বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ৪০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: স্বল্প দৈর্ঘ্যের ছবি। শুক্রবারের সারা দিনভর সমাজমাধ্যম একপ্রকার উত্তাল হয়েছিল ওই স্বল্প দৈর্ঘ্যের ছবির পোস্টার নিয়ে। শুক্রবার রাতে চর্চা বাড়ল দ্বিগুণ হারে। ওই স্বল্প দৈর্ঘ্যের ছবির কারণেই দলের দুটি গুরুত্বপূর্ণ পদ হারাতে হল দু'জনকে। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং তৃণমূলের যাদবপুর-ডায়মন্ড হারবারের সাংগঠনিক জেলার সহ সভানেত্রী রাজন্যা হালদারকে সাসপেন্ড করল তৃণমূল ছাত্র পরিষদ।
সমাজমাধ্যমের যে পোস্ট নিয়ে তুঙ্গে চর্চা, আদতে কী ছিল তাতে? পোস্টারে উল্লিখিত, দিনকাল মিডিয়া প্রযোজিত একটি ছবির নাম। নাম 'আগমনী তিলোত্তমাদের গল্প'। উপরে লেখা 'আরজি কর ঘটনার পটভূমিতে'। পোস্টারে বড় করে রাজন্যার ছবি। অভিনয়ে, কাহিনি চিত্রনাট্য, গানে রয়েছেন তিনি। পরিচালক প্রান্তিক। তিনিও রয়েছেন একগুচ্ছ ভূমিকায়। নানা মহল থেকে চর্চা শুরু হয়, আরজি কর আবহে এই ধরনের এক অতি স্পর্শকাতর বিষয় নিয়ে কী করে এই ছবি? প্রশ্ন আরও তীব্র হয় মূল দুজনেই শাসক দলের ছাত্র সংগঠনের পরিচিত মুখ হওয়ায়। শুক্রবার সন্ধেয় কুণাল ঘোষও একটি পোস্ট করেন ঘটনা প্রসঙ্গে। তার পরেই সামনে আসে দু' জনের সাসপেনশন নোটিশ।
গোটা ঘটনায় কী বলছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য? তাঁর বক্তব্য, 'আমরা সবাই তিলোত্তমার ঘটনার ন্যায় বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার বিরোধী আমরা। বিষয়টি তদন্তের অধীনে। এই বিষয়ে কোনও কিছু না করলেই ভাল হত।' একই সঙ্গে তিনি মনে করাচ্ছেন দলে পদাধিকারীদের দায়িত্ববোধের কথা। তাঁর বক্তব্য, 'আমরা যাঁরা দলীয় পদাধিকারী, আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। অনেকেই প্রচার করার চেষ্টা করছিল এটা দলের। আমরা স্পষ্ট করছি, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।' দলের সিদ্ধান্ত জানানোর সঙ্গেই তৃণাঙ্কুর জানান, এই ছবির বিষয়ে দল কোনও অনুমোদন দেয়নি।
একাধিকবার যোগাযোগের চেষ্টা হলেও, প্রাথমিক প্রতিক্রিয়া জানা যায়নি রাজন্যার। তবে, সাসপেন্ড নেতা, ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তী কী বলছেন? প্রান্তিকের সাফ বক্তব্য, 'এতে দলের কোনও ভূমিকা থাকার কথ নয়। আমরা দু' জনেই রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার পাশাপশি শিল্পের সঙ্গেও যুক্ত।' দলের এই সিদ্ধান্ত নিয়ে কী বলছেন তিনি? প্রাথমিক প্রতিক্রিয়ায় প্রান্তিক বলছেন, 'আমাদের পদ থেকে সাসপেন্ড করা হয়েছে। দলের সঙ্গেই আছি। আমাদের ওই পোস্টার খুব ভাইরাল হওয়ার পরেই দল এই সিদ্ধান্ত নেয়। আমি দলের সিদ্ধান্তকে সম্মান করি।'
যে ছবি নিয়ে এত চর্চা, সেই ছবির বিষয় প্রসঙ্গে কী বক্তব্য? প্রান্তিক বলছেন, 'ছবিতে কোনওভাবেই রাজনীতির রং নেই। একজন শিল্পী হিসেবে এই ঘটনা আমাকে নাড়া দেয়, আমি মনে করি আরজি কর নয়, কর্মস্থল, প্রতিদিনের জীবনে এই ঘটনা ঘটে। সেই জায়গা থেকেই প্রতিবাদের কথা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে প্রতি নির্যাতিতাকে প্রতিবাদ-প্রতিরোধ করা উচিত। সরকার পক্ষকে দোষারোপ করে লাভ নেই। এই ছবি আদতে আশার-প্রতিরোধের গল্প নিয়ে তৈরি।'
ছবি এখনও প্রকাশ পায়নি। কেবল পোস্টারেই ব্যাপক বিতর্ক, এবং দলীয় পদ থেকে সাসপেন্ড। তবে কি অপেক্ষা করা উচিত ছিল গল্প জানতে? প্রান্তিকের বক্তব্য, 'ছবিটি দেখার পর যদি কারও মনে হত কাউকে আঘাত করা হয়েছে, কিংবা কোনও পলিটিক্যাল ক্রাইসিস তৈরির সম্ভাবনা আছে, তাহলে সিদ্ধান্তটার প্রতি এতটা অভিমানী হতাম না। আমি চেয়েছিলাম ছবিটা আসুক, সবাই দেখুক। সিদ্ধান্ত তারপর আরও বেশি শিরোধার্য হত।'
#Kolkata News#TMC#Local News
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে 'হরফ', প্রদর্শিত হবে প্রথম বাংলা বই ছাপাতে ব্যবহৃত ২৫০ বছরের পুরনো কাঠের ব্লক ...
৬০০০ কোটি প্রতারণার অভিযোগ, ইডির হাতে গ্রেফতার স্টিল সংস্থার কর্ণধার, বাজেয়াপ্ত বহুমূল্যের গাড়ি...
‘বাংলার বাড়ি’ প্রকল্পের শুভ সূচনা, ৪২ জনের হাতে অনুমোদন পত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী ...
কালীঘাটের কাকু ভার্চুয়ালি হাজিরা দিতেই জেল থেকেই ফের গ্রেপ্তার করল সিবিআই...
ডিসেম্বরেই তরতরিয়ে বাড়বে তাপমাত্রা, শীতের মাঝেই বৃষ্টিতে ভিজবে এইসব জেলা!...
রবিবার রেকর্ড ভিড় আলিপুর চিড়িয়াখানায়, কত লোক হলো জানেন? ...
সংখ্যালঘু ও সংখ্যাগুরু প্রসঙ্গে ফিরহাদের মন্তব্য তাঁর নিজের, দলের নয়, জানাল তৃণমূল ...
সোমবার বন্ধ টালার ট্যাঙ্ক, কলকাতায় জল হাহাকারের আশঙ্কা...
তন্ময়ের উপর থেকে সাসপেনশন তুলে নিল সিপিএম
ফের নিম্নচাপের ভ্রুকুটি, তাল কাটবে শীতের? জানুন হাওয়া অফিস কী বলছে...
গল্ফগ্রিনে মহিলার কাটা মুন্ডু উদ্ধারে আটক রাজমিস্ত্রি, খুনের নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক? ...
মাত্র চার ঘণ্টায় খুনের কিনারা, কেষ্টপুরে খুনের ঘটনায় মৃতার ফেসবুক বন্ধু গ্রেপ্তার...
ঘরের মধ্যে উপুড় হয়ে পড়ে গৃহবধূর দেহ, অস্বাভাবিক মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য...
তৃণমূল বিধায়কের সই জাল করে কুকীর্তি, নিউটাউন থেকে গ্রেপ্তার এক...
কুয়াশার বলি বাইক চালক, কেষ্টপুরে ড্রেনে পড়ে মৃত যুবক...
সাতসকালে গলফ গ্রিনে চাঞ্চল্য, উদ্ধার কাটা মুন্ডু...
ইডির মামলায় পার্থ চ্যাটার্জির জামিন মঞ্জুর সর্বোচ্চ আদালতে ...