শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | সম্পর্কের জটিলতা সরিয়ে গানেই মিললো সহজ প্রেমের খোঁজ, রোম্যান্সে এগিয়ে থাকলেন কোন 'বহুরূপী' জুটি?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৫ অক্টোবর ২০২৪ ১২ : ৩৮Snigdha Dey


 

নিজস্ব সংবাদদাতা: নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'বহুরূপী' নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ননিচোরা দাস বাউলের কন্ঠে ছবির গান 'শিমুল পলাশ' বাহবা পেয়েছে এ আর রহমানের থেকেও। এই গানে শিবপ্রসাদ ও কৌশানী মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে নতুন দাম্পত্য উদ্‌যাপনে। 

 

অন্যদিকে ছবির গান 'আজ সারা বেলা'য় রোম্যান্টিক মুডে ধরা দিয়েছেন আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী৷ গানে এই জুটির কেমিষ্ট্রি জমে ক্ষীর৷ অনুপম রায়ের কথায় এবং সুরে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল৷