রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিদেশ | China: করোনার পর চিনে এবার 'রহস্যময়' নিউমোনিয়ার থাবা, আক্রান্ত হচ্ছে শুধু শিশুরা

Pallabi Ghosh | ২৩ নভেম্বর ২০২৩ ০৮ : ১৪Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের অস্তিত্ব প্রথম পাওয়া গিয়েছিল চিনে। উহান থেকে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। পরে তা ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে এবং তা গোটা বিশ্বে তাণ্ডব চালায়। মারা যায় লাখ লাখ মানুষ। আক্রান্ত হয় কোটি কোটি মানুষ।
সময়ের সঙ্গে নিয়ন্ত্রণে এসেছে করোনা। কিন্তু চিনে এবার শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে রহস্যজনক নিউমোনিয়া। রাজধানী বেইজিংসহ চিনের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে এই রোগ।
জানা গেছে, প্রথম পর্যায়ে ইনফ্লুয়েঞ্জার বিভিন্ন উপসর্গ দেখা দিলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট শুরু হচ্ছে আক্রান্ত শিশুদের, যা নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের বেলায় দেখা যায়।
গত ১২ নভেম্বর এক সংবাদ সম্মেলনে চিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশজুড়ে প্রতিদিনই বাড়ছে এই রোগটিতে আক্রান্ত শিশুদের সংখ্যা। করোনাকালে জনগণ যেসব বিধিনিষেধ মেনে চলতেন, অজানা এই নিউমোনিয়ার ছড়িয়ে পড়া রোধ করতেও দেশের লোকজনজকে সেসব বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তারা।
জনস্বাস্থ্য পর্যবেক্ষণ বিষয়ক আন্তর্জাতিক নজরদারি সংস্থা প্রোমেড ইতোমধ্যে এক বিবৃতিতে এ বিষয়ক সতর্কবার্তা জারি করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, চিনের শিশুদের মধ্যে বর্তমানে যে নিউমোনিয়া শুরু হয়েছে, সেটি কতখানি ঝুঁকিপূর্ণ হতে পারে— তা এখনও নির্ণয় করা যায়নি।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে করোনা দেখা দেওয়ার পর সবার আগে বিশ্ববাসীকে এই রোগ সম্পর্কে সতর্কবার্তা দিয়েছিল প্রোমেড।
তাইওয়ানভিত্তিক টেলিভিশন চ্যানেল এফটিভি নিউজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, রাজধানী বেইজিং এবং উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ে এই রোগের প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে সবচেয়ে বেশি। বিশেষ করে এই দুই অঞ্চলের হাসপাতালগুলোতে এই নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে।
এই রোগটিকে ‘রহস্যময় নিউমোনিয়া’ বলার বড় কারণ হলো— সাধারণ নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে জ্বরের পাশাপাশি কফ, বুকে জমাট বেঁধে থাকা কফের শব্দ এবং সেই কারণে শ্বাসকষ্ট দেখা যায়।
কিন্তু এখন পর্যন্ত যেসব শিশু এই রোগটিতে আক্রান্ত হয়ে তাদের অভিভাবকদের মাধ্যমে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছে, তাদের মধ্যে কফ কিংবা বুকে জমাটবাঁধা কফের মতো কোনও উপসর্গ দেখা যায়নি।
বরং যে দু’টি উপসর্গ দেখা গেছে, সেগুলো হলো— উচ্চমাত্রার জ্বর এবং এবং শ্বাসকষ্ট। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে আক্রান্ত প্রত্যেক শিশুর ফুসফুসে ক্ষুদ্রাতিক্ষুদ্র ফোসকা পরিলক্ষিত হয়েছে। জলবসন্ত রোগে মানুষের শরীরে যেমন ফোসকা ওঠে, সেসবের সঙ্গে মিল রয়েছে সেগুলোর।
এফটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লিয়াওনিংয়ের দালিয়ান শহরের শিশু হাসপাতালের লবিতে রীতিমতো ভিড় শুরু হয়েছে এই নিউমোনিয়ায় আক্রান্ত শিশু এবং তাদের অভিভাবকদের। এছাড়া বেইজিং এবং লিওয়াওনিংয়ের ঐতিহ্যগত দেশীয় হাসপাতাল ও অন্যান্য হাসপাতালেও প্রচুর সংখ্যক শিশু চিকিৎসা নিচ্ছে।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

আরও বিপাকে কানাডার প্রধানমন্ত্রী, ট্রুডোকে ক্ষমতাচ্যূত করতে বড় হুঁশিয়ারি 'বন্ধু' দলের...

বদলে যাচ্ছে পুরুষাঙ্গের আকার! বৃদ্ধকে পরীক্ষা করতেই চিকিৎসকের চোখ ছানাবড়া...

হবু স্ত্রীর জন্য ৫৫ লাখ খরচের পর বরের চক্ষু চড়ক! কী এমন হল? ...

বরফে ঢাকা আন্টার্কটিকায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন যুগল, হঠাৎ পিছনে এসে দাঁড়াল পেঙ্গুইন, তারপর?...

একদিনে ১০১ জন পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হলেন এই তারকা, পরের চ্যালেঞ্জ শুনলে চোখ কপালে উঠবে...

এক কাপ কফির দাম ২৫০০০ পাউন্ড! মূল্যবৃদ্ধির ছোবলে ভুগছে মধ্যপ্রাচ্যের এই দেশ...

'১৯৭১-এর অমীমাংসিত সমস্যা মেটান', শাহবাজকে প্রস্তাব ইউনূসের...

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে আপোসে রাজি রাশিয়া, বড় ঘোষণা পুতিনের...

কত টাকা মাইনে পান সুনীতা উইলিয়ামস, জানলে চোখ কপালে উঠবে...

রিয়েল লাইফ সান্তাক্লজ! ড্রাগ পাচারকারীর পালানোর কাণ্ডে তাজ্জব খোদ পুলিশও, সোশ্যাল মিডিয়ায় হাসির রোল...

বিনা ভিসাতেই বিদেশভ্রমণ! কোন দেশগুলিতে বেড়াতে গেলে ঝক্কি পোহাতে হবে না ভারতীয়দের?...

তাজ্জব কাণ্ড, প্রেমিকা হারিয়ে প্রেমিক পেলেন ৩.২ কোটি উপহার!...

ক্রিসমাস পার্টিতে সহকর্মীদের নিজের স্তন্যপানের প্রস্তাব মহিলার! তুমুল ভাইরাল ভিডিও...

গুগল ম্যাপ ধরেই অভিযুক্ত পর্যন্ত পৌঁছলেন তদন্তকারীরা, হল রহস্যের কিনারা, ঘটল অবাক করা ঘটনা ...

এক গ্যাংস্টারের জন্যই প্যাকেটের দুধে লেখা থাকে মেয়াদের তারিখ, কেন জানেন...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 23