রবিবার ১৭ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১২ অক্টোবর ২০২৪ ১৭ : ৫১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজোর অনুমতি দেওয়ার সময় বারাসত পুরসভা ৫০০ টাকার একটি করে রশিদ ধরিয়ে দিয়েছিল। স্পোর্টস অ্যাসোসিয়েশনের নামে ওই টাকা নেওয়া হয়। বিষয়টি নিয়ে বিতর্ক ছড়াতেই পুরসভা ওই টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৮ অক্টোবর পুজো উদ্যোক্তাদের হাতে টাকা ফেরত দেওয়া হবে। যদিও পুরসভা টাকা নেওয়ার কথা অস্বীকার করেছে। পুর কর্তৃপক্ষের বক্তব্য, ওই টাকা নিয়েছে স্পোর্টস অ্যাসোসিয়েশন। ওরাই টাকা ফেরত দেবে।
জানা গিয়েছে, চলতি বছর বারাসতের তিনশোর বেশি সর্বজনীন পুজো কমিটি সরকারি অনুদানের জন্য ল্যান্ড পারমিশন করতে পুরসভায় গিয়েছিল। অভিযোগ, তখন তাদের হাতে বারাসত মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি করে ৫০০ টাকার রসিদ ধরিয়ে টাকা নেওয়া হয়। সরকারি অনুদান আটকে যেতে পারে এই আশঙ্কা থেকে পুজো উদ্যোক্তারা তখন বিশেষ উচ্চবাচ্য করেননি। রাজ্য সরকারের ঘোষিত ৮৫ হাজার টাকা সরকারি অনুদান প্রায় সব ক্লাবই পেয়ে গিয়েছে। তারপর থেকে পুরসভার নেওয়া ওই ৫০০ টাকা নিয়ে জল ঘোলা শুরু হয়েছে।
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে বড়-ছোট মিলিয়ে এবার ৩২৪টি সর্বজনীন দুর্গাপুজো হচ্ছে। সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে নিয়ম অনুযায়ী সব পুজো কমিটিকে পুলিশ, বিদ্যুৎ, দমকল ও মহকুমাশাসকের কাছ থেকে অনুমতি নিতে হয়। পাশাপাশি ল্যান্ড পারমিশনের জন্য পুরসভা থেকে আলাদা অনুমতি নিতে হয়। অভিযোগ, বারাসত পুরসভায় ল্যান্ড পারমিশন নেওয়ার সময় লাইসেন্স বিভাগ থেকে মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি করে ৫০০ টাকার রসিদ দিয়ে টাকা নেওয়া হয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে উৎসাহ দিতে সরকারিভাবে পুজো কমিটিগুলোকে ৮৫ হাজার টাকার অনুদান দিয়েছেন। পাশাপাশি বিদ্যুৎ দিলে ৭৫ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়। ঠিক সেই সময় বারাসত পুরসভার বাড়তি পাঁচশো টাকা নেওয়া নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। কয়েকটি ক্লাব পুজোর সময় ওই টাকার রসিদ-সহ সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্ট করেছে। কয়েকটি ক্লাব টাকা ফেরতের দাবিও তোলে। অবশেষে বারাসত পুর কর্তৃপক্ষের নির্দেশে স্পোর্টস অ্যাসোসিয়েশন তড়িঘড়ি সেই টাকা ফেরতের সিদ্ধান্ত নিয়েছে।
সংস্থার সাধারণ সম্পাদক প্রলয়কুমার বিশ্বাস বলেন, 'বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় আমরা কার্যকরী কমিটির বৈঠক ডাকি। ওই বৈঠকে সমস্ত পুজো কমিটিকে টাকা ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের কাছে ওয়ার্ডভিত্তিক পুজো কমিটির পদাধিকারীদের ফোন নম্বর নেই। তাই, বারাসত পুরসভার মধ্যস্থতায় আগামী ১৮ অক্টোবর সংস্থার হরিতলার অফিস থেকে পুজো কমিটির টাকা ফেরত দেওয়া হবে।'
বারাসাতের পুরপ্রধান অশনি মুখোপাধ্যায় বলেছেন, 'বারাসত পুরসভা কোনও টাকা নেয়নি। স্পোর্টস অ্যাসোসিয়েশন যদি চাঁদা তুলে থাকে, তাহলে সেই টাকা ফেরত দেবে। বিষয়টির সঙ্গে পুরসভার কোনও সম্পর্ক নেই। পুজোর অনুদানের কোনও বিষয়ও নয়।'
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
শাবকের দেহ আগলে ঠায় দাঁড়িয়ে মা হাতি, সারাদিনে চেষ্টা করেও সরানো গেল না...
জমি নিয়ে বিবাদের জের, সুশান্তকে মারতে ১০ লক্ষ টাকার চুক্তি...
সম্পত্তির লোভে বৃদ্ধা মা'কে বেধড়ক মারধর, বাঁচাতে গেলে পুলিশের মাথা ফাটিয়ে দিল গুণধর ছেলেরা ...
বিরিয়ানি না অন্যকিছু? শহরের খাবারের দোকানে হানা দিয়ে চোখ কপালে পুর আধিকারিকদের ...
কসবার কাউন্সিলরকে হত্যার চেষ্টা, বর্ধমানে গ্রেপ্তার এক অভিযুক্ত...
বিয়ে ভেস্তে যাচ্ছিল বরের! রক্ষাকর্তা হয়ে দাঁড়াল পূর্ব রেল, হাওড়া স্টেশন সাক্ষী থাকল অন্যরকম 'ভাগ মিলখা ভাগের...
ধর্ম প্রচারে বাংলার এই জায়গায় হেঁটে এসেছিলেন গুরু নানক, ব্যবহার করেছিলেন এখানকার কুয়োর জল...
'যিনি প্রথমে পোস্টটি করেছেন তিনি আন্দোলনে বাধা দিতে চেয়েছিলেন', রিমঝিমের সাফ জবাব লিঙ্কড ইন নিয়ে...
মন্ত্রী ইন্দ্রনীল সেনের হাত ধরে আবার স্বমহিমায় চন্দননগর পুঁথিঘর...
ছাত্রীদের আত্মরক্ষা-সচেতনতা বাড়াতে শক্তি প্রকল্প, বড় উদ্যোগ পুলিশের ...
অনলাইন প্রতারণায় যুক্ত এই বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার, গ্রেপ্তারের পর উদ্ধার বিপুল টাকা ...
ঘুষ নিচ্ছে পুলিশকর্মী, অভিযোগ পেয়ে হোটেল থেকে তাকে ধরলেন তৃণমূল বিধায়ক ...
'ডিজিপি পুলিশ মেডেল' পেলেন মুর্শিদাবাদে কর্মরত তিন পুলিশ অফিসার ...
পরকীয়ার কাঁটা তিন মাসের কন্যা, খুন করে নদীতে ভাসিয়ে দিল বাবা...
দু' বছর আগেই ছড়িয়েছিল প্রতারণার জাল! ট্যাবের টাকা হুগলি থেকে পৌঁছেছিল উত্তর দিনাজপুরে...