর থেকে পুরসভার নেওয়া ওই ৫০০ টাকা নিয়ে জল ঘোলা শুরু হয়েছে।
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে বড়-ছোট মিলিয়ে এবার ৩২৪টি সর্বজনীন দুর্গাপুজো হচ্ছে। সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে নিয়ম অনুযায়ী সব পুজো কমিটিকে পুলিশ, বিদ্যুৎ, দমকল ও মহকুমাশাসকের কাছ থেকে অনুমতি নিতে হয়। পাশাপাশি ল্যান্ড পারমিশনের জন্য পুরসভা থেকে আলাদা অনুমতি নিতে হয়। অভিযোগ, বারাসত পুরসভায় ল্যান্ড পারমিশন নেওয়ার সময় লাইসেন্স বিভাগ থেকে মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি করে ৫০০ টাকার রসিদ দিয়ে টাকা নেওয়া হয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে উৎসাহ দিতে সরকারিভাবে পুজো কমিটিগুলোকে ৮৫ হাজার টাকার অনুদান দিয়েছেন। পাশাপাশি বিদ্যুৎ দিলে ৭৫ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়। ঠিক সেই সময় বারাসত পুরসভার বাড়তি পাঁচশো টাকা নেওয়া নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। কয়েকটি ক্লাব পুজোর সময় ওই টাকার রসিদ-সহ সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্ট করেছে। কয়েকটি ক্লাব টাকা ফেরতের দাবিও তোলে। অবশেষে বারাসত পুর কর্তৃপক্ষের নির্দেশে স্পোর্টস অ্যাসোসিয়েশন তড়িঘড়ি সেই টাকা ফেরতের সিদ্ধান্ত নিয়েছে।
সংস্থার সাধারণ সম্পাদক প্রলয়কুমার বিশ্বাস বলেন, 'বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় আমরা কার্যকরী কমিটির বৈঠক ডাকি। ওই বৈঠকে সমস্ত পুজো কমিটিকে টাকা ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের কাছে ওয়ার্ডভিত্তিক পুজো কমিটির পদাধিকারীদের ফোন নম্বর নেই। তাই, বারাসত পুরসভার মধ্যস্থতায় আগামী ১৮ অক্টোবর সংস্থার হরিতলার অফিস থেকে পুজো কমিটির টাকা ফেরত দেওয়া হবে।'
বারাসাতের পুরপ্রধান অশনি মুখোপাধ্যায় বলেছেন, 'বারাসত পুরসভা কোনও টাকা নেয়নি। স্পোর্টস অ্যাসোসিয়েশন যদি চাঁদা তুলে থাকে, তাহলে সেই টাকা ফেরত দেবে। বিষয়টির সঙ্গে পুরসভার কোনও সম্পর্ক নেই। পুজোর অনুদানের কোনও বিষয়ও নয়।'
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কোথায় শীত! বড়দিনের আগে দক্ষিণবঙ্গে ফিরবে কি হাড়কাঁপানো ঠান্ডা? রইল আপডেট ...
মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...
ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...
মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...
আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...
পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...
রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...
ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...
স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...
কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...
হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...
মোবাইলে কথা বলছিলেন পড়ুয়া, হঠাৎই পিঠে বাঘের থাপ্পড়, তারপর?...
স্ট্রোক হলে আর রেফার নয়, স্থানীয় হাসপাতালেই রাজ্যের মানুষ পাবেন বিশ্বমানের চিকিৎসা, নয়া উদ্যোগ স্বাস্থ্য ভবনের...
সুন্দরবনে বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি, মাতলার জলে পড়ে নিখোঁজ পর্যটক...
পানাগড়ের সেনা ছাউনিতে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার! জঙ্গি যোগ? তদন্তে পুলিশ...
বৃহস্পতিবার রাতেই চিকেন'স নেকে অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তের রাণিডাঙায়...