সোমবার ১৪ অক্টোবর ২০২৪
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০১ অক্টোবর ২০২৪ ১৭ : ৪৪Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: এবার প্রকাশ্যে এল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটির পুজোর ছবি 'বহুরূপী'র ঝলক। ছবির ঝলকে জমজমাট অ্যাকশন দেখে চোখের পলক পড়া দায়। 'ডাকাত বিক্রম'-এর কথায়, "এ আসলে চ্যালেঞ্জের খেলা!" অবশ্য 'বহুরূপী' যে অ্যাকশন ও থ্রিলারে ঠাসা হবে তার টাটকা স্বাদ ছবির প্রথম ঝলকেই পাওয়া গিয়েছিল। সঙ্গে নজর কেড়েছিল ছবির চরিত্রদের নজরকাড়া লুক।
ছবির ঝলকে যেমন 'বিক্রম' শিবপ্রসাদকে সাধারণ চাকুরিজীবী মানুষ থেকে এক দুর্ধর্ষ ডাকাতে পরিণত হওয়ার ঘটনা দেখা যাচ্ছে, তেমনই দেখা যাচ্ছে নানা প্রলোভনের ফাঁদ থাকা সত্বেও সততার পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ অফিসার এসআই সুমন্ত ঘোষাল (আবির চট্টোপাধ্যায়)। যে অক্লেশে বলে ওঠে, "ঘুষ নয়, মানুষের ভালবাসা নিতে এসেছি!" ডি-গ্ল্যাম রূপ থেকে চোখ ধাঁধানো রূপের 'ঝিমলি' কৌশানি মুখোপাধ্যায়ের পকেটমারির হাতসাফাইও নজর কেড়েছে দর্শকের। আবিরের সঙ্গে দাম্পত্যে 'গিন্নি'রূপী ঋতাভরীর রসায়ন থেকে সন্দেহর গল্পও এই ঝলকেই শুরু করলেন নন্দিতা-শিবপ্রসাদ।
'বহুরূপী'র জন্য ১০কেজি ওজন কমিয়েছিলেন শিবপ্রসাদ। অ্যাকশন দৃশ্য করতে গিয়ে গুরুতর জখমও হয়েছিলেন তিনি। সম্পূর্ণ নয়া অবতারে দেখা গিয়েছে তাঁকে। গালভাঙা, টানটান মেদহীন চেহারার সঙ্গে চোখে সতর্ক দৃষ্টি। ওদিকে বন্দুক হাতে 'রাফ অ্যান্ড টাফ' পুলিশ অফিসাররূপী আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে যে তাঁর জমাটি অ্যাকশন পর্ব রয়েছে সে ঘটনার আভাসও দেওয়া হয়েছে এই ঝলকে।
'বহুরূপী' আসছে বড় পর্দায়, এই দুর্গা পুজোয়।#Windows#Pujo2024#Bohurupi#Trailerhttps://t.co/7jC70esarx@nanditawindows @shibumukherjee @itsmeabir @ritabharipc @KoushaniMukher1 pic.twitter.com/RUPXaTRGMz
— Windows Production (@WindowsNs) October 1, 2024
পরিচালক নন্দিতা রায় জানান, প্রায় ১২ বছরের চিন্তাভাবনার ফসল 'বহুরূপী'। ৮৪টির ও বেশি জায়গায় ৩৪ দিন ধরে ছবির শুটিং চলেছে। বাংলা ছবির দর্শক যে এরকম ধরনের 'চেজিং অ্যাকশন সিকোয়েন্স ' আগে দেখেননি, সেই বিষয়ে নিশ্চিত তিনি। তাঁর কথায়, "আমাদের লক্ষ্য ছিল বাংলা ইন্ডাস্ট্রিতে অ্যাকশন ড্রামার ঘরানাকে নতুন আঙ্গিকে পেশ করা। আশা রাখছি, দর্শকের আমাদের এই প্রচেষ্টা ভাল লাগবে"।
মোট কথা, বহুরূপী' যে পরিচালকের পাশাপাশি অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কেরিয়ারে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে তার ইঙ্গিত ছবির ঝলকেই ভীষণ স্পষ্ট।